নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ-দুঃখ, বেচি-কিনি..

তোমারে যা দিয়েছিনু-সে তোমারি দান,গ্রহণ করেছ যত-ঋণী তত করেছ আমায়

মাহমুদা সোনিয়া

"মানুষ আমি আমার কেন পাখীর মতো মন.." "জীবন একটাই যদি হেরে যাই বাঁচব না; আর যদি বেঁচে থাকি তবে কখনোই হারব না, সৃষ্টি করে যাব কবিতার মত সুন্দর এক জনপদ____ "

মাহমুদা সোনিয়া › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং মানেই নাস্তিকতা নয়, ঠিক তেমনি আস্তিকতা মানেই দেশপ্রেমের বিপক্ষে যাওয়া নয়

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

আমার এক ঘনিষ্ঠ বন্ধুর একটা মেসেজ পেলামঃ "তুই তো ব্লগিং করিস। আর যতদূর জানতাম তুই ধর্ম কর্ম করিস। তোদের ব্লগে যা জঘন্য লেখালেখি দেখলাম, গা শিউরে ওঠার মতো লেখা! তার মধ্যে কিছু ব্লগারতো দেখি ইদানিং হেবি ফেমাস। আর তারা নির্লজ্জের মতো খুবই গর্ব বোধ করে সেসব সাহিত্যকর্ম নিয়ে! যেভাবে গালিগালাজ করে ধর্ম নিয়ে, বিশেষত ইসলাম কে নিয়ে, এটা কি ঠিক? কোন সভ্য মানসিকতায় কি পড়ে? এগুলোকেই কি তোরা সুস্থ লেখালেখি চর্চা বলিস? যে কোন ধর্মপ্রাণ মানুষের পক্ষেই তো এগুলো সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। তা ব্লগার হবার পর তুইও কি নাস্তিক হয়ে গেলি নাকি আবার?"



ওকে কেবল “ধুর না” বলেই উত্তর শেষ করলাম।



কিন্তু ভেবে দেখলাম। ব্যাপারটা ভয়াবহ। ব্লগার বা ব্লগিং করি শুনলেই যে প্রশ্নটা মানুষ এখন প্রথমেই জিজ্ঞেস করে—আস্তিক না নাস্তিক?? আস্তিক বললে জিজ্ঞেস করে- ৭১ এর পক্ষে না বিপক্ষে??!! এ যেন ব্লগে দুই দল! একদল ব্লগে খলি ধর্মকে গালাগালি করে, আরেকটা ব্যাপার আস্তিক হলেই- ধর্মে বিশ্বাসী হলেই যেন যুদ্ধাপরাধীদের সমর্থন করা বোজায়!! ব্লগিং সম্পর্কে নন ব্লগার মানুষের এরকম ভয়াবহ মানসিকতা একটি বিপদ সংকেত! ব্লগিং প্ল্যাটফর্ম তো আমাদের মমনশৈলী উন্মেষ ঘটানোর জায়গা। প্রতীবাদ করার জায়গা, একতাবদ্ধ হয়ে কিছু বলা। সবাই তো পেপারে কলাম লিখতে পারে না, বই বের করতে পারে না। সেই মানুষ গুলোর জন্য এই ব্লগিং। এই ব্লগ থেকে জন্ম নিয়েছে কত বর্তমান বিখ্যাত মানুষজন। বছর বছর বের হচ্ছে ব্লগারদের বই। নতুন নতুন মেধা তৈরি হচ্ছে এই ব্লগিং চর্চা থেকেই।



কত মেধাবী মানুষজন লিখছেন এই প্লাটফর্মে। কত ভালো লেখা- সচেতনমূলক লেখা, মানবিক লেখা, সৃজনশীল লেখা, দেশ- সাহিত্য, আন্তর্জাতিক কত শত লেখা হচ্ছে এই ব্লগে। এই ব্লগের লেখাগুলো পড়েই নানা সময়ে নানা বিষয়ে সমাজের বিবেক জেগে উঠেছিল। সর্বশেষ শাহবাগের নব গণজাগরনকেই দেখুন না কেন। ব্লগাররাই পুরো দেশটাকে একটি জায়গায়, একটি দাবিতে নিয়ে এসেছে।



কিন্তু একই ভাবে দেখছি, এই ব্লগিং থেকেই রচিত হচ্ছে বা হয়েছিল কিছু উন্মাদতুল্য লেখালেখি!! যার ফলশ্রুতিতে ব্লগিং নিয়ে মানুষের একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়া!! সেই লেখাগুলোর জন্য, গুটি কয়েক উগ্রবাদী ব্লগারদের জন্য সুযোগ সন্ধানী মানুষ, সংবাদ পত্র পুরো ব্লগিং চর্চাটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলছে!!



সেটার সুযোগ কি আমরাই করে দিচ্ছি না? ভেবে দেখেছেন কি দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যেমন কিছু বললে আমরা কেন রাগে ফেটে যাই? কেন প্রতীবাদ করি?? কারণ আমরা দেশকে ভালোবাসি। লালন করি ৭১ এর চেতনা। ৪২ বছর ধরে এই দায় আমাদের মাথার উপর। কেন আজ সবাই চাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতির বন্ধ হোক? কারণ আমরা চাই, কেউই যেন ধর্মের মতো সেনসিটিভ একটা ব্যাপারকে পুঁজি করে কোন রকম রাজনীতি করতে না পারে। ধর্মের অপব্যবহার করতে না পারে। কেন কাদের মোল্লার রায় আমরা মেনে নিতে পারিনি? কারণ সেই রায় আমাদের একদম হৃদয়ে চপেটাঘাত করেছে। ভেবেছি যে কোন মূল্যেই দেশের বীর সন্তানদের যারা হত্যা করেছে, আমাদের বিশ্বাসে, ইতিহাসে যারা আঁচড় বসিয়েছিল, তাদের ক্ষমা নাই। আমাদের মনে হয়েছে, প্রান দিয়ে দেব-তবু ওইসব জানোয়ার দেশদ্রোহী মানুষদের সর্বোচ্চ সাজা আদায় করেই ছাড়ব।



সেই একই রকম অনুভূতি কাজ করে একজন ধর্মপ্রাণ মানুষের মনেও। কেও যখন দেখে তার ধর্মকে নিয়ে যা তা বলা হচ্ছে, অকথ্য ভাষায় গালি দেয়া হচ্ছে, রংচং মিশিয়ে নানান সব কাহিনী হচ্ছে; সেই মানুষগুলোরও কি তখন একই ভাবে মাথায় রক্ত চেপে যায় না? কয়জনই বা ইগনোর করতে পারে, কাবু রাখতে পারে নিজেকে। কেও কেও ক্রেজি হয়েতো হুমকি-ধামকি এমনকি রীতিমতো খুন পর্যায়ে নিয়ে যাচ্ছে ব্যাপারটাকে!! ন্যায়ের পক্ষে কাজ করে জীবন দেয়া আর শ্রেফ ধর্মকে নিয়ে আবোল তাবোল লিখে খুন হবার মধ্যে তফাত আছে! আপনার বাদ বাকী ভালো কাজ গুলো কেন চাপা পড়ে যাবে, সেই উন্মাদতুল্য লেখা গুলোর জন্য। সন্তান হিসেবে আপনি কেমন, বন্ধু-কলিগ বা প্রিয়জন হিসেবে আপনি কেমন সেটা কেন চাপা পড়ে যাবে আপনার মৃত্যুর পর বিতর্কিত লেখালেখির জন্য! সাংগঠনিক ভাবে সফল হওয়া মানেই নয় যে আপনি নৈতিক গুলাবলির ঊর্ধ্বে। দেশ কে ভালবাসেন, কিন্তু দেশীর ঐতিহ্য মানেন না, ধর্মীয় সম্প্রীতি মানেন না। এটা কেমন কথা?



ধরে নিই, নাস্তিকতা আলাদা একটা ধর্ম। কিন্তু কোন ধর্মেই কি আছে, আরেকটি ধর্মকে ছোট করা, প্রকাশ্যে গালি দেয়া? সব ধর্মের মূলমন্ত্রই হল বিশ্বাস, মেডিটেশন। কেও মানে কেও মানে না। এতে জোরাজুরি কেন থাকবে? আপনি মানেন না, কিন্তু তাই বলে যিনি মানেন, তাকে কেন অসম্মান করবেন। নাস্তিকতার মানে ছোট জ্ঞানে যেটা বুঝি, যে কোন ধর্মেই বিশ্বাস করেন না। কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে আমাদের নাস্তিকরা কেবল ইসলাম ধর্মকেই গালি দিতে পছন্দ করেন। এদেশের ৮০ ভাগ লোক মুসলিম। আর তার মধ্যে অধিকাংশ লোকই ধর্মে বিশ্বাসী, ধর্মে ভীতু সাধারণ মানুষ। এরকম বিশাল এক জনগোষ্ঠীর চেতনায় আঘাত দেয়া কোন চর্চার অংশ হতে পারে না।



ধর্মীয় গোঁড়ামি আর এই ধর্ম বিদ্বেষী লেখালেখি তো তবে দেখি একই হয়ে গেল। ধর্মভিত্তিক রাজনীতি আর ধর্মকে কটাক্ষ করার রাজনীতি দুটোই তো দেখি এক! একই হাতিয়ারঃ ধর্ম!! ধর্ম ব্যবসায়ীরা যেমন সাধারণ ধর্মপরায়ণ মানুষের সরলতার সুযোগ নেয়, ঠিক তেমনি উগ্র নাস্তিক সমাজও তো দেখি সেই একই সাধারণ ধর্মপরায়ণ মানুষের আবেগকে আঘাত করে!! ধর্মে বিশ্বাস করবেন, ধর্মীয় কাজ করবেন, কিন্তু আবার অনৈতিক কাজে অংশ নেবেন, নিজ দেশের বিরুদ্ধে যাবেন এটাতে যেমন সমালোচনা করি আমরা, ঠিক তেমনি দেশ সমাজ উদ্ধার করা আন্দোলন- কর্মে অংশগ্রহণ করবেন, কিন্তু ব্যক্তি হিসেবে নিজে অনৈতিক কাজে অংশ নেবেন এটাও তো সমান সমালোচনা যোগ্য। দুটোই তো দেখি অভিন্ন- মুখোশধারী! উসশৃঙ্খলতা তো কোন শ্রেণীতেই কাম্য নয়।



আমি ধার্মিক এটা মানেই তো এই নয় যে, আমার দেশপ্রেম থাকবে না। ধর্ম আর দেশপ্রেমকে কেন আমরা দুইভাগে ভাগ করে ফেলছি! দুটোকে কেন প্রতিপক্ষ বানিয়ে ফেলছি? দুটো সম্পূর্ণ আলাদা আলাদা চেতনা একই ভাবে অবস্থান করতে পারে।



ঠিক তেমনি আমি একজন দেশপ্রেমিক, কিন্তু তার মানে এই নয় যে আমি বাদ বাকী গুনাবলীর ঊর্ধ্বে উঠে গেছি। সব কিছু মিলিয়েই একজন মানুষ- ভালো মানুষের সংজ্ঞা কেবল দেশপ্রেমিক গুন দিয়ে বিচার করা যায় না। ব্যক্তিজীবন, সামাজিক জীবন, বিনয় বলে কিছুতো রয়েই যায়। দেশ তো হয় এক একটা পরিবার মিলে, সমাজ মিলে, গোত্র মিলে, যার যার বিশ্বাসের সংমিশ্রণ মিলেই জন্মে একটি দেশ। রাজনৈতিক, সামাজিক অন্যায় হলেই প্রতীবাদ করব, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে উসশৃঙ্খল থাকবো, এটা কেমন কথা? সমাজের অন্যায় নিয়ে কাজ করছি, অথচ নিজে লিখে আরেকটি অন্যায় কে উস্কে দিচ্ছি! উগ্র ধ্যানধারণা তা সেটা ধর্ম নিয়েই হোক আর ধর্ম বিদ্বেষীপনা নিয়েই হোক, দুটোই কোন সুফল বয়ে আনতে পারে না।



যে মেধা আপনারা ধর্মী বিদ্বেষী লেখালেখিতে কাজে লাগাচ্ছেন, সেই মেধাটি যদি সমাজের আরও আরও ইস্যুগুলোতে কাজে লাগাতেন, তবে শিওর এই সমাজ আরও অনেক খানি এগিয়ে যেত। আপনারা মেধাবী কোন সন্দেহ নেই, অনেক জানেন, অনেক পারেন, যুক্তি তর্কে আপনাদের হারায় সেই দৃষ্টটা কারো নেই, অথবা বলা ভালো সেই রুচি অনেকের নেই।



শুধু বলি, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে সাহায্য করবেন না। যে যার ধর্মীয় বিশ্বাস নিয়ে থাকুক। গালিগালাজ করে, ধর্মকে পুঁজি করে উস্কানিমূলক লেখালেখি তো একপ্রকার অস্থিরতাকেই প্রমোট করা। কয়জন কে বোঝানো যায়, বাক স্বাধীনতার কথা। বাক স্বাধীনতার মানেই কি যা ইচ্ছে বলা? ব্লগে, সংবাদ পত্রে, প্রচার মাধ্যমে আমরা যেমন যুদ্ধাপরাধিদের বাঁচাতে তাদের তাঁবেদার বাহিনীর বানোয়াট লেখা, খোঁড়া যুক্তি, অপপ্রচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, প্রতিবাদ করি, সাজানো মিথ্যা মেনে নিই না। সেই একই ভাবে ধর্মকে নিয়েও বাড়াবাড়ি করা সাজে না।



সভ্য দেশের নাগরিক হিসেবে অপরাধ উস্কানি মূলক লেখা, কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। মানুষে মানুষে ঘৃণা তৈরি করে এমন জীবন যাপন কেন গড়ব? আমার মৃত্যুর পর কেন আমার লাশ নিয়ে পক্ষ বিপক্ষ দল তৈরি হবে?? আমার ভালো কাজগুলো কেন চাপা পড়ে যাবে সামান্য কিছু লেখার জন্য!! কেনই বা একদল মানুষের মনে হবে, মরসে! উচিত হইসে!!?? খুন পর্যায়ে চলে যাবার মতো কেন হবে আমার সাহিত্য কর্ম!!



লেখালেখিতে গঠনমূলক সমালোচনা, যুক্তি তর্ক থাকবে, কিন্তু অকথ্য ভাষায় গালি কেন থাকবে! বাক স্বাধীনতার আবরণে বা রম্য রচনার নাম এসব লেখা সমাজ কে কেবল অস্থিরই করে। গুটিকয়েক মানুষই বোঝে আপনাদের এই রম্য! দেশ- সমাজের অনেক অনেক অসঙ্গতি আছে, সেগুলো নিয়ে এরকম রম্য লিখুন। জনমানুষের জন্য লিখুন। ধর্মীয় লেবাস পরে- তা সে যেই ধর্মেরই হোক না কেন, যারা যে কুকর্ম করেছিল বা করছে, সেই ব্যক্তি, সেই কুকর্ম নিয়ে লিখুন, প্রতীবাদ করুন। সে ধর্মকে নিয়ে নয়। এতেই মঙ্গল।

মন্তব্য ৭১ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

নায়করাজ বলেছেন: ব্লগার সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়ে দিচ্ছে জামাত শিবিরের মিডিয়াগুলো। দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, দিগন্ত টিভি এই কাজ করে যাচ্ছে।

যুদ্ধাপরাধীদের টাকায় চলা এই প্রোপাগান্ডা মেশিনগুলো বন্ধ করার দাবী জানান।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

মাহমুদা সোনিয়া বলেছেন: দলীয় গুটি কয়েক মানুষ ছাড়া সেই সব মিডিয়ার মিথ্যাচারণ বোধ করি কেও গণ্য করে না। এরকম মিথ্যা প্রোপাগান্ডা ৭১ এও পাত্তা পায় নি, এখনো পাবে না।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

সেলিম৬২৫১ বলেছেন: ব্লগিং মানেই নাস্তিকতা নয়, ঠিক তেমনি আস্তিকতা মানেই দেশপ্রেমের বিপক্ষে যাওয়া নয়

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

সেলিম৬২৫১ বলেছেন: Jamat tu Islamer Boro sotru, karon tader Neta holo Moududi.
Jake ALEM somaj bivrano bole proman koresen.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

মাহমুদা সোনিয়া বলেছেন: ইসলাম বা ধর্মকে পুঁজি করে যারাই, যে গোষ্ঠীই নোংরা রাজনীতি করুক না কেন, তা এদেশের মানুষ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে, আগামীতেও করবে। ধর্ম নিয়ে যেমন কোন রাজনীতি চলে না।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: আস্তিকতা বা নাস্তিকতা একান্তই ব্যাক্তিগত বিশয় হওয়া উচিতছিল।বৃহত্তর প্রেক্ষাপটে এই কথা সত্য হলেও বিপত্তি বাঁধিয়েছে বাংলাদেশের গুটিকতক তথা কথিত নাস্তিক-যেমন-তসলিমা নাসরিন, হুমায়ুন আযাদ, ড আহমেদ শফিফ গং। যদিও এদের মধ্যে কিছুটা সভ্যতা ভব্যতা ছিল কিন্তু ফটকামী, খিস্তি খেউড়, অশ্লীলতা ইত্যাদি যত রকম নোংরামী-সব হচ্ছে সামহ্যোয়ারইন ব্লগের 'মুই কি হনূরে' টাইপের ৪/৫ জন ব্লগার নামধারী গালিবাজদের নিয়ে। সামুর তথাকথিত এই৪/৫ জন নাস্তিক(আসলে ওরা গালিবাজ অসভ্য)দের সামহ্যোয়ারইন কর্তিপক্ষের পৃষ্ঠ পোষকতায় পরিকল্পিত ভাবে লাইম লাইটে আনা হয়েছে ক্যাচাল সৃষ্টির জন্যই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

মাহমুদা সোনিয়া বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের উচিত ক্যাচাল সৃষ্টি হয়, এধরনের বিতর্কিত, উগ্রবাদী লেখা প্রকাশে আরও সচেতন হওয়া।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

নিষ্‌কর্মা বলেছেন:
জামাতিরা ব্লগিং করছে না? তার মানে কি তারাও নাস্তিক? তা যদি না হয়, কোন ব্লগারই নাস্তিক না, যদি না অন্য কোন প্রমাণ থাকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

মাহমুদা সোনিয়া বলেছেন: ব্লগ সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণার পেচনে দুটি দলই দায়ী- যারা যুদ্ধাপরাধিদের ডিফেন্ড করতে ব্লগিং করতে আসে, ধর্মীয় লেবাসে তাদের বাঁচাতে আজে বাজে মিথ্যা কথা বলে, একই ভাবে নাস্তিকতার নামে যারা ধর্মীয় মূল্যবোধে আঘাত আনে।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

নাহিদ তানভীর বলেছেন: সময়টা বড় অস্থির ওহে ...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

মাহমুদা সোনিয়া বলেছেন: সহমত।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

চলতে ফিরতে দেখা বলেছেন: এগুলোতো আপনারা নিজেরাই করছেন। নিজেরাই নতুন নতুন ধর্ম বানাচ্ছেন। কত মত তৈরী করছেন। ধর্ম কর্ম কিছু বিশ্বাস করেন না। কিন্তু আজরাইলের দেখা পেলে তখন কিন্তু ঠিকই ঐ কাঠমোল্লাদের দরবারেই যাওয়া লাগে। কারণ নিজেরাতো কিছুই জানেনা ধর্ম সম্পর্কে শুধু জানেন নিজের ধর্মকে কিভাবে খারাপ করা যায় অন্যের কাছে সেই চেষ্টাই রাত দিন খেয়ে নাখেয়ে। যার ফলশ্রুতিতে অপমানজনক জানাযা হয়। একানেও নামাজ নিয়ে তামাসা করেন। ঐ ৩.৫হাত মাটির নিচে কিন্তু সকলকেই যেতে হবে, যদিও বা ধর্ম না মানেন নাম ধারী হলেও মুসলমানের ঘরে জন্ম নেন। তখন কিন্তু সকল হিসাব সঠিক ভাবেই দিতে হবে। আর যদি মনে করেন, লাখো প্রদিপ জালিয়ে তার উপর শুয়ায়ে দিলেই সকল কাজ সমাধান হয়ে যাবে এবং অন্য সংস্কৃতিও শেখা হয়ে যাবে। তাই নিজেই ভেবে দেখেন, কোনটা আপনার জন্য ভাল এবং সম্মানের।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

মাহমুদা সোনিয়া বলেছেন: ব্লগ সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণার পেচনে দুটি দলই দায়ী- যারা যুদ্ধাপরাধিদের ডিফেন্ড করতে ব্লগিং করতে আসে, ধর্মীয় লেবাসে তাদের বাঁচাতে আজে বাজে মিথ্যা কথা বলে, একই ভাবে নাস্তিকতার নামে যারা ধর্মীয় মূল্যবোধে আঘাত আনে।

সকল ধর্মকেই সবকিছু থেকে দূরে রাখা উচিত। তা সেটা রাজনীতিই হোক, আর লেখালেখি হোক।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

গেদু চাচা বলেছেন: দারুন লিখেছেন। এর দায়ভার ব্লগের অপরিনাম দর্শী মডারেটরদের। যারা স্রোতের বিরুদ্ধে অবস্থান নেয়।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

গেদু চাচা বলেছেন: এই ধর্মে ইসলাম কে নিয়ে যারা আজে বাজে লিখে তাদের কেই প্রধান্য দেওয়া হয়েছে। তাদের লিখাই দিনের পর দিন ষ্টকি হয়েছে। সময় একদিন ঠিকই এসে যায় উচিৎ অনুচিৎ বিচারের।

ব্লগের তথাকথিত মডারেটরদের কারণে ব্লগ এবার সার্বজনীনতা হারাবে।

ব্লগের মডারেটর হওয়ার যোগ্যতা হল
ধর্মে গালি দেওয়া,
লোক দেখানো দেশ প্রেম কপ্চানো
লোক দেখানো নারীবাদি হওয়া ( কিন্তু তলে তলে নারী লোভী)
আর আওয়ামী হওয়া।


সবকিছুই একদিন বুমেরাং হয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

মাহমুদা সোনিয়া বলেছেন: দেখুন, আমার মনে হয় না যে ধর্মকে নিয়ে কোন উগ্রবাদী লেখা আজ পর্যন্ত স্টিকি হয়েছে! এটা ভুল।

হ্যাঁ, হয়ত যারা ওসব নিয়ে লিখতেন তাদের কিছু ভালো লেখা স্টিকি হয়েছে। সাম্প্রতিক বা গণ গুরুত্বপূর্ণ ভালো লেখা হলেই সেটা মূলত স্টিকি করা হয়। সেক্ষেত্রে ব্লগার আগে কি লিখেছিলেন সেটা বিবেচনা করা হয় না। নাস্তিক হলে তিনি যে আর অন্য কোন বিষয়ে ভালো লিখতে পারেন না, বা তার ভালো লেখাগুলো সুনাম কুড়াবে না সেটাও তো নয়।

তাই বলি, ধর্ম বিশ্বাস যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা নিয়ে আজে বাজে লেখা- সেটা গ্রহণযোগ্য নয়।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

ফারহান ফারদিন বলেছেন: নেতিবাচক মন মানসিকতার অধিকারী ব্লগারদের শুভ বুদ্ধির উদয় হোক। ব্লগে নাস্তিকদের সংখ্যা অতি নগণ্য, সঙ্গত কারনে তাদের আওয়াজ ও বেশি। কিন্তু এদের জন্য সকল ব্লগারদের এক তরফা ভাবে দায়ী করা আদৌ সমীচীন নয়। সামহোয়্যার ইন ব্লগে পজেটি ভ ব্লগারের সংখ্যাই বেশি।

আপনার লেখাটি দারুন হয়েছে। মুগ্ধ হলাম। আপনাকে অনেক ধন্যবাদ সময়পজগি একটি বিষয়কে চমৎকার ভাবে বিশ্লেষণ করার জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

মাহমুদা সোনিয়া বলেছেন: ধন্যবাদ।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

মুহামমদল হািবব বলেছেন: সুন্দর লিখেছেন। সকলের শুভ বোধোদয় হউক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

মাহমুদা সোনিয়া বলেছেন: ধন্যবাদ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

সায়েম মুন বলেছেন: এই ব্লগে যেমন অতি আগ্রহী উগ্রনাস্তিক আছে। তেমনি কমজান্তা উগ্র আস্তিকও আছে। তাদের সংখ্যা খুবই নগণ্য। তারা কখনো গোটা ব্লগ বা সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। দুটোই ব্লগ এবং সমাজের জন্য ক্ষতিকর। তাদেরকে এভয়েড করলেই হয়। আর রাজীব নিহত হওয়ার পর তার মৃত্যুটাকে জায়েজ করার জন্য উগ্র আস্তিক মহল আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

মাহমুদা সোনিয়া বলেছেন: সেটাই বলেছি। উগ্রবাদিতা কোন জায়গায়- কোন বিশ্বাসেই কাম্য নয়। দুটোই শান্তি নষ্ট করে।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

ভারসাম্য বলেছেন: নাস্তিকতা মানেও কিন্তু ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা নয়। ধর্মের বা যেকোন কিছুর যৌক্তিক সমালোচনা এক কথা আর অযথাই অযৌক্তিক গালাগাল, অবমাননা ভিন্ন জিনিস। নাস্তিকতার নামে শেষোক্ত গর্হিত অপকর্মটিই করে চলেছে কিছু অসভ্য বর্বর। আর সেইসব বর্বররাই আবার বাক-স্বাধীনতার অবাক করা জাদুমন্ত্রে ব্লগ কর্তৃপক্ষ আর কর্পোরেট মিডিয়া গ্রুপগুলোর স্নেহধন্যে হয়ে যাচ্ছে এলিট ব্লগার।

আর আমরা সাধারণ ব্লগাররা ব্লগিং সম্পর্কে কম অবহিত অনেকের কাছেই নিজেদের ধর্মবিশ্বাস ও আচরণ নিয়ে প্রশ্নের সন্মুখীন হচ্ছি।

সময়োপযোগী ভাল পোষ্টে ভাল লাগা অনেক। ভাল থাকুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

মাহমুদা সোনিয়া বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

নিঃসংগ যোদ্ধা বলেছেন: যে ব্লগার পাঠকদের মন্তব্যের জবাব দেয়না-তার পোস্টে প্রসংগত কোনো মন্তব্য করার মানে নেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

মাহমুদা সোনিয়া বলেছেন: কিঞ্চিত ব্যস্ত ছিলাম রে ভাই। তাই একটু দেরী হয়ে গেল। ভালো থাকুন।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

একুশে২১ বলেছেন: মডারেটরদের আরও কঠোর হতে হবে ওই জাতীয় লেখার প্রতি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

মাহমুদা সোনিয়া বলেছেন: সহমত।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু নাস্তিক ব্লগারের আচরণ সত্যিই দুঃখজনক।
আর কিছু না, ইসলাম কে হেয় করতে পারলেই তাদের আনন্দ।
আবার ফাকতালে ইসলামের সুযোগ সুবিধা ও ভোগ করবে।।
মেজাজ টা ই খারাপ হয়।

আমার কেন জানি মনে হয়, এরা ও জামাতিদের কেনা গোলাম।
জামাত ইসলাম কে বিকৃত করছে, ব্যবসার ফন্দি করে গেছে।
আর এই নাস্তিকগুলো আজে বাজে বকে ইসলাম ধর্মীয় অনুশাসনের মানুষগুলোকে ক্ষেপিয়ে দিচ্ছে।
ফলাফল, জামাত সুবিধা পাচ্ছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

মাহমুদা সোনিয়া বলেছেন: ধর্মীয় গোঁড়ামি আর এই ধর্ম বিদ্বেষী লেখালেখি তো তবে দেখি একই হয়ে গেল। ধর্মভিত্তিক রাজনীতি আর ধর্মকে কটাক্ষ করার রাজনীতি দুটোই তো দেখি এক! একই হাতিয়ার—ধর্ম!! ধর্ম ব্যবসায়ীরা যেমন সাধারণ ধর্মপরায়ণ মানুষের সরলতার সুযোগ নেয়, ঠিক তেমনি উগ্র নাস্তিক সমাজও তো দেখি সেই একই সাধারণ ধর্মপরায়ণ মানুষের আবেগকে আঘাত করে!!

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

রেজোওয়ানা বলেছেন: ব্লগিং বিষয়টাকে এমন ভাবে বিকৃত আর প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু বিগত ৩/৪ দিন। এর আগে বাংলাদেশের ৭০% মানুষেরই ব্লগ এবং ব্লগার বিষয়ে সে রকম কোন ধারনা ছিল না! ৫-১৩ রেভ্যুলেশনের মূল শিকড়টা ছিল ব্লগে, জামাতিরা বুঝতে পারছিল এদের মধ্যে ডিভাইডেশন না করলে তারা মাইনকা চিপায় পরবে আরও বেশি, কোন ফন্দিই তেমন কাজে দিচ্ছিল না, তাই শেষ পর্যন্ত সুতরাং তাদের সেই আদি অস্ত্র 'ধর্ম' নিয়ে প্রপাগান্ডা শুরু করলো!

উগ্র নাস্তিক থাবা বাবাকে বেছেও নেয়া হয়েছিল এই কারণেই, বিষয়টা আমার দেশ, নয়াদিগন্ত, ছাগু ওয়েব পেইজ, ফেবু পেইজ, ব্লগ, এমন কি ছাগ দলিয় বিচারকের আদালতে লিফলেট বিলির ঘটনা থেকে খুব পরিস্কার ভাবেই বোঝা যায়....এরা মানুষকে বোঝাতে চাইছে দেখো শাহবাগ আন্দোলন হলো নাস্তিকের আন্দোলন, এখানে থাবা বাবার মতো (সত্যি কথা বলতে আমি তার লেখা দেখে স্তম্ভিত হয়েছি) নাস্তিকেরা নেতৃত্ব দেয়, তোমরা বর্জন করো এই আন্দোলন।
আর সাধারন মানুষ তাদের এই পাতা ফাঁদে পা দিচ্ছে/

তবে আশার কথা জামাত-শিবিরের কুকর্ম বাংলাদেশের বর্তমান প্রজন্মের এমন ভাবে প্রকট হয়ে গেছে, নৈতিক অবস্থানে এই দলকে এখন মৃত বলা যায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

মাহমুদা সোনিয়া বলেছেন: সেটাই আপু। আমাদের দুর্ভাগ্য যে ঠিক বেছে বেছে তারা একজন উগ্র নাস্তিক ব্লগারকেই খুন করল। যেন সাধারণ মানুষ বোঝে এরা ইসলাম নিয়ে এসব বলেছে, তাই তাকে মারা হয়েছে। তার যে শাহবাগ আন্দোলনের জন্য বিশাল একটা আবদান, সেটা একপ্রকার চাপা পড়ে যাচ্ছিল কেবল মাত্র তার উগ্র কিছু অতীত লেখার জন্য। আর এটাই জামাত-শিবির চক্র, মিডিয়া কাজে লাগাল।

সেটাই বলছিলাম, এধরনের উগ্র লেখার জন্য ভালো ভালো কাজ গুলো, লেখার সুনাম পাওয়া যায় না। ধর্মীয় উগ্রবাদী লেখালেখি, রাজনীতি বন্ধ হোক।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: লেখার সাথে সহমত।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

মাহমুদা সোনিয়া বলেছেন: ধন্যবাদ।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনার লেখার সাথে কঠিনভাবে সহমত প্রকাশ করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

মাহমুদা সোনিয়া বলেছেন: ধন্যবাদ।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

গেদু চাচা বলেছেন: একজন ধর্মপ্রাণ, কিংবা বিএনপি পন্থী ব্লগারও দেশের ও দশের স্বার্থে ভাল কিছু লিখতে পারে । এমনকি লিখেছেও এই ব্লগে। কিন্তু তার কয়টা মূল্যায়ন পেয়েছে। মুখ দেখে দেখে পোষ্ট ষ্টিকি হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

মাহমুদা সোনিয়া বলেছেন: হতাশ হবার কিছু নেই। ভালো লেখা হলে আপনার পাঠকই আপনার বড় প্রাপ্তি, সেখানেই সফলতা। স্টিকি হওয়া বা না হওয়া কিছু নয়। আমি এমন অনেক ব্লগারকেই দেখেছি, যাদের কোন লেখা স্টিকি হয় নি, কিন্তু তাদের লেখাই বেশীরভাগ ব্লগারদের পছন্দ।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

মাহমুদা সোনিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: তারা বলে যে ব্লগার মানেই নাস্তিক, নাস্তিক মানেই ভয়ংকর উগ্রপন্থী বিষোদগারকারী, তারা এটা বলে না এই ব্লগে কত অমুল্য রতন আছে। আরিফ জেবতিকের ভ্যালেরি টেলরকে নিয়ে সেই লেখা, ইমন ভাইয়ের সমৃদ্ধতম ব্লগ, এরকম আরো কত কী... ব্লগ এবং ব্লগারেরা এখন অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব বোধ হয় আরো বেড়ে গেল। ওদের বিকৃত অপপ্রচারের জবাবে আমরা শুধু লিখে যাব আমাদের মত। মানুষজন ঠিকই জানবে ব্লগের প্রকৃত সুন্দর রূপ। তবে যেহেতু ব্লগ, বিশেষ করে সামু ব্লগ এখন শুধু আমরা ব্লগাররা দেখি না, নিউজ মিডিয়া দেখে, ইলেকট্রনিক মিডিয়া দেখে, সবার কৌতুহলী চোখ পরখ করে আমাদের, তাই ২৪/৭ মডারেশন এখন সময়ের দাবী। যেন সুযোগসন্ধানী কেউ কুৎসা রটানোর অবকাশ না পায়।

চমৎকার পোস্ট সোনিয়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

মাহমুদা সোনিয়া বলেছেন: ১০০% সহমত। গুটি কয়েক উগ্রবাদী ব্লগারদের ধর্মকে নিয়ে বিকৃত লেখালেখির জন্য ভালো ভালো লেখা বা ব্লগারদের সম্পর্কে বাজে ধারণা পোষণ, ব্লগিং এর মতো সৃজনশীল মিডিয়ার জন্য সত্যিই বিব্রতকর। এগুলো প্রতিহত করা কর্তৃপক্ষের জন্য খুব জরুরী।

অনেক ধন্যবাদ হামা। ভালো থেকো।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

শিপু ভাই বলেছেন:
একটা জিনিস কেউ কইতাছেনা- অনেক ছাগুওতো আছে যারা ব্লগার। সোনা ব্লগতো ছিল ছাগুদের অভয়ারণ্য!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

মাহমুদা সোনিয়া বলেছেন: তারা কখনই নির্দিষ্ট গোষ্ঠী ছাড়া সাধারণ মানুষের- ব্লগারদের সমর্থন পায় নি। ব্লগে, সংবাদ পত্রে, বা তাদের প্রচার মাধ্যমে আমরা যেমন যুদ্ধাপরাধিদের বাঁচাতে তাদের তাঁবেদার বাহিনীর বানোয়াট লেখা, খোঁড়া যুক্তি, অপপ্রচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, প্রতিবাদ করি, সাজানো মিথ্যা মেনে নিই না। সেই একই ভাবে ধর্মকে নিয়েও বাড়াবাড়ি করা সাজে না। আমি চাই না অন্যান্য ব্লগের মতো সামুও হয়ে যাক। ধর্মীয় উগ্রবাদী, মিথ্যা সংবাদ, পা চাটা কিংবা যুদ্ধাপরাদীদের ডিফেন্ড করতে লেখালেখি-- এ ধরনের কোন কিছুই অ্যাট লিস্ট সামুতে দেখতে চাই না।

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

শিপু ভাই বলেছেন:
আমি বলতে চেয়েছি যে- ব্লগার মানেই দেশপ্রেমিক না, ব্লগার মানেই শুধু নাস্তিক না, ব্লগার মানেই শুধু ছাগু না।

অর্থাৎ, "ব্লগার" শব্দটাকে সরলীকরণ করার উপায় নাই।

বাংলানিউজ২৪ এ বলতাছে- সামু ছাগুদের ব্লগ।
আমার দেশ বলতাছে- সামু নাস্তিকদের ব্লগ।

নিজেদের সুবিধামত তারা সামুকে ট্যাগ দিচ্ছে। প্রকৃতপক্ষে সামু সাধারন মানুষের ব্লগ। আর ছাগু- নাস্তিকরা এক্সট্রিমিষ্ট হিসেবে বেশি ফোকাসড হয় যদিও তারা নিয়মিত মডারেশনের খড়গে পড়ে।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

দূর্যোধন বলেছেন: গনহারে নাস্তিক বানাইতাছে কারা কারা কোন কোন পত্রিকা -তা সবই খেয়াল করতেছি ।

এই প্রসঙ্গে কিছু বলতে হয় অবশ্য । ব্লগে অনেকদিন ধইরাই নাস্তিকতার চর্চাকারী অনেক ব্লগারকে দেখি । তাদের এক গ্রুপ যুক্তি দিয়া নাস্তিক্যবাদের প্রচার করে,আর এক গ্রুপ সস্তা খ্যাতি (বা কুখ্যাতি) কুড়াইতে গালিসর্বস্ব পোস্ট/কমেন্ট করে । আর সেকেন্ড গ্রুপটাই অস্থিরতা তৈরী করে ,এদেরই সংখ্যা বেশি , এদের জানার পরিধি কম,গালি আর নোংরা বিকৃত শব্দে পয়গম্বরদের সম্বোধন না কৈরা পারে না। খারাপটাই সমাজে বেশি ছড়ায়,আর এই সেকেন্ড গ্রুপটার কারনেই ধার্মিকদের (যারা ব্লগ কি জানেনা ) ব্লগ সম্পর্কে বাজে ধারনা তৈরী হয় । এইটা অস্বীকার করার কোনো উপায় নাই ।এইধরনের যুক্তিহীন আবালগুলার জন্য সবসময়ই লাত্থি বরাদ্দ থাকা উচিত ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

মাহমুদা সোনিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আমিও আমার নন-ব্লগার বন্ধুদের বলি, ও ধরনের ব্লগার সংখ্যায় খুব কম। এবং বিশেষত ওধরনের লেখা ব্লগে বরাবরই গদাম খেয়েছে। তাও লেখা নির্বাচনে ব্লগারদের আর মডু প্যানেলের আরও সচেতন হওয়া উচিত।

ভালো থাকুন।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

ধমাধম বলেছেন: //ধর্মে বিশ্বাসী হলেই যেন যুদ্ধাপরাধীদের সমর্থন করা বোজায়!!// নাস্তিকদের সংখ্যা হাতে গোনা। তবুও এই আন্দোলনে কেউ নাস্তিক হিসাবে যায় নাই। গেছে দেশের প্রতি ভালোবাসা নিয়ে। আর আন্দোলনের মূল শক্তি দেশের সাধারণ জনগন যাদের বেশিরভাগই ধর্মপ্রাণ মানুষ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

মাহমুদা সোনিয়া বলেছেন: সেটা যেসব মিডিয়া যুদ্ধাপরাধিদের ডিফেন্ড করতে মরিয়া তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের ব্লগারদেরই। ব্লগিং সম্পর্কে মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানোর ন্যূনতম সুযোগ টিও তাদের দেয়া উচিত নয়। সেরকম কিছু লেখাও উচিত নয় ব্লগারদের।

আপনাকে ধন্যবাদ।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

মামুন (১০৮) বলেছেন: দেশপ্রেম যার মধ্যে আছে তার মধ্যে বাই ডিফল্ট এই দেশের মানুষ সংস্কৃতি ঐতিহ্য মানুষের অনুভূতি এর সকল কিছুর প্রতিই প্রেম আছে শ্রদ্ধাবোধ আছে। আর যার নেই তার আসলে দেশপ্রেম অবশ্যই প্রশ্নবিদ্ধ। আর অল্প ২/১জন ব্লগাকে পুঁজি করে জামাত শিবির যে প্রপাগন্ডা চালাচ্ছে তাদের লেখালেখির ধরন দেখে কখনও মনে হয়নি এদেশের সাধারণ মানুষদের প্রতি না নুন্যতম শ্রদ্ধাবোধ কখনও দেখিয়েছে। বরং তাদের বিশ্বাস অনুভূতিকে অত্যন্ত স্পর্ষকাতর ভাবে গালিগালাজ করেছে। এরাও একপ্রকার ধর্মীয় উগ্রবাদী। এক দল ধর্মকে পুঁজি করে উগ্রতা ছড়ায় আর আরেক দল ধর্মকে গালিগালজ করে। নোংরামী যে পক্ষেরই হোক সেটা কখনও পজেটিভ ফলাফল আনতে পারেনা।

ব্লগে জামাত শিবিরপন্থীদের বলছি, আপনার ভালো করেই জানেন ব্লগে তারা মাত্র অল্প কয়েকজন। অধিকাংশ ব্লগারই এখানে সাধারণ ব্লগার যার সমাজের আর দশ জনের সাথে মিশে থাকতে চায়, ধর্ম কর্ম কম বেশী যাই করুক অধিকাংশ ব্লগারই আল্লাহকে ভয় করে রাসুলকে শ্রদ্ধা করে। আপনাদের মাঝে যদি আল্লহর ভয় থেকে থাকে তাহলে জেনে বুঝে মিথ্যা ছড়াবেন না। মিথ্যা সে যে উদ্দেশ্যেই হোক মিথ্যা মিথ্যাই। জেনে রাখবেন আল্লাহ কোন মিথ্যাচারই ক্ষমা করবেন না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

মাহমুদা সোনিয়া বলেছেন: এক দল ধর্মকে পুঁজি করে উগ্রতা ছড়ায় আর আরেক দল ধর্মকে গালিগালজ করে। নোংরামী যে পক্ষেরই হোক সেটা কখনও পজেটিভ ফলাফল আনতে পারেনা -- দ্যাটস দ্যা মোরাল।

অনেক ধন্যবাদ।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

আলোকন বলেছেন: আ.লীগ, বাম ও নাস্তিকরা দেশের মানুষকে আজকাল দু'ভাগে ভাগ করা শুরু করসে।
(১) যারা ইসলামবিরোধি। এরা সাচ্চাদেশপ্রেমিক।
(২) যারা ইসলামপ্রিয়। এরা সবাই রাজাকার ও দেশবিরোধি।
খুব খারাপ একটা নজির স্হাপন করতেসে তারা। :( /:) :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

মাহমুদা সোনিয়া বলেছেন: খুব একটা লাভ হবে না। ওসব সমর্থন করেন না, এরকম সাধারণ ব্লগারদের সংখ্যাই বেশী। ভালো ভালো লিখি চলুন, ব্লগ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করা উচিত।

শুভকামনা রইল।

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

ডি না মা ই ট বলেছেন: Click This Link

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছ সোনিয়া... গেদু চাচার সাথে সহমত... ব্লগ কর্তৃপক্ষ দায় এড়াতে পারবে না কিছুতেই... তুমি হয়ত আমি যা কিছু দেখেছি সেটার মুখোমুখি হও নি, তাই হয়ত অনেক কিছু বুঝতেও পারবে না...

ফেইসবুকে আমার দেয়া মন্তব্যগুলো একটু পড়ে দেখ...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

মাহমুদা সোনিয়া বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ দায় এড়াতে পারবে না কিছুতেই -- খুবই সত্য। চরমপন্থী লেখা তা সে যে বিষয়েরই হোক সেটা প্রকাশে, প্রচারে ব্লগ কর্তৃপক্ষের আরও সচেতনা দাবি করি।

আপনার লেখা পড়েছি ফেবুতে।


ধন্যবাদ ভাইয়া।

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে যারা নিজেদের নাস্তিক বলে দাবী করে তারা মোটেই নাস্তিক নয়।ধর্ম সম্পর্কে এদের জ্ঞান নাই নূন্যতম, কেবল সস্তা জনপ্রিয়তার লোভে ব্লগে এসে নাস্তিক সাজে। কারন এরা জানে এদেশের অধিকাংশই ধর্মভীরু, তাই গালি দেয়ার জন্য হলেও লোকে তাদের ব্লগে আসবে। ফলে তাদের হিট এবং পরিচিতি-দুটোই বাড়বে।প্রকৃতপক্ষে এরা বিকৃত মানসিকতার হিট সিকার ছাড়া আর কিছুই নয়।সমস্যা হল সময় থাকতে সামু এদের শক্ত হাতে দমন করে নাই। আর আজ সেটার ফায়দা নিয়েই জামাতীরা সামুকে নাস্তিকদের অভয়ারন্য হিসেবে সবার সামনে তুলে ধরতে চাইছে।অথচ এই জাশির ছাগুরাই শুরুতে সামুকে দখল করে নিজেদের খোয়াড় বানাতে চেয়েছে। আর তাতে সফল হতে না পেরে একদিকে চাইছে সামুকে ধ্বংস করতে, অন্যদিকে ব্লগারদের খারাপ দেখিয়ে শাহবাগ আন্দোলন থেকে জনতার সমর্থন সরিয়ে নিতে।সামুর মডারেটরদের ভুল আর শাহবাগে নেতাদের ভুল জাশিকে সেই সুযোগ করে দিয়েছে। তবুও আমি আশাবাদী। দেখা যাক শেষটা কি হয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

মাহমুদা সোনিয়া বলেছেন: আমাদের সংবিধানে, এমনকি সব ব্লগে, বিশেষত সামুর গঠন প্রণালীতেও আছে ব্যাপারটা। বাক স্বাধীনতা আছে সবারই, কিন্তু ধর্মীয়, জাতীয় ইস্যুতে কেও উস্কানিমূলক কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। তার কিছুই মানা হত না। প্রথম প্রথম আমি এসেও ও ধরনের জঘন্য লেখা পড়ে ঘাবড়ে গিয়েছিলাম। ভাবতাম, এগুলো কেন প্রকাশ করে। এদের আইডি কেন ব্যান হয়না!!

কর্তৃপক্ষ এক সময় আশকারা দিয়েছে, উৎসাহিত করেছে ওসব লেখা, প্রচার করেছে দিনের পর দিন-- সো খুব স্বাভাবিক ভাবেই এটার ব্যাড ইফেক্ট দেখছে এখন। সাংগঠনিক পদগুলোতে বিতর্কিত মানুষগুলোকে এনে বসিয়েছিল।

তাও বলি, লেট বেটার দ্যান নেভার। কর্তৃপক্ষের এবার যদি টনক নড়ে আর কি। আশা করি কর্তৃপক্ষ আরও জনবল বাড়াবেন, মনিটরিং বাড়াবেন।

এখনও মানি সাধারণ ব্লগারই বেশী, যারা কোন উগ্রপন্থী লেখাই সাপোর্ট করেন না।

আপনাকে ধন্যবাদ।

৩২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

৩৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ফারিয়া বলেছেন: এই একটা বিষয়ের কারনে পরিবারের কাউকে ব্লগ দেখাতে ইচ্ছা হয়না, প্রথম পেজে এসব দেখে আবার কি ভেবে বসে! :(

৩৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?

৩৫| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০০

আবদুর রহমান (রোমাস) বলেছেন: ব্লগার মানেই নাস্তিক নয়, এটাও একদিন সবাই বুঝতে পারবে.... তাই হতাশ হতে চাই না! আমরা ধর্মের দোহাই দিয়ে রাজনীতির ফসল তুলতে দিবো না এটাই শেষ কথা!

৩৬| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৬

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভালো লিখেছেন, শুভেচ্ছা রইল

৩৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১

সাইফ সাইমুম বলেছেন: অনেকদিন পরে সামুতে এলাম। তোমার ব্লগে ঢুঁ মেরে গেলাম। পোস্টটি ভালো লাগলো। শুভেচ্ছা সবসময়ের জন্য।

৩৮| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২২

রুদ্র মানব বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++

৩৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

রাফা বলেছেন: আপনি ভালো করেই জানেন ব্লগে নাস্তিকদের কত পার্সেন্ট আছে।ব্লাগার মানেই নাস্তিক নয়,নয় সবাই আস্তি. এখানে যুদ্ধাপরাধীদের পক্ষে ছাগুরাও ব্লগিং করে।

আর ব্লগটা পুরোটাই আপনার ডাইরির মত।এখানে যে যা খুশি লিখতে পারে।কিন্তু লক্ষ করলে দেখবেন খারাপটা কেউ গ্রহণ করেনা বরং তিব্র বিরোধীতার মুখেই পরতে হয়।নাস্তিকদের সাধারণ ব্লগাররা প্রশ্রয় দেয়না।অথচ এই কথাটা কিন্তু প্রচার করছেনা।অর্থাত এটা ইচ্ছাকৃত ভাবে যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য প্রচার করা হোচ্ছে।

যেটা সিমাবদ্ধ ছিলো গুটি কয়েক মানুষের মাঝে,সেটাকে্ ব্যাপক আকারে প্রচার করছে গুটি কয়েক প্রচার মাধ্যম।বেশি সংখ্যক মানুষকে বিভ্রান্ত কিন্তু করছে তারাই।অথচ তাদেরকে কেউ কিছু বলছেনা।

কাজেই উদ্দেশ্য জলের মত স্বচ্ছ।

জয় বাংলা।

৪০| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

কাজী মামুনহোসেন বলেছেন: ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভালো লিখেছেন, শুভেচ্ছা রইল

আমি বললাম, সহমতের সহিত +++++ রইল

৪১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লিখেছেন

আর ব্লগার গ্রেফতার বিষয়ে একটু বলি, আমি মনে করি সব দোষ ব্লগ কর্তৃপক্ষের। কেননা যাদের গ্রেফতার করা হয়েছে বিশেষত আসিফ মহিউদ্দীনের বিতর্কিত যে লেখা গুলো ধর্ম অবমাননার বলে ধরা যায়, সেই লেখা কিংবা মন্তব্যের জন্য সামু তাকে সতর্ক করে নি কিংবা লেখা মোছে নি

৪২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

জন রাসেল বলেছেন: বলেছেন: ব্রাদার আমাদের নতুন সং-টা দুদিন আগে রিলিজ করলাম। আপনাকে লিংকটা দিয়ে গেলাম। সময় পেলে ডু মারবেন অবশ্যইঃ স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স

এই মন্তব্যটি পড়ার পর দয়া করে মুছে দেবেন। পোষ্টের কমেন্টে এসে কেউ বিজ্ঞাপন দিচ্ছে এটা দেখতে ভালো লাগে না। ;)

৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রিয় পোস্টটাই সম্ভবত দেখলাম সবচে দেরীতে !
মনের কথাগুলিরই যে অনুরণন ... কেবা বুঝবে হায় ...
তবু বলি , সিম্পলি ওয়ান অব দ্যা বেস্ট...
প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম ...

৪৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯

বাকের ভাই রিটার্ন বলেছেন: ব্লগ আজ দুই মেরুতে অবস্থিত ,আস্তিক বনাম নাস্তিক ।কিন্তু একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন আসলে নাস্তিকের সংখ্যা কত ।কাউকে জিজ্ঞেস করুন বলতে পারবে না ।শাহবাগ আন্দোলনে ব্লগাররা নাস্তিক ট্যাগ পাওয়ার পর পাবলিক এখন কথায় কথায় নাস্তিক শব্দটা গালির মত ব্যাবহার করে ।একটা দল যারা কিনা এই ব্লগারদের নাস্তিক বানানোর জন্য তখন উঠে পরে লেগেছিল ।সেই চক্রটা আজও সক্রিয় ।নাস্তিক যা আছে তা হচ্ছে লোক দেখানো নাস্তিক ।অনেকটা বলা চলে ফেইম টাইপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.