নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
এই জনমের পূণ্য জুড়ে
তোমার অপার আঁধার চুলে
পরজনমে গন্ধ হব।
বেণির বঁধু সুবাস শুঁকে
যাবে নানান কাজের মুখে
অষ্ট প্রহর আমি যে তোর সঙ্গে ফিরব রে।
এই জনমের সকল পাপে
নিশির অলীক স্বপণ শাপে
দস্যু রাজ রাবণ হব।
মনের মানুষ মেলাইবে মন
সুখ ঘনাইবে আমার স্মরণ।
ভীম মূর্তি ভাসবে চোখে
বলবি তারে কায়ায় মেখে,
'ওই আসছে ভীম দস্যু
রাখো আমায় তোমার সুখে।'
সেই সে ভয়ের প্রতিদানে
ভাসবে নোনা মধুর বানে_
সেই সে দিনের সোহাগ রাতে
আমার ছায়া থাকবে সাথে
গোচর অগোচরে।
অষ্ট প্রহর আমি যে তোর সঙ্গে রইব রে।।
সকল আমার স্বপন জুড়ে
তোর অথই-নীর অক্ষি নীড়ে
ভালোবাসার কাজল হব।
চাইবি যখন মুকুর পানে
গুনগুনাবি আপন মনে।
আনমনেতে পরবি আমায়
স্বপ্ন আমার সাজবে তোমায়
আধ-ফোঁটা ওই কুঁড়ির কোণে
অচিন সমাদরে।
অষ্ট প্রহর আমি যে তোর চোক্ষে রইব রে।
সকল আমার নিংড়ে রুধীর
আঁচ রাঙা পা'য় চঞ্চলাধীর
ভালোবাসার আলতা হব।
বাতাস বসন চুম দিয়ে যায়
দূর দাঁড়ায়ে মুগ্ধে সে চায়।
আমি যে তোর মিশবো গায়ে
রইব কাছে ছায়ার চেয়ে
কায়ার সুবাস হয়ে।
অষ্ট প্রহর আমি যে তোর অঙ্গে মিশবো রে।
সকল আমার বিকিয়ে এ সুখ
সকল বিপদ আগলে এ বুক
প্রেম বিরহী অশ্রু হব।
কাঁদবি যখন স্মরে তারে
পরান পুড়ে হৃদয় চিরে,
তোর সে ব্যথার মতি হয়ে
গড়াব নিটোল গণ্ড বেয়ে।
ছুঁয়ে চিকন চিবুক যে তোর
বিবশ করে বিজন বিভোর
গভীর আলিঙ্গনে।
অষ্ট প্রহর রইব রে তোর স্মরণ গভীর কোণে।
গভীর সঙ্গোপনে।
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৪
মাস্টারদা বলেছেন: নিকের জন্য যদি সেই মহান পূণ্যাত্মা স্মরণে আসে, আর যদি সেই পূণ্য আদর্শের ছিটেফোঁটাও কিছু এ জীবনে পড়ে, ধন্য ধন্য হই। আশীর্বাদ করবেন।
আপনার দোয়ার মতো সৃষ্টিকর্তাও আপনাকে ভালো ও সুস্থ রাখুন।
শুভরাত্রি ..
২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৪
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৭
এম ডি মুসা বলেছেন: কোন এক কবির থিম মনে পড়ছে আপনার কবিতা পড়ে!
২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫
মাস্টারদা বলেছেন: কাজী নজরুলের অভিশাপ?
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৭
এম ডি মুসা বলেছেন: কবিতার বেশ ভালোই লাগলো।
২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২২
মাস্টারদা বলেছেন: শুভ কামনা
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত হৃদয়স্পর্শী একটি কবিতা!
খুবই ভালো লেগেছে, তাই কয়েকবার পড়তে হয়েছে। বিশেষ করে তৃতীয় স্তবকটি বেশি ভালো লেগেছে।
কবিতায় দ্বিতীয় প্লাস। + +
আপনার প্রথম পোস্টটিতে একটি মন্তব্য রেখে এসেছি। নোটিফিকেশন পাবার সম্ভাবনা নেই বললেই চলে, তাই এখানেই বলে গেলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৬
মাস্টারদা বলেছেন: পাঠকই লেখার পরমাত্মীয়।
ধন্যবাদ
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২
মাস্টারদা বলেছেন: অত নিচে, প্রায় নিষিদ্ধ হওয়া পল্লীতে? ভুলিতে? নাকি নিয়ে গেল কেউ পথ ভুলায়ে?
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৮
নয়ন বড়ুয়া বলেছেন: আপনার নিকটা যতবারই উচ্চারণ করি, ততবারই নামের শেষে সূর্যসেন মনের অজান্তেই উচ্চারণ করে ফেলি...
যেমনঃ পোষ্টটি যিনি লিখেছেন মাষ্টারদা সূর্যসেন...
আপনার কবিতাও পাঠ করলাম।
সুস্থ ও ভালো থাকুন। শুভরাত্রি...