নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যার আত্মজীবনী

২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩


আজ কবিতায় প্রেমের আত্মজীবনী।

কী) অন্ধ-করা আলো
হঠাৎ দেখে শঙ্কা জাগে মনে...
আসমানে কে গা খুললে গো দোর?
না না! পরীর দেশে মিললে কি চোর?
আনলে কে গা মাটির-বনে
ইন্দি' বাসে চিতোর-রাজের কনে?
হঠাৎ যে তায় ধন্দে জাগে মনে।


খ) পাপের প্রার্থণা
তোমার সাথে বুড়ো হবো চোখে রেখে চোখ
প্রেমের দেনায় ঋণের বোঝা যত‌ই ভারী হোক।


... মরিবার বাসনা
কবে যেন কলি চার লিখি নাই কবিতা_
এ যেন সে সব ছন্দ, কবি-ছাড়া গান।
মনে কয়;
আজীবন এমনি থাকুক এ সবি ধ্রুব অক্ষয়।
অসীমের বুকে ঘুমায়ে পড়ুক দিন-মাস-বছর!
অমৃত স্মৃতিতে ফ্রেমবন্দি প্রেম। গাগলাটে প্রহর।
আমিও থাকি, যা আছি তাই! যেন তুমি;
ঘড়ির নষ্ট কাঁটায় আটকে সময় মহাকাল চুমি!


গ) পরিণতি?
কাদাই যদি নাইবা হলো কাঁদায়,
সে কি … কান্না হলো বল?
আকাশ কাঁদে, বাতাস ভেজে__
মাটির কাঁদন উতলে ওঠে
কাদা ছাড়া বৃষ্টি ভেজার তৃপ্তি পাওয়া ছল।
কাদাই যদি নাইবা হলো কাঁদায়,
সখি! সে প্রেমের কী দাম বল?


ঘ) যেথায় পাবে তারে
পেনশণের পীড়ায় পীড়িত কাল-আগামী—
কিস্তিতে কিস্তিতে প্রিমিয়াম দিচ্ছো জমায়।
ভিক্ষের ঝুলিতে হালের ভিখেরি ফিরি পথে-ঘাটে
ভূত ও ভবিষ‍্যৎ বাধা-বন্ধকে স…ব; প্রেমের দেনায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতাগুলো ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.