![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth
[সনেট লিখেছিলাম(২১ আগস্ট, ২০১৩, রাত ২:১০) ।প্রথম দুলাইনে হরিশচন্দ্র মিত্র এর 'বড় কে' এর গন্ধ পাওয়া গেলেও তা পরিবর্তিত ও মৌলিক। ]
আপনারে বড় বলে, বড় সেতো নয়,
যারে লোকে বড় বলে,বড় সেকি হয়?
কোন পটে কভু যদি দেখে কোন ভীর,
'বড় জন' নিজগুণ করে না জাহির।
'আপনার আপনার ' করে না কখন,
আপনার যাহা সব, করে বিতরণ।
আপনার সুখকাল ভাগে সর্বজনে,
দুখকাল আসে তবু নাহি কেহ জানে।
গুণে-জ্ঞানে, পরিমাণে থাকিবে প্রচুর,
সদা হাসি,মিষ্টভাষী, অন্তর মধুর।
অপরের উপকারে সদা অগ্রগামী,
সখা না হইলেও,নহে অনিষ্ঠকামী।
এমন জন যদি কোথা পাওয়া যায়,
'বড় জন' হবে সেই,নশ্বর ধরায়।।
©somewhere in net ltd.