নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ........... তা ..............

মাহিবী হাসান

মাহিবী হাসান › বিস্তারিত পোস্টঃ

কটকটির বিয়ে ...

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১০

বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ...

একটু পড়ে কন্যা যাবে

পরে লাল শাড়ি

যাবে বরের বাড়ি ।।

সকাল থেকেই পুরো বাড়ি জুড়ে ব্যাস্ততা । ডাকা-ডাকি , হই-হুল্লোড় , আনন্দ । আর যার বিয়ে সেই মেয়ে কি করছে তখন ? তখন সে একা একা কিছু ভাবছে হয়ত – নিজের মনকে তৈরি করছে বিয়ের জন্য । রাতে ভালো ঘুম হয়নি । পুরনো স্মৃতি একটু একটু মনে পরছে হয়তো । মনের মধ্যে চলছে অন্যরকম একটা অনুভূতি ।

গোসল শেষে এবার সাঁজতে যাওয়ার পালা । বৌ সেজে আসতে আসতে বর-কনে উভয় পক্ষের মেহমানরাই চলে এসেছে প্রায় । লাল টুকটুকে বিয়ের শাড়ীতে অন্যরকম সুন্দর লাগতেছিল কটকটি কে । ফর্সা গায়ে লাল শাড়ি – ঠিক যেন দুধে আলতা

কনে বসে আছে খাটে একা । বরপক্ষের ফটোশুট চলতেছে । এর মধ্যেই কনে পক্ষের লোকজন ছবি তুলতে ঢুকলো । (লেখক নিজেও ছিল ;) ) এ যেন চিড়িয়াখানায় ময়ূর দেখা । চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ – ছবি তোলার শব্দ কনে কে একদম সেলিব্রেটি করে দিয়েছিল কিছু সময়ের জন্য । এর পরে আসলো কনের বান্ধবী রা । দ্যা সেলফি গার্লজ :p । কিছুক্ষন পরে বান্ধবীরা কনের সাথে গোপন কথা বলার জন্য সবাইকে বের করে দিল /:)

পড়ন্ত বিকেলে কনে কে নিয়ে বর তার বাড়ির উদ্দেশ্যে বের হল । কনের চোখে জল । তারপর বরের গাড়িতে করে কনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ............

নতুন জীবনের সূচনা করল কটকটি ... অনেক অনেক শুভ কামনা । সুখে থাক – ভালো থাক পেত্নী :)

০৯-১০-২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: হসির আড়ালে কি কিছুটা বিষণ্ণতা !

ভালো থাক কটকটি , ভালো থাকুন আপনি ।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৩

মাহিবী হাসান বলেছেন: িষণ্ণতা নয় , ওর জন্য শুভ কামনা । কারন জীবদ্দশায় ও কেবলমাত্র আমার বান্ধবী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.