![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব রাজনীতিবিদ যদি কবিতা ভালোবাসতেন অথবা সব কবি যদি রাজনীতিবিদ হতেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠতে পারত। -জন এফ কেনেডী
কোথায় ক্লায়েভ লয়েড আর কোথায় ড্যারেন স্যামি ! যোজন যোজনার তফাৎ দুজনার । খেলোয়াড়ি দিক থেকে তো বটেই, নেতৃত্বের দিক দিয়েও । তবু কিভাবে যেন ঠিকই ক্লায়েভ লয়েডের পাশের স্থানটি দখল করে নিয়েছেন 'দ্যা স্মাইল ম্যান' ড্যারেন স্যামি ।
স্যামি কে না-বলা যায় ব্যাটসম্যান না-বলা যায় বোলার । স্যামিদের কথা চিন্তা করেই হয়তো ক্রিকেটে 'মিনি অলরাউন্ডার' শব্দগুচ্ছ জায়গা করে নিয়েছে । সেই মিনি অলরাউন্ডারের কাজটাই বা কি ? পুরো টুর্নামেন্টে ১২টি বল আর সর্বসাকূল্য আটটি রান ?
ব্যাটিং-বোলিং বাদ দিয়ে কি তিনি টস প্র্যাকটিস করেন ? নাহলে ছয় ম্যাচে ছয় বারই টস জিতেন কিভাবে ?
সে যা-ই হোক, দু'বার বিশ্বকাপ জয়ী লয়েডের পাশে এখন জ্বলজ্বল করেছে যে নাম সেটি কিন্তু এই ড্যারেন স্যামি-ই । প্রথমবারের মতো দু'বার টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী ড্যারেন স্যামি যে এখন স্থায়ী আসন গড়ে নিয়েছেন প্রথমবারের একদিনের ক্রিকেটের দুই বিশ্বকাপ জয়ী দলপতি ক্লায়েভ লয়েডের পাশে !
ওয়েষ্ট ইন্ডিজ দলটাকে বলা হয়, অসাধারণ প্লেয়ারের সম্মিলনে সাধারণ মানের দল । এই স্যামিই হয়তো কোন একভাবে এই অসাধারণ প্লেয়ারদের কাছ থেকে অসাধারণত্বটাই বের করে এনেছেন । তাই সাধারণ ওয়েষ্ট ইন্ডিজ দলটা হয়ে উঠেছে 'অসাধারণ' । ব্রাভোর ভাষায় 'চাম্পিয়ন' ।
হয়তো এখানেই অধিনায়ক স্যামির স্বার্থকতা । এবং সেজন্যেই হয়তো লয়েডের মতো কিংবদন্তীর পাশে স্যামি কে দেখে খুব একটা নাক কুঁচকানোর সুযোগ নেই । তার সাথে যোগ করুন পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তাঁর বলা কথাগুলো । 'ড্যারেন স্যামি' নামের মানুষটাকে খুব একটা এড়িয়ে যাওয়ার সুযোগই থাকবে না আর ।
বছরের মাত্র তিনটি মাস অতিবাহিত হয়েছে । এরই মধ্যে ওয়েষ্ট ইন্ডিজ জিতে নিয়েছে এ বছরের তিনটি বিশ্বকাপ ।
হেটমাইয়ের, টেলর, স্যামি ।
এ বছরের তিন বিশ্বকাপ জয়ী ক্যারীবিয়ান দলনায়ক ।
কে জানে, এরপর ক্যারীবিয়ান ক্রিকেট-কর্তাদের টনক নড়ে কি না !
ক্রিকেটের স্বার্থেই খুব-ই প্রয়োজন, ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেটের পুনর্জাগরণ । ২০১২ বিশ্বকাপ ট্রফি তাদের জাগাতে পারেনি । এই ২০১৬ তে তিন-তিনটি ট্রফি তাদের জাগাতে পারবে কি ?
সময়-ই হয়তো বলে দেবে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
মোঃ ইয়াসির ইরফান বলেছেন:
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:২৬
সচেতনহ্যাপী বলেছেন: লয়েডের টিমমেট আর স্যামির টিমমেটদের পার্থক্যই হয় না।। তবুও এই তরুন যুবারা দেখালো পুরানো ইন্ডিজের ঝলক।।
শুভেচ্ছা ুরো টিমটাকে।।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: যোজন যোজন তফাৎ সেই দল আর এই দলে ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫
মহা সমন্বয় বলেছেন: ওয়েষ্ট ইন্ডিজ খেলোয়ারদের যে ধরণের ফিটনেস অ্যাথলেটিক বডি, এরকম যদি বাংলাদেশের হত তাহলে বাংলাদেশ প্রতিবার একটি করে বিশ্বকাপ জয় করত। যদিও ক্রিকেটে পেশি শক্তির কোনই খানা নেই, তবুও বলব দরকার আছে।
অভিনন্দন ওয়েষ্ট ইন্ডিজ
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
মোঃ ইয়াসির ইরফান বলেছেন:
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণ যুগের প্রত্যাবর্তন হয়তো হতে চলেছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: হয়তো...
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ওয়েষ্ট ইন্ডিজের স্বর্ণযুগের কথা মনে পড়ে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: হুম
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
Safin বলেছেন: স্যামির কথাগুলা পড়ে খারাপ লাগছে তাদের জন্য!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
মোঃ ইয়াসির ইরফান বলেছেন:
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১১
বিজন রয় বলেছেন: শুভেচ্ছা স্যামিদের।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: শুভেচ্ছা
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
আলাপচারী বলেছেন: আমার মনে হয় হারলেও ওরা ওরকম ফূর্তিই করতো। ওদের ধরণটাই ওরকম। প্রাণোচ্ছল। দারিদ্রতা আছে, ওদার্য্য আছে। সবই পেয়েছে প্রকৃতির কাছে। সমুদ্রের কাছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
মোঃ ইয়াসির ইরফান বলেছেন: একদম ঠিক বলেছেন । আফগানদের কাছে হারের পরও গেইলের সে কী হাস্যেজ্বল সেলফি ।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
একাকি দুশমন বলেছেন: স্যামির সর্বদা হাসি মাখা মুখটা অনেক দিন বেচে থাকবে ক্রিকেটে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:২৪
গেম চেঞ্জার বলেছেন: শেষের ছবিটিই রকজ!!