নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টিসুখের উল্লাসে

মোঃ ইয়াসির ইরফান

পৃথিবীর সব রাজনীতিবিদ যদি কবিতা ভালোবাসতেন অথবা সব কবি যদি রাজনীতিবিদ হতেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠতে পারত। -জন এফ কেনেডী

মোঃ ইয়াসির ইরফান › বিস্তারিত পোস্টঃ

অনুতপ্ততার উষ্ণ অশ্রুর কসম

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

আমি জানি, আমি পাপী।
অনেক অনেক পাপ করেছি,
গড়ে তুলেছি পাপের এক বিশাল সাম্রাজ্য,
নির্মাণ করেছি পাপের সুরম্য অট্টালিকা,
সুবিশাল প্রাসাদ।

পাপের সাগরে হাবুডুবু খেয়ে মরছি আমি,
প্রায় ডুবন্ত অবস্থায় হন্য হয়ে খুঁজছি বেঁচে উঠার এক টুকরো অবলম্বন,
ভেসে থাকার শেষ সম্বলও কোথায় হারিয়ে ফেলেছি!
খড়কুটো আঁকড়ে বাঁচার সম্ভাবনাও বুঝি আর নেই।
আমার মধ্যে নৈতিকতার লেশমাত্র আর অবশিষ্ট নেই,
সচ্চরিত্রের শক্তি হারিয়েছি সেই কবেই!
এই পাপের অথৈ সমুদ্রেই বুঝি ডুবে যেতে হবে এবার।

আমার ডানে-বামে, উপরে-নীচে পাপ আর পাপ,
ছোট-বড় পাপে গড়ে তুলেছি পাপের পাহাড়,
উঠেছি এই পাপের পাহাড় চূড়োয়;
এখান থেকে যেদিক তাকায়, যতদূর তাকায়,
কেবলি পতনের অতল গহ্বর দেখা যায়।
আমি জানি, আমার অধঃপতন সুনিশ্চিত,
ধ্বংস অনিবার্য!

আমি কঠিন পাপী, স্বীকার করছি।
পাপে-পাপে মুড়েছি আমার গোটা গা,
আমার চারপাশ।
হ্যাঁ, অনেক অনেক পাপ করেছি,
তৈরী করেছি পাপের বিশাল প্রাসাদ।
একটুও সন্দেহ নেই,
আমি একজন ভয়ংকরতম পাপী।
সব ঠিক, সব সত্যি।
কিন্তু এটাও সত্যি যে, এখন আমি ক্লান্ত,
পাপভারে ক্লান্ত;
এই পাপের বিশাল বোঝা টেনে নেওয়ার মতো শক্তি আমার নেই।

আমি অনুতপ্ত, অনুশোচনা গ্রস্থ।
আমার গাল বেয়ে অবিরাম গড়িয়ে পড়া,
অনুতপ্ততার উষ্ণ অশ্রুর কসম-
আমি এই পাপের সাম্রাজ্য থেকে মুক্তি চাই।
আমি শুদ্ধ হতে চাই,
পূণ্য ছুঁতে চাই।

হিমালয়ের বরফ গলার মতো-
এই অনুতপ্ত উষ্ণ অশ্রু কি পাপের পাহাড় গলিয়ে দিতে পারবে না?
অথৈ পাপ-সমুদ্রে এগিয়ে দিতে পারবে না-
ছোট্ট একটা ডিঙ্গি কিংবা ভেলা?
পারবে না বুলডোজার হয়ে-
গুড়িয়ে দিতে পাপের সুবিশাল প্রাসাদ?
অনুতপ্ততার উষ্ণ অশ্রুর কি নেই অত ক্ষমতা?
আমার বিশ্বাস, আছে।

চোখ হতে নেমে আসা-
তপ্ত নোনা জলের কসম-
আমি এই পাপের বেড়াজাল থেকে মুক্তি চাই।
নষ্টামি আর কুকামনা থেকে নিষ্কৃতি চাই।
আমি চাই, আমার পাপের এই সাম্রাজ্যের ধ্বংস ঘটুক,
বিলুপ্তি হোক।
শুদ্ধ আর পূণ্যে ভরে উঠুক আমার চারপাশ।

অনুশোচিত আত্মার কসম-
আমার কান্না,
আমার চোখের জল,
আমার গায়ের শিহরণ,
অনুতপ্ত হৃদয়ের এতসব আয়োজন,
সব, সবকিছু পাপের রাজত্ব নিশ্চিহ্নের জন্য।
কলুষতা আর অনাচার থেকে পরিত্রাণের জন্য।
আমার মুক্তির জন্য,
শুদ্ধতার জন্য,
পূণ্যের জন্য।

আমি এবার পূণ্যের সুবিশাল অট্টালিকা গড়তে চাই,
সত্য-ন্যায়ের এক সুন্দর সাম্রাজ্য গড়তে চাই,
শুদ্ধতার পাহাড় চূড়োয় উঠতে চাই,
পূণ্যের সাগরে সাঁতরে বেড়াতে চাই।
পাপের দূষিত আবর্জনাকে ঝেঁটিয়ে বিদায় করে,
নষ্টামির মূলোৎপাটন করে,
আমার ভেতর থেকে-
পাপের শেকড়টাকে উপড়ে ফেলে,
আমি এক শুদ্ধ ও সুন্দর পরিবেশে বাঁচতে চাই।

আমি অনুতপ্ত হৃদয়ের কসম কেটে বলছি,
বিরামহীন গড়াতে থাকা এই তপ্ত অশ্রুর কসম কেটে বলছি,
আমি পাপ থেকে মুক্তি চাই।
আমি আমার আশেপাশে,
আমার চারপাশে,
আমার আমি’তে-
নির্মলতা চাই,
বিশুদ্ধতা চাই,
পবিত্রতা চাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


লিখে আনন্দ পেয়েছেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০১

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: লেখা মাত্রই তো আনন্দদায়ক, ভাই।
এটা লিখেও পেয়েছি।
কেন, কিছু বলবেন?

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সুন্দর অর্থবহ! কিন্তু?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৩

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: তাই....!

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০

কানিজ রিনা বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনুতপ্ত হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: হয়তো...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.