নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান সাহী এর ব্লগ

অতি সাধারন নিম্নবিত্ত মুসলিম বাঙালি রিবারে আমার বেড়ে ওঠা,আমি সর্বোপরি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য।আব্বু আম্মুকে অনেক ভালোবাসি,কখনও বলিনি,জানাতে পারি নি।একটাই ইচ্ছা,তাদের মাথা উচু করা।

মাহবুবুর রহমান সাহী

I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth

মাহবুবুর রহমান সাহী › বিস্তারিত পোস্টঃ

ফেব্রুয়ারি আর আমি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩

-ভাইয়া,আমাকে কেমন লাগছে,বলেন না?
-হুম,অনেক সুন্দর,তুমিতো এমনিতেই অনেক সুইট ।তা হঠাত এত সাজুগুজু করলে যে?
-হায় আল্লাহ! ভাইয়া, আপনি ভুলে গেছেন, আজ পয়লা ফাল্গুন। ওহ,শুভ বসন্ত ভাইয়া।
-তাই নাকি! একচুয়ালি একটু চাপে আছিতো,তাই বোধহয় ভুলে গেছিলাম।
-বাদ দিন,দেখেন ভাইয়া,আমার চুলের জার্বেরাটা কেমন হয়েছে?
-অনেক কিউট, প্লাস্টিকের নাকি?
-ছি: প্লাস্টিকের হবে কেন! কাল বাবাকে দিয়ে আনিয়েছি।দোকানিরা না,বড্ড হারামি।২০টাকার ফুল ১০০টাকার নিচে দিলই না।
-তা,সাজুগুজু নিজে করেছ নাকি পার্লারে গিয়েছিলে?
-কি বলেন ভাইয়া,১মাস আগে পার্লারে সিরিয়াল দিয়ে রেখেছিলাম।
-ও আচ্ছা।কালতো আবার ১৪ ফেব্রুয়ারি, তার জন্যেও কি আলাদা করে শিডিউল নিয়েছিলে নাকি?
-নাহ,ভাইয়া। আমিতো এখন সিঙ্গেল,কাল তেমন বিশেষ কোন প্রোগ্রাম নেই,তবে বন্ধুরা ডাকলে বিকেলের দিকে হয়তো একটু বেরুব।
-তুমি সিঙ্গেল মানে! আতিকের সাথে ব্রেক আপ হয়ে গেছে।
-ও খুবই ব্যাকডেটেড,শুধু এইটা করা যাবে না,ঐটা করা যাবেনা।উফফ....ওর কথা আর বলবেন না।
-সত্যি, আসলেই ডিসগাস্টিং।তা,একুশে নিয়ে তোমাদের কোন বিশেষ প্লান আছে নাকি?
_জি,ভাইয়া।এবার আমআমরা বন্ধুরা ঠিক করেছি রাত ১২টার পরপরই শহীদ মিনারে যাব।তারপর সারারাত ক্যাম্পাসেই বন্ধুরা মিলে আড্ডা দিব।
-অত রাতে কষ্ট হবে না?
-তারা আমাদের জন্য জীবনের পরোয়া না করে আমাদের মায়ের বুলি এনে দিল,আর আমরা তাদের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না!
-একদম ঠিক।
-ভাইয়া,কিছু মনে না করলে একটা কোয়েশ্চন করি?
-হ্যা,কর।ডোন্ট হেজিটেট।
-কাল (১৪ ফেব্রুয়ারি) আপনার কোন বিশেষক প্লান....
-হ্যা,আছেতো।কাল তেমন কোন গুরুত্বপূর্ণ ক্লাস নেই,তাই ভাবছি কুমিল্লা যাব।আম্মু-আব্বুকে অনেক দিন দেখিনি।তারা অনেক দিন ধরেই বাড়ি যেতে বলছেন,টিউশনির জন্য হয়ে উঠছিল না।
-ওহহ.....
-নীলা, আযান হয়ে গেছে।আমি মসজিদে যাচ্ছি।তুমিও বরং নামাজের জায়গায় যেয়ে নামাজ পড়ে নাও।
-সরি ভাইয়া,আসলে এখন অযু করলে, বুঝতেই তো পারছেন,মেকআপ নষ্ট হয়ে যাবে।
-ফজরের নামাজ পড়েছিলে?
-অত ভোরে কি করে উঠি? তা ভাইয়া,কুমিল্লা যাবার আগে কাল কি আপনি আমাকে একটু সময় দিতে পারবেন?
-নাহ,আপু।আসলে কি,আমি,আতিক আমাদের মত ব্যাকডেটেড ছেলেদের হাতে তেমন সময় থাকে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.