নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

কবিতা -নিলাম

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪



এক টাকায় চার মালাই নিতাম
কোচরে বুট-বাদাম পেতাম
কুসার-লেবু-তরমুজে মন আর কী চায়!
বাস্তবে নাই; তাই খুঁজি নেই মন খাতায়__
এখন নাকি একটা বিকোয় বিশ টাকায়?

এই তো সবে সেদিন খেলাম___
এরই মাঝে কখন কবে এত্তোটি বল হলাম?
হালের হাটে ওই যে হাঁকে,
"নিলাম.. নিলাম.. নিলাম!"
মায়ার দরে বিকিয়ে যে যায়__
..."শৈশবের-ই নিলাম।"



হাটে হাটে কাকা-চাচার গাঁট-পকেটে
পাওনা আমার পয়সা-টাকা ছটফটে।
ধানের পালায় সফ'দা কলায়, পাক্ ধরেনি
লুকায় লুকায় রাখছি আজই, বু' দ‍্যাখেনি।

জীবন খাতায় যোগেই বিয়োগ; ভুলেছিলাম।
এরই মাঝে কখন কবে এত্তোটি বল হলাম?
হালের হাটে ওই যে হাঁকে,
"নিলাম নিলাম নিলাম!"
মায়ার দরে বিকিয়ে যে যায়
হায় হায় হায়... "শৈশবের-ই নিলাম।"



কচি কচি কঞ্চিগুলো ছিপ হ'বার দেয় ইশারা
আছি শুধু মায়ের ভয়ে, ডাকছে গাছের জাম-পেয়ারা!
যন্ত্র যানের হর্নের মাঝে,
বেতের ঘুড়ি-হুড়োহুড়ির ঝগড়া বাজে।

ফুফুর মুখে "পাতাল রাজের আটকে পড়া" মাত্র শুনে এলাম।
এরই মাঝে কখন কবে এত্তোটি বল হলাম?
হালের হাটে ওই যে হাঁকে,
"নিলাম নিলাম নিলাম!"
মায়ার দরে বিকিয়ে যে যায়
হায় রে হায়... "শৈশবের-ই নিলাম!"


সাঁঝ-সকালে লেখা-পড়ার শ্রম ধরে
দু'টাকা দর নামতা পড়া নয় ঘরে।
আট্-আঠারো আটকে টাকা মা'র করে
দু' টাকা দর নামতা পড়া হার ঘরে।

দিন দু'য়েকের পাওনা জামা, নি চেয়ে নি তাত্তাড়ি
আয়না দেখি, আঁধার থেকে শ্বেত হয়েছে চুল-দাড়ি!
এরই মাঝে কখন কবে এত্তোটি বল হলাম?
হালের হাটে ওই যে হাঁকে,
"নিলাম নিলাম নিলাম!"
মায়ার দরে বিকিয়ে যে যায়
হায় রে হায়... "শৈশবের-ই নিলাম।"


(ওই পেছনের অসীম এক গল্পে...)
ছবি - পিন্টারেস্ট।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

এম ডি মুসা বলেছেন: আগে দিন গুলো আসলেই মিস করে মানুষ

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৫

মাস্টারদা বলেছেন: সবাই সবার শৈশবেরে স্মরণ করে শোক করে। নবীন‌ও করবে।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৩

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৩

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার...

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৪

মাস্টারদা বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২২

মাস্টারদা বলেছেন: শুভেচ্ছা

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

মোগল সম্রাট বলেছেন:



ভালো লেগেছে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২২

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ। জাহাপানা।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো আসলেই ভাল লাগছে, মাস্টারদা।
ব্লগে এখন ভাল কবির খুবই অভাব।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১২

মাস্টারদা বলেছেন: ভালো লেগেছে জেনে লাগলো ভালো।
মাটি ভালো হলে, ভালো ফোটে ফুল। অলিতে চারপাশ করিয়া মশগুল।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.