নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান সাহী এর ব্লগ

অতি সাধারন নিম্নবিত্ত মুসলিম বাঙালি রিবারে আমার বেড়ে ওঠা,আমি সর্বোপরি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য।আব্বু আম্মুকে অনেক ভালোবাসি,কখনও বলিনি,জানাতে পারি নি।একটাই ইচ্ছা,তাদের মাথা উচু করা।

মাহবুবুর রহমান সাহী

I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth

মাহবুবুর রহমান সাহী › বিস্তারিত পোস্টঃ

ওঁরা হোমো সেপিয়েন্স...

২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৩২

ওঁদের নিদ্রাহীন কাতর চোখের লোনা জলে হয়তো সমুদ্রজল এক মিলি মাইক্রো মিটার উপচে উঠবে না!!!

ওঁদের ক্ষুধাতুর কর্কশ কন্ঠনালীর আহাজারি, আর্তনাদ, আর্তচিৎকার হয়তো আমাদের এই সভ্য সমাজ পর্যন্ত অনুনাদ হয়ে আসবে না!!!

ওঁদের বেঁচে থাকার আমরণ ইচ্ছা হয়তো কোন কালিতেই ছাপানো হবে না!!!

ওঁদের কালশিটে পড়া চোখের রক্তিম উপশিরা গুলোতে প্রতিটা মূহুর্তে মৃত্যুর হাতছানির হাড় কাঁপানো ভয়, হয়তো কোন আধুনিক ক্যামেরায় ধারণ করা যাবে না!!!

ওঁদের এখন কাপড়ে আবৃত ভদ্র সমাজ গড়ার আকাঙ্ক্ষা নেই!!!

ওঁদের মধ্যে বুকের দুধ খাওয়া শিশুটিও মৃত মানুষের পঁচা মাংসের গন্ধে অভ্যস্ত!!!

ওঁরা জানে,সমুদ্রের লোনা জলের চেয়ে ওঁদের নিজেদের প্রস্রাব অনেক কম লোনা,পিপাসায় ঐ রক্তবর্ণের নাপাক লোনা পানিই এখন ওঁদের তৃষ্ণার জল!!!

ওঁদের এখন সামান্য জল প্রয়োজন, বেঁচে থাকার জন্য সামান্য খাবার!!!

আর সবচেয়ে বেশি প্রয়োজন দু পায়ে সোজা হয়ে দাঁড়ানোর মত একটু মাটি!!!

ওঁরা সমুদ্রের ফাইটোপ্লাংক্টন নয়,
ওঁরা কোন জুয়োপ্লাংকটনও নয়,
বস্তায় মোড়া কোন সংখ্যাও নয় ওঁরা......
ওঁরা হোমো সেপিয়েন্স.....

ওঁরা হেরে গেলে, মনুষ্যত্ব হেরে যাবে....
ওঁরা মরে গেলে, মানবতার মৃত্যু হবে....

Save them,save humanity.
#stop_human_trafficking

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৭

জেন রসি বলেছেন: ওঁরা সমুদ্রের ফাইটোপ্লাংক্টন নয়,
ওঁরা কোন জুয়োপ্লাংকটনও নয়,
বস্তায় মোড়া কোন সংখ্যাও নয় ওঁরা......
ওঁরা হোমো সেপিয়েন্স.....

Save them,save humanity.

প্রতিনিয়তই মনুষ্যত্ব হেরে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.