![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হঠাৎ ড্রাইভিং শেখার ইচ্ছা হল, কি করি?? এক বন্ধুর পরামর্শে চলে যাই বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট -এ। অতি যত্ন সহকারে শিখায় বলে এক মাসের মধ্যেই অটো গিয়ার ও ম্যানুয়াল গিয়ার এর গাড়ি চালানো শিখে গেলাম। ঐখানকার ইনস্ট্রাক্টররা অনেক আন্তুরিকতার সাথে শেখায় বলে অল্প সময়ের মধ্যেই ড্রাইভিং শেখা শেষ করা যায়। আর একটা জিনিস লক্ষ করলাম যে কর্পোরেট সেক্টরের সবাই সেখানেই ড্রাইর্ভিং শেখে। কম খরচে সম্পূর্ণ হাত ক্লিয়ার করে ড্রাইভিং শিখতে চাইলে বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট এর কোন বিকল্প নেই। ঢাকার ধানমন্ডি ২ নম্বর রোডের এক নম্বর বাড়ির তিন তলায় এর অফিস।
ঐখানে রয়েছে বিভিন্ন মেয়াদের ট্রেনিং কোর্স যার মধ্যে:
অটো গিয়ার:
শর্ট কোর্স ১০ দিনের ২৫০০ টাকা;
মিডিয়াম কোর্স ২০ দিনের ৪৫০০ টাকা ও
ফুল কোর্স ৩০ দিনের ৬৫০০ টাকা।
অটো ও ম্যানুয়াল গিয়ার একত্রে:
শর্ট কোর্স ১০ দিনের ৩০০০ টাকা;
মিডিয়াম কোর্স ২০ দিনের ৫৫০০ টাকা ও
ফুল কোর্স ৩০ দিনের ৭৫০০ টাকা।
তাদের অফিসে যোগাযোগ করতে চাইলে.....
০১৬১৩-১১৮৮৩৩
০১৮১৩১১৮৮৩৩
অফিসের ফেইসবুক পেজ: https://www.facebook.com/BDDTI
২| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১
হাঙ্গামা বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লাইসেন্স পাইতে হইলে কি করিতে হইবে তাহা লিখলে উপকারিত হইতাম
৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২
রোকনুজ্জামান খান বলেছেন: ঠিক,,,,চালানো
যেহেতু শিখেছেন তাহলে
একটি গাড়ী কিনেই ফেলুন।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯
সৈয়দ মহিউদ্দিন শাহ বলেছেন: ড্রাইভিং লাইসেন্স:
বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে লাইসেন্স করতে লাগে সব্যেমোট ১০০০০ টাকা। ড্রাইভিং শিখতে গিয়ে ছাত্র-ছাত্রীরা যতে সার্জেন্টের কাছে হয়রানির শিকার না হয় সেজন্য তাদেরকে বাধ্যতামূলকভাবে শিক্ষাণবীশ লাইসেন্স করতে হয়। শিক্ষাণবীশ লাইসেন্স ফি ২৫০০ টাকা। এই লাইসেন্সের মেয়াদ থাকে ২ মাস। পরবর্তীতে শিক্ষার্ত্রীগণ কখনও পুরো লাইসেন্স অর্থাৎ প্রফেশনাল/ নন প্রফেশনাল করাতে চাইলে বাকি ৮০০০ টাকা দিলেই হবে।
শিক্ষাণবিশ লাইসেন্স করতে যা লাগে:
শিক্ষাণবীশ লাইসেন্স করতে গেলে একজন শিক্ষার্ত্রীকে কিছু কাগজ প্রদান করতে হয়। যেমন:
১. চার কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. ছয় কপি ষ্ট্যাম্প সাইজের ছবি।
৩. ফিস জমার প্রমাণপত্র।
৪. বয়সের প্রমাণপত্র।
৫. স্থায়ী/ অস্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
বি.দ্র: শিক্ষাণবীশ লাইসেন্স করার জন্য অপেশাদার চালকের নূন্যতম বয়স ১৮ বছর এবং পেশাদার চালকের বয়স নূন্যতম ২০ বছর হতে হবে।
বিস্তারিত জানতে তাদের অফিসে ফোন দিতে পারেন: 01613118833/01813118833
৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:২২
খায়রুল আহসান বলেছেন: ভাল পোস্ট। আশাকরি, অনেকেরই এটা কাজে লাগবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লাইসেন্স পাইতে হইলে কি করিতে হইবে তাহা লিখলে উপকারিত হইতাম।