নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনাহীন ভাবনাগুলো

মাহের ইসলাম

মাহের ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আংকারা টু ইস্পারটা – এ জার্নি বাই বাস (পর্ব – ২ )

২১ শে মে, ২০১৮ রাত ১:২৬



প্রথম অংশ আংকারা টু ইস্পারটা – এ জার্নি বাই বাস

কিছুক্ষন আগেই আফিয়নকারাহিসার বাস টার্মিনালে এসে পৌঁছেছে, আমাদের বাস।
প্রায় ৩০ মিনিটের এক যাত্রা বিরতিতে অন্য সবার মতই আমিও নেমে পড়েছি, বাস থেকে।
নেমেই কিচুক্ষন উদভ্রান্তের মত এদিক ওদিক হেটে, পরে সোজা টার্মিনাল বিল্ডিং এর ভিতরে ঢুকে পরলাম।

ভিতরে বেশ কয়েকটা মিস্টির দোকান। থরে থরে মিষ্টি সাজানো, নানা কিছিমের, নানা পদের - যেমনি তাদের বাহারী রঙ আর তেমনি হরেক রকম সাইজ আর আকৃতি। সারা দুনিয়া যাকে চিনে টার্কিশ ডিলাইট নামে। কিছু রাখা আছে সাধারন মানের প্যাকেটে আর কিছু অতীব সুন্দরভাবে প্যাকেট করা, দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো উপহার হিসেবেই যাত্রীরা কিনে নিয়ে যায়।

মিষ্টিগুলো দেখে কেনার লোভ হচ্ছিল।
তবে বেশ দাম দিয়েই অনেকগুলো চকলেট আংকারাতে ইতিমধ্যেই কিনে ফেলেছি বলে, কেনার প্রচন্ড ইচ্ছে হওয়া সত্বেও এগিয়ে আসা সেলস গার্লের কৌতুহল মিশ্রিত হাল্কা হাসি উপেক্ষা করতে সক্ষম হলাম। তার হাসির প্রত্যুত্তরে আমিও হালকা হেসে, আরো কিছুক্ষণ মিস্টিগুলো দেখে হাটতে হাটতে যাত্রীদের অপেক্ষার জায়গায় চলে এলাম।

কোনায় একটা চেয়ারে বসে মানুষের ব্যস্ততা দেখছিলাম।
আমার সামনে কাচের অপরপাশে একটা ক্যাফে, সেখানে প্রচুর ভীড়। বেশিরভাগ লোকই চা খাচ্ছে, ছোট টার্কিশ বারদাকে (চায়ের কাপের স্থানীয় নাম) রঙ চা; সামনে চিনির কিউব দেয়া আছে, যার যে কয়টা প্রয়োজন মিশিয়ে নিচ্ছে।

কিছুক্ষণ পরেই, কি মনে করে উঠে গেলাম, টার্কিশ ডিলাইট কেনার জন্যে।
আসলে আমি নিজে খাওয়ার লোভ সামলাতে পারছিলাম না।
বিপত্তি বাঁধল দাম দিতে গিয়ে। আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গিয়ে দেখি কোন এক অজ্ঞাত কারণে দোকানের মেশিন আমার কার্ড একসেপ্ট করছে না। পকেটে দাম দেয়ার মত লিরা নেই, আর দোকানের মেয়েটি ডলার নিবে না। এমন প্রবলেমে এর আগে একবার পড়েছিলাম আংকারায়, তখন ফিক্রির মোবাইল থেকে বাংলাদেশের ব্যাংকের নাম্বারে ফোন করলে কিছুক্ষন পরেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। কিন্ত এখন ফোন করার উপায় নেয়, কারণ আমার কাছে মোবাইলের সিম নেই আর সাথে ফিক্রিও নেই।

আরো কয়েকবার চেষ্টা করেও যখন কার্ড দিয়ে কাজ হল না, যতটা না অসহায় ফিল করছিলাম তার চেয়ে অনেক বেশি লজ্জা পেলাম। চোখ-মুখ কালো করে অসহায়ের মত দোকান থেকে চলে আসার সময় খেয়াল করলাম সেই স্কার্ফ পড়া তরুণী কিছুটা দূরে দাঁড়িয়ে।
তার সাথে মধ্য বয়সী এক লোক। মেয়েটি ঐ লোকটিকে কি যেন বলল – আমার দিকে তাকিয়ে। মনে হলো, পুরো ঘটনাটা দেখেছে তারা দুজনেই। এরপর, এগিয়ে এসে মিষ্টির প্যাকেটটা কিনে আমাকে নেয়ার জন্যে অনুরোধ করল লোকটি। আমি রাজী হচ্ছিলাম না দেখে, এবার তরুণী নিজেই এগিয়ে এসে আবার অনুরোধ করল। কিছুটা ইতস্তত করে হলেও, নিয়ে নিলাম।
কারণ, তুর্কীদের অতিথিপরায়নতা এবং পরোপকারী গুণাবলির সাথে এর আগেও আমার সাক্ষাৎ হয়েছে।

দাঁড়িয়ে দাঁড়িয়েই তাদের সাথে পরিচিত হলাম।
মেয়েটির নাম সিবেল, আর লোকটি তার বাবা, নাম মুস্তফা।
বেশী কিছু বলার আগে মেয়েটিই এবার বলল,
- তোমার বাস ছাড়তে আরো কিছুক্ষণ সময় লাগবে। আমরা চা খেতে বসছি, তুমি চাইলে আসতে পার।

যারা একটু আগেই আমাকে স্বেচ্ছায় নিজেদের টাকায় মিষ্টি কিনে দিয়েছে, তাদের কথা তো আর ফেলা যায় না।
সর্বোপরি, সিবেলের কিছুটা হলেও সান্নিধ্যের আকাঙ্ক্ষায় পুলকিত হলাম। এ যেন, মেঘ না চাইতেই বৃস্টি !
তাদের সাথে ক্যাফের একটা টেবিল দখল করলাম।
চা খেতে খেতেই জানতে পারলাম যে, সিবেল আংকারাতে পড়াশোনা করে।
ছুটিতে বাবা-মার সাথে সময় কাটাতে এসেছে।
তার বাবা এখন অবসর জীবন যাপন করছে এই শহরে, রাজধানী হতে আগত মেয়েকে বাসস্ট্যান্ড থেকে নেয়ার জন্যে এসেছে এখানে। বাড়ি পর্যন্ত যেতে যেতে আরো প্রায় ঘন্টা খানেকের মতো লাগবে। তাই, বাড়ির পথে রওয়ানা হওয়ার আগে মেয়েটি একটু বিরতি নিয়ে নিল। আর, এই ফাকে বাবা-মেয়ে একত্রে চায়ের কাপের উপর দিয়ে কিছুটা কোয়ালিটি টাইমও পার করছে।

আমি সংক্ষেপে আমার কথা বললাম, শুধু যাত্রার প্রথম দিকের টয়লেটের ঘটনাটা একটু বিস্তারিত বললাম, ইচ্ছে করেই।
আমার ব্যাখ্যা শুনে দুজনেই সশব্দে হেঁসে ফেলল। আমি খুব কাছে বসে সিবেলের মুখের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ।
শুধু আকর্ষণীয়, তাই নয় বরং অনেক নিষ্পাপ, নির্ভার এবং প্রাণবন্ত সেই হাঁসি।
তাদের দুজনের হাঁসিমাখা মুখ দেখে আমার খুব ভালো লাগলো – ‘দুজন সুখী মানুষের মুখচ্ছবি’ শিরোনামে বাধাই করে রাখার মত।

একই টেবিলে বসে চা খেতে খেতেই আমি জেনে গেছি যে, সিবেলের যাত্রা পথের এখানেই সমাপ্তি।
বাস থেকে নামার সময় অন্য যাত্রীদের সাথে সেও নেমেছিল। কিন্তু যাত্রা শেষ করে সে একেবারে নেমে যাচ্ছে, তখন বুঝতে পারিনি। ভেবেছিলাম, আমার মতই হয়ত হাটতে নামছে।

এখন তার হাঁসি দেখে উপলব্ধি করলাম, এই সহযাত্রীকে হারিয়ে ফেলেছি, ইতোমধ্যেই।
তবে নিঃসন্দেহে, বন্ধ টিভি স্ক্রিন এর উপর দেখা এক প্রতিচ্ছবির চেয়ে, চোখের সামনের স্কার্ফে মোড়ানো একটি আকর্ষণীয় মুখের প্রাণবন্ত আর নিষ্পাপ হাঁসির সুবাস হারাতে হয়ত সময় লাগবে, যে কারোরই।

প্রকৃতপক্ষে, স্বদেশ থেকে অনেক দূরে এক বিদেশি তরুণী আর তার বাবার সাথের এই ক্ষণিকের সংস্পর্শ আমাকে মানব জীবনের কিছু মহামূল্যবান শিক্ষা পুনরায় স্মরণ করিয়ে দিল। আপাতদৃষ্টিতে অদৃশ্য হলেও মানবিক গুনাবলির উপস্থিতি মানুষের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, আন্তরিকতা যেমন দৃঢ় সম্পর্কের চাবিকাঠি, ঠিক তেমনি ভুমিকা হৃদয়ের পবিত্রতা আর বাহ্যিক সৌন্দর্যের। সর্বোপরি, পারস্পরিক শ্রদ্ধা মানব সম্পর্কের ভিত্তিপ্রস্তরস্বরূপ। বাসের আকর্ষণীয়া এক তরুণীর নির্বিকার মুখচ্ছবি হতে টার্মিনালের হাঁসি মুখের সিবেলের এই রূপান্তরের মাঝেই পাঠ গুলো ক্রমান্বয়ে উন্মোচিত হয়েছে।

শেষ পর্ব : আংকারা টু ইস্পারটা – এ জার্নি বাই বাস (শেষ পর্ব)

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ রাত ১:৩৬

কাইকর বলেছেন: এতো গুছিয়ে লেখেন কিভাবে ভাই?অতি সুন্দর হয়েছে। বেশ মজা পেলাম পড়ে। ধন্যবাদ আপনাকে

২১ শে মে, ২০১৮ রাত ১:৩৮

মাহের ইসলাম বলেছেন:
সময় করে পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ।

আপনার লেখার কাহিনীগুলোও সুন্দর, অনেক বাস্তব ধর্মী।

২| ২১ শে মে, ২০১৮ রাত ১:৪৪

কাইকর বলেছেন: আজকেও লিখেছি। সময় পেলে পড়ে আসবেন। সমালোচনা করতে ভুলবেন না।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪২

মাহের ইসলাম বলেছেন:
উৎসাহিত হয়েছি, আপনাকে এখানে দেখে।
অবশ্যই আপনার ব্লগে ঘুরে আসব।

৩| ২১ শে মে, ২০১৮ ভোর ৪:২৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভাই অতিব মনোরম লাগল। পরের পর্ব কখন?

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৪

মাহের ইসলাম বলেছেন:
আমাকে উৎসাহ দেয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ।

পরের এবং শেষ পর্ব সাদামাটা – ঘটনা বিহীন যাত্রার স্মাপ্তি।
তাই, লিখবো কি লিখবো না – এই দোটানায় আছি।

৪| ২১ শে মে, ২০১৮ সকাল ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল মাহের ভাই। খুব ভালো লাগলো। তবে এক্ষেত্রে সিবেলের যাত্রাটা শেষ হওয়াই বেশ বিষন্ন হলাম। কেমন একটা খাঁলি খাঁলি হৃদয়ে ফিরে যেত হচ্চে। গল্পর আকর্ষণী অংশ গতবারের টয়লেটের ঘটনা আর এবারে মিষ্টি কেনা। ভাগ্যিস সিবেল ও তাঁর বাবা ছিলেন। আমরা পরবর্তী পর্বের অপেক্ষায়।


শুভ কামনা প্রিয় মাহের ভাইকে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৯

মাহের ইসলাম বলেছেন:
শুভ বিকেল।
আপনারও শুভ কামনা করছি।

বাস্তববাদী সিবেল তার বাবার সাথেই চলে যাবে – এটাই এক্ষেত্রে স্বাভাবিক।
অবশ্য রোমান্টিক কিছু ঘটলে গল্প জমে উঠত। কিন্তু বিচ্ছেদতো জীবনেরই অংশ।

মিষ্টি কেনা ছাড়াও অনেক সময় দেখেছি যে, তুর্কিরা অনেক অতিথিবৎসল – অনেকটাই আমাদের দেশের মানুষের মত ( শহুরে কিছু লোক ছাড়া)।

এই জার্নিতে এর পরে তেমন কিছু নেই।
বরং শেষ পর্ব সাদামাটা – ঘটনা বিহীন যাত্রার স্মাপ্তি।
তাই, লিখবো কি লিখবো না – এই দোটানায় আছি।

৫| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:১৪

মিরোরডডল বলেছেন: লেখা ভালো লাগলো
turkish delight খেতে ভালো কিন্তু অতিরিক্ত মিষ্টি

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

মাহের ইসলাম বলেছেন:
সময় নিয়ে পড়ার জন্যে আন্তরিক ধন্যবাদ।
উৎসাহিত হয়েছি, আপনাকে এখানে দেখে।

ঠিকই বলেছেন, তবে, আমাদের দেশের মিষ্টির মত এত্ত মিষ্টি না।

৬| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: এবারের পর্বও অনেক ভাল লাগল।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

মাহের ইসলাম বলেছেন:
আমাকে উৎসাহ দেয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ।

৭| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

মাহের ইসলাম বলেছেন:
শ্রদ্ধাসহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এখানে পাঠকের কাতারে দেখে দারুন উৎসাহ পাচ্ছি।

৮| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ লেখা ও চমৎকার বর্ণনা শৈলী। খুবই ভালো লেগেছে। পরের পর্বের অপেক্ষা প্রহর গুনতে থাকলাম.....।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৪

মাহের ইসলাম বলেছেন:
আমাকে উৎসাহ দেয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ।

পরের এবং শেষ পর্ব সাদামাটা – ঘটনা বিহীন যাত্রার সমাপ্তি।
তাই, লিখবো কি লিখবো না – এই দোটানায় আছি।
কারণে পাঠকের বিরক্তি উৎপাদন করতে ভয় চাই না।

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
অনেক ভালো লিখেছেন :)

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

মাহের ইসলাম বলেছেন:
সময় নিয়ে পড়ার জন্যে আন্তরিক ধন্যবাদ।
উৎসাহিত হয়েছি, আপনাকে এখানে দেখে।

১০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

করুণাধারা বলেছেন: সাবলীল বর্ণনা, খুব ভালো লাগলো পড়তে। কিন্তু মন জুড়ে আছে স্তূপীকৃত টার্কিশ ডিলাইট-বিদেশ ফেরত অনেকে এটা নিয়ে আসেন,
ঢাকায় বানিজ্য মেলায় কিনতে গিয়ে দেখি বেশ দাম। স্তূপীকৃত টার্কিশ ডিলাইট কি অনেক দামি?

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মাহের ইসলাম বলেছেন:
সময় নিয়ে পড়ার জন্যে আন্তরিক ধন্যবাদ।
সত্যি বলতে কি, টারকিশ ডিলাইটের দাম অনেকটাই আমাদের দেশের মিষ্টির মত ধরতে পারেন।
দাম পুরোপুরি নির্ভর করে আপনি কোন স্থানের কোন দোকান থেকে কোন ধরণের ডিলাইট কিনছেন।

আমি মনে করি, অত বেশী দাম না।
বরং অনেক ক্ষেত্রে ভাল ব্রান্ডের দোকান থেকে কিনলেও আমাদের ভাল ব্র্যান্ডের মিষ্টির দোকানের চেয়ে কম পড়বে।
এমনকি সুপারমল থেকে প্যাকেট কিনলে কেজি বাংলাদেশী টাকায় প্রায় ৪০০ টাকায় পাওয়া যাবে ( সব ধরণের নয়)।

আমার কাছে বরং চকোলেটের দাম বেশী মনে হয়েছে।

১১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৪

জাহিদ অনিক বলেছেন:

দু"টা পর্বই পড়লাম আপনার আংকারা টু ইস্পারটা – এ জার্নি বাই বাস
ভালো লিখেছেন। ভালো লেগেছে

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মাহের ইসলাম বলেছেন:
আমাকে উৎসাহ দেয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ।

১২| ২১ শে মে, ২০১৮ রাত ১১:২৩

ভুয়া মফিজ বলেছেন: আপনার সুখপাঠ্য লেখা পড়লাম। খুব ভালো লাগলো।
মজার ব্যাপার হচ্ছে, আপনি তুরস্কের একটা ঘটনা নিয়ে সিরিজ লিখছেন, আর একই সময় আমিও তাই করছি!!! :)

আপনি কি তুরস্কে পড়ালেখা করেছেন? কোন এক সময়?

২২ শে মে, ২০১৮ রাত ১১:২৪

মাহের ইসলাম বলেছেন:

জী ভাই, ব্যাপারটা আসলেই মজার। বলতে পারেন, কাকতালীয় এবং মজার।

আমি এক সময় লেখাপড়া করেছি, তুরস্কে। তবে অনেক আগে।
আপনার ইস্তাম্বুলের উপর পোস্ট টা দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়েছে। ভালো ফুটিয়ে তুলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.