![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপিএল
কি খেলা যে দেখায় বুঝি না। ৫ বলে ওভার দেখতে আর ভালো লাগেনা!!! বিপিএল এর ম্যাচে ক্যামেরা ম্যান এর কাজ কাম দেখলে মনে হয় সে marriage Matrimonial এর আ্যড দিতে আসছে!!!
ভালো চ্যানেল এর প্রচার নাই, দর্শক নাই, থার্ড আম্পায়ার Decision দেয় আগিলা দিনের লাল সবুজ বাত্তি দিয়া। ডিজিটাল বাংলাদেশের এমন Sample আমাকে ভাবায়।!!!
আয়াম্পার এর উপর সাকিব কি হুদাই খ্যেফে? ( সব কিছুর উপরে সাকিবেরই ভুল, সাকিব মিয়া আসলে কেমন জানি!!!!! ছুপা রুস্তম.....না .... ছুপা কোহলি!!!!!) হয়তো সাকিব আসলে cricket পাগলা!!! এতোটা পাগলা হতে পেরেছে বলেই হয়তো নাম্বার ওয়ান হতে পেরেছে!! আবেগ ধরে রাখতে পারে না। নয়তো আসলেই বেয়াদপ। আমি জানি না!!!!! আমার মাথায় বুদ্ধি কম!!
হয়তো আম্পায়ার এর ভুল সিদ্ধান্ত সাকিবকে বাইরের খেলোয়াড় যাদের সাথে ও বিদেশী লীগ খেলে তাদের কাছে লজ্জাজনক।সাথে একটা করে বিদেশী আম্পায়ার থাকলে আমাদের দেশি আম্পায়ার রা আরো বেশি practicable হতে পারতো।আমরাও একটা compare করতে পারতাম বিদেশীদের সাথে। বিদেশি খেলোয়াড় আনতে পারো আর বিদেশী আম্পায়ার আনতে পারো না!!!!!!
আমি প্রবাসী। আমার পাশের কলিগ পাকি ছাগল। আমার সাথে একটা ইন্ডিয়ান গরু ও আছে। এরাও খেলা দেখে, স্কোর জিগায়। লাইভ দেখে। আমার কাছেই সরম লাগে। পরে explain কইরা কই, আসলে আমরা একটা দুর্নীতি মুক্ত খেলার জন্য long term Processing এ আছি তাই এবার বাজেট কমায় দিছে বিসিবি। তবুও আমার দেশের খেলা ।
কিন্তু আম্পায়ার আর মাঠের ব্যাপারে তো আপস চলে নারে ভাই!!!!! আল্লাহর দুনিয়াত সবাইরই মরণ লাগবো। শামীম চৌধুরী যদি মইরা যায় তাইলে আমাগো বহুত ভুগদে হইবো। সবার খালি পকেট ভরার ধান্দা। নিজের দেশের ইজ্জত নিয়াও ধান্দা!!!!
ভাই বাইরের খেলোয়াড় তো টেকা দিলেই চইলা আসবো, কিন্তু খেলার সাথে সাথে প্রযুক্তির ব্যবহার যদি এই ডিজিটাল দেশে আজো না পাই তো বাঙালী কেমনে মাথা উচু কইরা কথা কইবো। কেমনে আমরা International Standard হমু!!!!
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
মাহমুদ মাহাদী বলেছেন: জি ভাইয়া ঠিক বলেছেন.....
তারপর এই যে দেখেন কইথ্থে যে পামেলা নামে একটা ধইরা আনছে আমি বুঝি না!!!
বাংলাদেশে কি ইংলিশ মিডিয়ামে পড়া কোনো ভালো পোলা মাইয়া নাই!!!!! কি করে এগুলা!!! আল্লায় বিচার করবো ওগো।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
গেম চেঞ্জার বলেছেন: এবারের বিপিএল না দেখার চিন্তা উদ্ধোধনী অনুষ্ঠানেই ফাইনাল করসি, ত্যাক্ত বিরক্ত হইয়া। তাই আর বেশি কিছু কমু না।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
মাহমুদ মাহাদী বলেছেন: কইবেনই বা কারে!!!! বেড়ায়ই তো ক্ষেত খায়!!!!
না দেইখাও তো থাকতে পারি না.... ডাই হার্ড পান্খা বইলা কথা...
একটু একটু দেইখেন!! ছোড খাড টেষ্ট ম্যাচ....
ধন্যবাদ.।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
রক্তিম দিগন্ত বলেছেন: পামেলাকে তো মনে হয় তার নামে বিদেশী ধাঁচ দেখেই আনছে। নাহলে তো তার তো আমি কোন গুণ দেখি না থাকার। কথা বলার কোন ঠিক নাই, ইংলিশ বলতে গেলে আঁটকায়, এক্সপ্রেশন ঠিক নাই - এমনকী দেখতেও তো অতটা ভাল না। এর থেকে শিনা চৌহান ভাল ছিল।
এইবার আসরটা শেষ হোক। পরেরটা থেকে ভাল হওয়ার আশা করছি।
অনেকদিন পর হচ্ছে দেখে - কিছু বলছি না।
এইবার দুইটা ফ্র্যাঞ্চাইজি কম। খুলনা নেই, রাজশাহী নেই। মাঠ মাত্র দুইটা।
আমি বিলিভ করি বাংলাদেশে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে লীগটা করা যেত।
আইপিএল থেকে নকল করে লীগ বানাতে পারে, পামেলা তৈরি করতে পারে মন্দিরার নকল করে - তাহলে হোম অ্যান্ড অ্যাওয়েটা বাদ কেন?
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
মাহমুদ মাহাদী বলেছেন: পামেলা ইন্ডিয়ান। কলকাতা।
শিনা চৌহান Anchor Rule ভাংছে মোস্তফা ফারুকীর পিপড়াবিদ্যা " তে অভিনয়ের মাধ্যমে। তাই তারে বাদ দিসে।
''এইবার আসরটা শেষ হোক। পরেরটা থেকে ভাল হওয়ার আশা করছি।
অনেকদিন পর হচ্ছে দেখে - কিছু বলছি না।''
ঠিকই কইছেন ভাই...
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
রক্তিম দিগন্ত বলেছেন: বিপিএলের টেলিভিশন কাভারেজ একদম বিশ্রি এইবার।
অ্যাডের জ্বালায় মনে হয় এইটা বাংলাদেশি প্রোডাক্টস লীগ।
ক্যামেরাম্যানের মেয়েদের বেশি ফুটেজ রাখা দেখে মনে হয় এইটা বিয়ে পাগলের লীগ।
আর, আম্পায়ারিং-এর মান এত ফালতু আমি কোন ক্রিকেট খেলায় দেখি নাই। এরচেয়ে ফালতু কিছু হওয়া সম্ভব না।