![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের ভিতরে বড় হবার প্রচন্ড আকাঙ্খা ।। স্বপ্ন দেখতে খুউউউব ভালোবাসি।। ভালোবাসি বই পড়তে, ছবি আঁকতে আর বিখ্যাত মানুষদের জীবনী পড়তে .....
তুমি হচ্ছ বৃষ্টির ফোটা-
আর, আমি হচ্ছি সেই সবুজ পাতাটি,
যে কিনা, সবসময় অপেক্ষা করে একটি
বৃষ্টির ফোঁটার, যেটা সর্বদাই ভরে থাকবে-
ভালবাসা, ভালবাসা এবং ভালবাসায় ।।
তুমি হচ্ছ দয়াময় বালিকা-
আর, আমি হচ্ছি সেই আট আনার মুদ্রাটি,
যে কিনা, রাস্তার পাশে পড়ে থেকে সবসময় ভাবে-
একজন দয়াময় বালিকাকে, যে তাকে নর্দমার পাশের
ওই নোংরা জায়গা থেকে তুলে নেবে পরম মমতায় ।।
তুমি হচ্ছ শিল্পী-
আর, আমি হচ্ছি তোমার অসমাপ্ত সেই ছবিটি,
যে কিনা, প্রতিটা মূহুর্ত আশায় বুক বেধে রাখে-
একদিন তুমি এসে, তোমার তুলির ভালবাসার
যাদুময় পরশে ভরিয়ে দেবে তার অসমাপ্ত অঙ্গটি ।।
তুমি হচ্ছ নিষিদ্ধ পল্লীর সেই নিষিদ্ধ মেয়েটি-
আর, আমি হচ্ছি সেই তৃষ্ণার্ত যুবক,
যে কিনা, প্রতিটা সময় খুঁজে বেড়ায় তোমাকে,
তুমি এসে তার জীবনের এই সময়টিকে
ভরিয়ে দেবে এক অনাবিল নিষিদ্ধ ভালবাসায় ।।
তুমি হচ্ছ বহুল ব্যবহৃত একটি সিরিঞ্জ-
আর, আমি হচ্ছি নেশাগ্রস্থ সেই তরুণ,
যে কিনা, সারাক্ষণ ছটফট করে শুধু তোমার জন্য,
তুমি এসে, তার শরীরে শুধু একটু ব্যথার
পরশ বুলিয়ে দেবে পরম ভালবাসায় ।।
আচ্ছা, সত্যিই কি তুমি আসবে?
নাকি, আমার এই অপেক্ষা, এই ব্যাকুলতা সবই বৃথা?
তুমি কি অনুভব করনা আমার এই যন্ত্রণা?
বৃষ্টির ফোঁটা, বালিকা, সেই বিখ্যাত শিল্পী,
নিষিদ্ধ পল্লীর সেই নিষিদ্ধ মেয়েটি অথবা সামান্য একটা সিরিঞ্জ হয়েও
কি তুমি আসবে না?
আমি জানি, আমার শরীরে ভালবাসার একটি উষ্ণ চুম্বন করার জন্য,
তোমাকে আসতেই হবে,
তুমি আসবেই, তুমি আসবেই ।।
©somewhere in net ltd.