![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটি ছোট বোন নাম তার মিম,
ইচ্ছে হলে আদর করে বলতে পারেন ঘোড়ার ডিম।
দুষ্টামি করতে সে প্রচুন্ড ভালোবাসে,
কিছু বলতে না বলতে শুধু শুধু হাসে।
বাবা মা পছন্দ করে তাকে ছোট নামে ডাকতে,
ইচ্ছে করলে সে পারে প্রচুন্ড ভাবে রাগতে।
কি করে যে তার বধ অব্বাসের কথা বলি ভাই,
সারা দিন দুষ্টামি, ফাজলামি আর খাই খাই।
কিন্তু তার মনটি অনেক ভালো,
যার কারণে তার দিকে তাকালে সবার মুখে ফুটে উঠে আলো।
যদি বিশ্বাস না হয় দেখতে পারেন গিয়ে,
সাইকেল কিংবা মটড় গাড়ি দিয়ে।
সে যেখানে থাকে তার পাশে আছে ছোট একটি পুকুর,
গেলে দেখবেন সে হাটে গুটি গুটি পায়
যে পায়ে পরা এক জোড়া নূপুর।।
©somewhere in net ltd.