![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth
আজ ভোরে আশেপাশের
ঝিরি ঝিরি হীমবায়ুর সাথে অদ্ভুত সুন্দর
একটা মিষ্টি সুবাস পাচ্ছি।যার সুগন্ধ
মনপ্রাণ ভরিয়ে দিয়ে গেল।বড়
করে শ্বাস নিলাম,নির্মল বাতাস।
হ্যা,বাতাসে মিশে আছে বিজয়ের
ঘ্রাণ।আর আমাদের প্রকৃতির
সোনালি সবুজ তুলতুলে আলো।
আহহহ..... এমন দেশটি কোথাও
খুঁজে পাবে নাকো তুমি।
লক্ষ,লক্ষ ভাই বোনের আত্মত্যাগ,নি:স্
বার্থ
অবদানের জন্য আজ আমরা বুক
ভরে স্বাধীন ভুখন্ডে নিশ্বাস
নিতে পারছি। তাদের অবদানের কোন
ভূমিকা বা উপসংহার দেয়া যায় না।
অবনত দাঁড়িয়ে, চোখ বন্ধ করে তাদের
সম্মান জানানো আর তাদের জন্য
দোয়া করা ছাড়া তাদের জন্য
হয়তো আর কিছুই করার নেই আমাদের।
কিছু ইস্পাতের উপর কনক্রিটের
প্রতিকৃতিতে ফুল দিলেই তাদের ঋণ
শোধ হবে না।তাদের রক্তে ভেজা এই
মাটির দাম চোকানো যাবেনা। এই
গরীব দেশের জনগনের
কোটি কোটি টাকা খরচা করে,
অন্যকে নকল করে, লোক
দেখানো দেশপ্রেমের রেকর্ড গড়লেই
তাদের ভারি নিশ্বাসের
মর্যাদা আমরা দিতে পারব না।
ফেসবুকে একমাস নিজেরপ্রোফাইল
পিকচার বদলে লাল
সবুজেরপতাকা দিয়ে আরেকটা রেকর্ড
গড়ার কি প্রাণপণ চেষ্টা!
হাসি পায়, এই কি দেশপ্রেম? এই দিনক্ষণ
দেখে দেখে মুখোশধারি দেশপ্রেমিক
না সেজে, সত্যিকার অর্থে দেশের জন্য
কিছু করুন,খুব ছোট হোক শুরু করুন,রেকর্ড
বুকে নাম ওঠানোর উদ্দেশ্যে নয়।
দেখবেন ভাল লাগবে।
সবাই ভালো থাকবেন।
বিজয়ের শুভেচ্ছা সমেত,
মাহবুব,
পি.এম.ই.৪র্থ বর্ষ,
যবিপ্রবি।
©somewhere in net ltd.