নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান সাহী এর ব্লগ

অতি সাধারন নিম্নবিত্ত মুসলিম বাঙালি রিবারে আমার বেড়ে ওঠা,আমি সর্বোপরি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য।আব্বু আম্মুকে অনেক ভালোবাসি,কখনও বলিনি,জানাতে পারি নি।একটাই ইচ্ছা,তাদের মাথা উচু করা।

মাহবুবুর রহমান সাহী

I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth

মাহবুবুর রহমান সাহী › বিস্তারিত পোস্টঃ

বড় জন (সনেট)

১২ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৪

[সনেট লিখেছিলাম(২১ আগস্ট, ২০১৩, রাত ২:১০) ।প্রথম দুলাইনে হরিশচন্দ্র মিত্র এর 'বড় কে' এর গন্ধ পাওয়া গেলেও তা পরিবর্তিত ও মৌলিক। ]

আপনারে বড় বলে, বড় সেতো নয়,

যারে লোকে বড় বলে,বড় সেকি হয়?

কোন পটে কভু যদি দেখে কোন ভীর,

'বড় জন' নিজগুণ করে না জাহির।

'আপনার আপনার ' করে না কখন,

আপনার যাহা সব, করে বিতরণ।

আপনার সুখকাল ভাগে সর্বজনে,

দুখকাল আসে তবু নাহি কেহ জানে।

গুণে-জ্ঞানে, পরিমাণে থাকিবে প্রচুর,

সদা হাসি,মিষ্টভাষী, অন্তর মধুর।

অপরের উপকারে সদা অগ্রগামী,

সখা না হইলেও,নহে অনিষ্ঠকামী।

এমন জন যদি কোথা পাওয়া যায়,

'বড় জন' হবে সেই,নশ্বর ধরায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.