নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথ

সপ্নবাজের কথা

সপ্নবাজের কথা › বিস্তারিত পোস্টঃ

একটি কাল্পনিক ঐক্য ।

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬



যেহেতু দুটো পরিবারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে ১৬ কোটি মানুষ আজ অনিশ্চয়তার মাঝে ,তাই নির্বাচন ,তত্ত্বাবধায়ক এত জামেলা না করে বেগম জিয়াকে প্রেসিডেন্ট এবং শেখ হাছিনাকে প্রধানমন্ত্রী করলে কেমন হয় ?

ডন মরজিনা আপার মত বহিরাগত হাইকমিশনারদের কাছে নেতাদের ধরনা দিতে হবে না, জাতিভঙ্গের প্রেসিডেন্টকে টাকা খরচ করে দুই নেত্রিকে সমঝোতায় আসার জন্যে কল দিতে হবে না, ডঃ ইউনুসকে তার গ্রামীণ ব্যাংক রক্ষার জন্যে তার মার্কিন বান্ধবিকে দিয়ে তদবির করাতে হবে না , নিরীহ মানুষের লাশ নিয়ে আর রাজনীতি করতে হবে না , ছাত্র নেতারা প্রতিহিংশার রাজনীতি ত্যাগ করে জনগনের অধিকার আদায়ে এক হয়ে সংগ্রাম করবে,হরতালের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে না ,নির্বাচনের বিশাল খরচ সাশ্রয় হবে ,সবাই এক হয়ে দেশের উন্নয়নে কাজ করবে ,অসাংবিদানিক শক্তির হস্তক্ষেপ থেকে রাষ্ট্র মুক্তি পাবে ,টকশোতে তথাকথিত বুদ্ধিজীবীরা মুজিব আর জিয়ার শাসন নিয়ে তর্কে না জড়িয়ে দেশের জনগন নিয়ে কথা বলবে , মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খাওয়া বন্ধ হবে , সারা বাংলার মানুষ এক হয়ে চিরতরে এই দেশ থেকে জামাআত ,শিবির, মওলবাদী রাজনীতি নির্মূল করবে ।

( বিঃ দ্রঃ এই দেশে সরকার বদল হলেও জনগনের ভাগ্যের খুব একটা বদল হয় না ) । —

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.