![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“তোমার উত্থানে হোক অন্ধকার শেষ, প্রবল উচ্ছাসে তুমি জাগাও স্বদেশ।”
-আইনুদ্দিন আল আজাদ
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।
তেমনি আমিও হারিয়ে যাব,
আসবনা কভু ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।।
কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে,
মুখরিত ছিল এই অঙ্গন।
কালের আবর্তে ছিড়বেনা তো,
আমাদের প্রীতির এ বন্ধন।।
চিনবে তো কোনদিন দেখা হলে,
আসা যাওয়া পথের ধারে।
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।
ওই চাঁদ ওই তারা ওই আসমান
সবি রবে আগের মত।
থাকবনা আমি শুধু
ক্ষনিকের মিছে এ জীবন।
তাই কান্নারা বিরহের ঢেও তুলে যায়,
আমার এ হৃদয় জূড়ে।
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।
তেমনি আমিও হারিয়ে যাব,
আসবনা কভু ফিরে।
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।
২| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৩
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: মাঝে মাঝে শোনা হয়
৩| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭
ধ্রুবক আলো বলেছেন: ঢেউ আসে ঢেউ যায় এটাই প্রকৃত নিয়ম
৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৮
হাফিজ রাহমান বলেছেন: ভাল লাগল। অনেক স্মৃতি মনে পড়ে গেল।....।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪
অতঃপর হৃদয় বলেছেন: শুনেছি অনেক আগে।