নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টিসুখের উল্লাসে

মোঃ ইয়াসির ইরফান

পৃথিবীর সব রাজনীতিবিদ যদি কবিতা ভালোবাসতেন অথবা সব কবি যদি রাজনীতিবিদ হতেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠতে পারত। -জন এফ কেনেডী

মোঃ ইয়াসির ইরফান › বিস্তারিত পোস্টঃ

তোমাদের জন্য রেখে যাচ্ছি-

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আমরা চলে যাচ্ছি,
তোমাদের জন্য রেখে যাচ্ছি-
তীব্র ঘৃণার স্তুপ।
অভিশাপের পাহাড়।
লক্ষ লক্ষ নির্যাতিতের হাহাকার, দীর্ঘশ্বাস
আর সর্বহারাদের আর্তনাদ-চিৎকার!

তোমরা আমাদের দেখিয়েছো উৎপীড়নের চূড়ান্ত মাত্রা,
অত্যাচারীর উল্লাস, অট্টহাস্যও আমরা দেখেছি।
নিপীড়কের কঠিন-কঠোর নির্যাতনও আমরা সয়েছি।
তবুও আমাদের ভূমে আমাদের থাকতে দেয়া হয়নি,
তোমরা থাকতে দাওনি।
আমাদের স্বদেশ থেকে আমাদের বের করে দিয়েছো।
আমাদের সমাজ, আমাদের পরিবার,
আমাদের ঘর-বাড়ি,
আমাদের সবকিছু তোমরা জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছো।
আমাদের মেয়েদের, মায়েদের সম্ভ্রম আমরা রক্ষা করতে পারিনি।
আমাদের শিশুদের কান্না আমরা থামাতে পারিনি।
আমাদের পুরুষদের রক্তক্ষরণ আমরা বন্ধ করতে পারিনি।
আমরা শুধু মার খেয়েছি,
পড়ে পড়ে মার খেয়েছি, নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি।
তোমাদের জন্য আমরা সব হারিয়েছি,
ঘর, জমি, সমাজ, স্বজন, স্বদেশ...
সব হারিয়ে আমরা এখন নিঃস্ব;
এখন আমাদের পরিচয়, আমরা উদ্বাস্তু!

আমাদের গায়ে ‘রোহিঙ্গা’ ট্যাগ লাগিয়ে,
কেড়ে নিয়েছো মানুষের অধিকার।
এতকাল পরে এসে বলছো, আমরা এখানকার না!
এতদিন এখানকার আলো, জল, হাওয়া গায়ে লাগিয়ে-
আমরা ঘুরে বেড়িয়েছি পথপ্রান্তর।
মাথার উপরে আরাকানের এই আকাশ সাক্ষী,
মাটি সাক্ষী, বায়ু সাক্ষী, চন্দ্র-সূর্য সব সাক্ষী,
আমরা এই জনপদের জনমানুষ ছিলাম।
আমরা এই সমাজের ছিলাম।
আমরা এই দেশের, এই মাটির সন্তান।
এই আরাকান, এই দেশই আমাদের মাতৃভূমি।

আজ মাতৃভূমি ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে,
তোমাদের উৎপীড়ন-যন্ত্রণায় বাধ্য হয়ে।
অজানার উদ্দেশ্যে আমরা পাড়ি দিচ্ছি,
কেবল ও কেবলমাত্র তোমাদের অত্যাচারে অসহ্য হয়ে।
তোমরা আমাদের বিতাড়িত করেছো,
আমাদের বের করে দিয়েছো,
আমরা বের হয়ে এসেছি।
আমরা চলে যাচ্ছি।
এই ভূমি ছেড়ে যাচ্ছি, এই দেশ ছেড়ে যাচ্ছি,
এই আরাকান ছেড়ে যাচ্ছি,
হয়তো যাচ্ছি এই পৃথিবী ছেড়েও...।
তবে যাওয়ার আগে,
তোমাদের জন্য রেখে যাচ্ছি-
এই সুবিশাল সুনীল আকাশ।
যেখান থেকে বজ্র এসে তোমাদের ধ্বংস করে দেবে,
কাঁপিয়ে দেবে তোমাদের মসনদ,
তোমাদের জন্য আমরা কামনা করে যাচ্ছি, আসমানী গজব।
এই সূর্য তোমাদেরকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিক,
এই বায়ু তোমাদের লন্ডভন্ড করে দিক,
ঘূর্ণিঝড়ের ঘূর্ণিতে বিধ্বস্ত হোক তোমাদের এই জনপদ,
চূর্ণ-বিচূর্ণ হোক-
তোমাদের অসাম্যের এই সমাজ, অবিচারের এই রাজ।

আমরা চলে যাচ্ছি,
তোমাদের জন্য রেখে যাচ্ছি, অভিশাপের পাহাড়।
তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও
মহান ক্ষমতাধরের কাছে এটাই এখন,
আমাদের প্রতিমুহূর্তের প্রার্থনা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: দারুণ বলেছেন-
তোমাদের জন্য রেখে যাচ্ছি-
তীব্র ঘৃণার স্তুপ।
অভিশাপের পাহাড়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা চলে যাচ্ছি,
তোমাদের জন্য রেখে যাচ্ছি, অভিশাপের পাহাড়।
তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও
মহান ক্ষমতাধরের কাছে এটাই এখন,
আমাদের প্রতিমুহূর্তের প্রার্থনা।

++++++++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.