নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথ

সপ্নবাজের কথা

সপ্নবাজের কথা › বিস্তারিত পোস্টঃ

।।পথিক তুমি পথ হারিয়েছ ।।

০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:১৩

৫ই ফেব্রুয়ারী গনজাগরন মঞ্চের জন্ম হইয়েছিল কাদের মো্ললার ফাসির দাবিতে। আমার মত লক্ষ মানুষের দাবি থেকেই গনজাগরন মঞ্চ দারুন সফলতাও পেয়েছিল। কিন্তু পরবতিতে তারা আর তাদের সেই জোয়ার ধরে রাখতে পারেনি ।গনজাগরন মঞ্চের চেতনার যে শক্তি যে জোয়ার সৃষ্টি হয়েছিল তা ছিল অসাদারন । কিন্তু সমস্যা এর নেতৃত্ব নিয়ে । গনজাগরনের নেতৃত্বদানকারী ব্লগারদের আরও অনেকবেশি সচেতন হওয়া উছিত ছিল। তাদের বোঝা উছিত ছিল যে তারা যারা নেতৃত্ব দিচ্ছে তারা নির্বাচিত কোন কেউ নয় । সকলের অনুভূতির কথা তারা চিন্তা করেনি। ব্লগার রাজিব যখন খুন হল তারা তখন তাকে আস্তিক প্রমান করতে চেয়ে মিথ্যাচার করেছে । আটক ৪জন ব্লগারের মুক্তি চেয়ে ডাঃ ইমরান অনেক মানুষের অনুভুতিতে আগাত করেছেন । মুলদাবি ছিল যোদ্ধাঅপরাদিদের বিচার এবং জামাআত নিষিদ্ধ করা কিন্তু তারা খালি তা করেনি যার কারণে আজ গনজাগরন মঞ্চে আগের মত প্রান নেই। তাদের আরও বেশি সাবধানী হওয়া উচিত ছিল , তাদের বোঝা উচিত ছিল অনেক শক্তিশালী বিরোধী অপশক্তি গনজাগরনের বিপক্ষে কাজ করেছে । তাই আন্দোলন তার যৌবন থাকতে কর্মসূচি স্তগিত করলেই ভাল হত । যখন সংসদে আইন পাস করা হইয়েছিল ,এবং সাইএদির ফাঁসির রাই হইয়েছিল তখন বিজয়ী ত আমরা হইয়েছিলাম । এই আন্দোলন কে আরও দিরগাইত করা বিপক্ষ শক্তিকে একে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ তৈরি ছাড়া আর কিছুই নয় । ব্লগারদের মধ্যে অনেক মত পার্থক্য থাকতে পারে তাই বলে কিছু ব্লগার যা করছে তা নোংরামি ,যেমন গতকাল গনজাগরনের পেইজে ডাঃ আইজুকে নিয়ে যা করা হল তা বাড়াবাড়ি , একজন ব্লগার এর বউকে নিয়ে পর্যন্ত তারা লিখে প্রমান করল তারা নতুন বোতলে সেই পুরান মাল । এর আগেও অমি রহমান পিয়ালকে অনেক্কেই আঘাত করে লিখতে দেখেছি,কাউকে চীনা বাম,কাউকে উত্তর পাড়ার বিভিন্ন ভাগে আলাদা করে আক্রমণ করে বলতে দেখেছি ।গনজাগরনের নেতাদের দেখে আমার এনিম্যাল ফার্ম বইটার কথা মনে পরছে , যেখানে ফার্ম এর পশুরা মানুষ দ্বারা নির্যাতিত হতে হতে একসময় সবাই এক হইয়ে মানুষ মালিকের বিরুধেব সংগ্রাম করে বিজয়ী হইয়ে পরবর্তীতে আবার তাদেরই কিছু সুবিধা বাদী বুদ্দিমান পশু দ্বারা নির্যাতিত হইয়েছিল । মুক্তিযুদ্ধ আমাদের চেতনা এই চেতনা নিয়ে কেউ নিজেদের স্বার্থ হাছিল করতে চাইলে তার পরিণাম ভাল হবে না । বর্তমানের ডাঃ ইমরানকে দেখে সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ছে পথিক তুমি পথ হারিয়েছ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.