![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth
-ভাইয়া,আমাকে কেমন লাগছে,বলেন না?
-হুম,অনেক সুন্দর,তুমিতো এমনিতেই অনেক সুইট ।তা হঠাত এত সাজুগুজু করলে যে?
-হায় আল্লাহ! ভাইয়া, আপনি ভুলে গেছেন, আজ পয়লা ফাল্গুন। ওহ,শুভ বসন্ত ভাইয়া।
-তাই নাকি! একচুয়ালি একটু চাপে আছিতো,তাই বোধহয় ভুলে গেছিলাম।
-বাদ দিন,দেখেন ভাইয়া,আমার চুলের জার্বেরাটা কেমন হয়েছে?
-অনেক কিউট, প্লাস্টিকের নাকি?
-ছি: প্লাস্টিকের হবে কেন! কাল বাবাকে দিয়ে আনিয়েছি।দোকানিরা না,বড্ড হারামি।২০টাকার ফুল ১০০টাকার নিচে দিলই না।
-তা,সাজুগুজু নিজে করেছ নাকি পার্লারে গিয়েছিলে?
-কি বলেন ভাইয়া,১মাস আগে পার্লারে সিরিয়াল দিয়ে রেখেছিলাম।
-ও আচ্ছা।কালতো আবার ১৪ ফেব্রুয়ারি, তার জন্যেও কি আলাদা করে শিডিউল নিয়েছিলে নাকি?
-নাহ,ভাইয়া। আমিতো এখন সিঙ্গেল,কাল তেমন বিশেষ কোন প্রোগ্রাম নেই,তবে বন্ধুরা ডাকলে বিকেলের দিকে হয়তো একটু বেরুব।
-তুমি সিঙ্গেল মানে! আতিকের সাথে ব্রেক আপ হয়ে গেছে।
-ও খুবই ব্যাকডেটেড,শুধু এইটা করা যাবে না,ঐটা করা যাবেনা।উফফ....ওর কথা আর বলবেন না।
-সত্যি, আসলেই ডিসগাস্টিং।তা,একুশে নিয়ে তোমাদের কোন বিশেষ প্লান আছে নাকি?
_জি,ভাইয়া।এবার আমআমরা বন্ধুরা ঠিক করেছি রাত ১২টার পরপরই শহীদ মিনারে যাব।তারপর সারারাত ক্যাম্পাসেই বন্ধুরা মিলে আড্ডা দিব।
-অত রাতে কষ্ট হবে না?
-তারা আমাদের জন্য জীবনের পরোয়া না করে আমাদের মায়ের বুলি এনে দিল,আর আমরা তাদের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না!
-একদম ঠিক।
-ভাইয়া,কিছু মনে না করলে একটা কোয়েশ্চন করি?
-হ্যা,কর।ডোন্ট হেজিটেট।
-কাল (১৪ ফেব্রুয়ারি) আপনার কোন বিশেষক প্লান....
-হ্যা,আছেতো।কাল তেমন কোন গুরুত্বপূর্ণ ক্লাস নেই,তাই ভাবছি কুমিল্লা যাব।আম্মু-আব্বুকে অনেক দিন দেখিনি।তারা অনেক দিন ধরেই বাড়ি যেতে বলছেন,টিউশনির জন্য হয়ে উঠছিল না।
-ওহহ.....
-নীলা, আযান হয়ে গেছে।আমি মসজিদে যাচ্ছি।তুমিও বরং নামাজের জায়গায় যেয়ে নামাজ পড়ে নাও।
-সরি ভাইয়া,আসলে এখন অযু করলে, বুঝতেই তো পারছেন,মেকআপ নষ্ট হয়ে যাবে।
-ফজরের নামাজ পড়েছিলে?
-অত ভোরে কি করে উঠি? তা ভাইয়া,কুমিল্লা যাবার আগে কাল কি আপনি আমাকে একটু সময় দিতে পারবেন?
-নাহ,আপু।আসলে কি,আমি,আতিক আমাদের মত ব্যাকডেটেড ছেলেদের হাতে তেমন সময় থাকে না।
©somewhere in net ltd.