নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ........... তা ..............

মাহিবী হাসান

মাহিবী হাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টারদের নিয়ে কিছু কথা :)

০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:২১

আমরা বাংলাদেশী – বাঙালি । ক্রিকেট প্রেমী বাঙালি , যদিও এটা ইংরেজদের উদ্ভাবন । বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ থেকে ধারাবাহিক ভাবে জয় পেয়ে আশ্ছে – এটা নিশ্চই অনেক আনন্দের । পাকিস্তান কে হোয়াইট ওয়াশ – আরও আনন্দের । কিন্তু আমরা বাঙালিরা এই আনন্দটাকে মাঝে মাঝে প্রতিশোধ বানিয়ে ফেলি ।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ইংল্যান্ড-সাউথ আফিকা-শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ-ভারত-পাকিস্থান এরা প্রথম সারির ক্রিকেট টিম অনেক আগে থেকেই – এখন বাংলাদেশ ও । যেহেতু ক্রিকেট গোল বলের খেলা তাই যেকোনো টিম হারতে পারে – জয়ী হতে পারে । তাই বলে টিম জিতলে খুশি তে অন্যদের তুচ্ছ করা ঠিক ?
বড় কোন টিমের সাথে আমরা জিতলে সেটা নিয়ে উল্লাস ঠিক আছে কিন্তু তাই বলে সেই টিমকে ছোট করে কথা বলতে হবে ক্যান ? ম্যাচ জেতার পরে ফেইসবুকে ঢুকলে মনেহয় অপজিট টিম কোন টিম ই না , ২-৩ দিন হল খেলা শিখছে । এটা আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করে না বরং এটা অন্যদের কাছে আমাদের ছোট করে – এটা আমাদের হীন মানসিকতার পরিচয় দেয় । হুম অন্য দেশের কিছু কিছু মানুষ আমাদের তাচ্ছিল্য করে , কিন্তু কুকুর কে শিক্ষা দিতে আমাদের কুকুর হতে হবে এটা কোন ধরনের যুক্তি ?
কাউকে সম্মান দিতে শিখলে বিনিময়ে সম্মান পাওয়া যায় । নিজে বদলান – পারিপার্শ্বিক পরিবেশ আপনা আপনি ই বদলে যাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.