![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব রাজনীতিবিদ যদি কবিতা ভালোবাসতেন অথবা সব কবি যদি রাজনীতিবিদ হতেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠতে পারত। -জন এফ কেনেডী
কবিতা!
ভালো আছো?
কতদিন পর তোমার সাথে
আবার, মিতালি করতে এলাম!
পাঁচ মাস? ছ’মাস? নাকি আরো বেশি?
তোমার সাথে সখ্যতার পর
এত দীর্ঘ বিরতি কি-
তোমার-আমার মধ্যে হয়েছে?
মনে হয়, হয়নি।
আপনাতেই তুমি আসবে বলে,
তোমাকে কখনো জোর করিনি।
তুমি তো জানো,
নিয়ম করে তোমার সাথে
মিতালি পাতানো আমার পক্ষে
সম্ভব নয়।
তাই তুমি আসবে, নিজেই বলবে-
‘আমি এসেছি।
তোমার ডায়রীর শূণ্য পাতায়
আমায় স্থান দাও।
ভরাট হোক সাদা পাতা
কালো কালির কাব্যিক উচ্ছ্বাসে।’
আমি সেই আশাতে ছিলাম।
এখনো আছি।
আচ্ছা,
এই এতদিন পর-
তোমার খবর নিচ্ছি বলে,
তুমি রাগ করোনি তো?
কি করবো বলো!
রাগ বা অভিমান যা-ই বলো,
সে তো আমারও খুব একটা কম নেই।
তুমিও এলে না, তাই আমিও...।
থাক, সেসব।
কবিতা!
বহুদিন হয়ে গেল যে!
তুমি কি আর আসবে না?
ডায়রীর বাকী পাতাগুলি কি তবে-
আর ভরাট হবে না?
এ-কি চিরকেলে অভিমান?
নাকি আমিই তোমার যোগ্য নই!
২৩/০৩/২০১৭
©somewhere in net ltd.