নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোকে বলে প্রথম প্রেমটা বড্ড কোমল\nএলোমেলোযায়না \nভোলা কোনোদিনও\nসত্যি কি তাই

কবিতা পড়ার প্রহর

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর › বিস্তারিত পোস্টঃ

সেই হৃদয়ের আরশিতে আজ অন্য কারো অস্পষ্ট ছায়া স্পষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে

১২ ই জুলাই, ২০২০ রাত ১০:০৪


দেখতে পাচ্ছি-
ঐ যে তুমি,

তোমার চোখে মাদক ভাবুক রাত।
যাচ্ছো হেঁটে অভিসারে
অনেক দিনের অপূর্ণ সাধ
পূর্ণতা পাক।
পেতে যাচ্ছে...

দাঁড়িয়ে আছে তোমার প্রিয়া-
ঐ অদূরে,
তোমারই পথ চেয়ে -
বাড়িয়ে দিলে তোমার দু হাত।
ঘোর লাগছে...

কাঁপছে তোমার দু"চোখ তারা থরো থরো
বুকের মধ্যে বাঁজছে মাদল?
ঠিক যেমনটা বেঁজেছিলো
আমার সেদিন।
মনে পড়ছে...

তোমারও কি পড়ছে মনে
আমার কথা?
নিশ্চয়ই না
অতীত কি কেউ রাখে মনে?
মনে তোমার বিহল বিভোর
আজ উতলা...
রাখতেই নেই...

বলে লোকে প্রথম প্রেমটা
বড্ড কোমল, এলোমেলো
যায় না ভোলা সেই অনুভব
কোনোদিনও-
সত্যি কি তাই?
মোটেও তা নয়...

আমি জানি
চিনি তোমায়
ওমন তুমি
খুব আলাদা অন্যরকম
বাতাস যেমন,
হুট করে যায়, আবার আসে
ভালোবাসে, স্বপ্নে মোড়ায়
আবার কোথায় যায় হারিয়ে!
কোথায় হারায়?

তোমায় বোঝা নয়কো সোজা।
সেই মেয়েটা পারবে কি আর
ঠিক ঠাক ঠিক বুঝতে তোমায়!
মনে হয় না...

আমিও যে চাই, সত্যিই চাই
কেউ কখনও বাসুক ভালো
অনেক তোমায়।

ঠিক তেমনই, তোমার মত
ঠিক যেমনটা চাইতে তুমি
ঠিক তোমারই মনের মত
তেমনটা কেউ
আসুক তোমার জীবন জুড়ে-
আসুক আসুক সত্যি আসুক....

কিন্তু কেনো কষ্ট হচ্ছে?
বুকের ভেতর ঝরোঝরো
ভাঙ্গছে হৃদয় দু'কূল দু'ধার।
থরো থরো ঝরো ঝরো
কেনো কাঁপছে?

এ মনটাকে করছি শাসণ
ধরবিও না ছাড়বিও না
হিংসুটে সে মানছে না তো
কোনোই বারণ
শুধু ঝরছে, শুধু ঝরছে
কষ্ট পাচ্ছে
অকারনেই কষ্ট পাচ্ছে
খুঁজছে সে তার অবাক কারণ?
অবাক কারণ, খুব অকারণ।

বাসিসনি তো সেদিন তারে
একটু ভালো
অবহেলায় হেলা ফেলায়
ভাসিয়েছিলি ঠেলেই দূরে
তার সে কোমল হৃদয় ভেলা-
অনেক দূরে, অনেকই দূর...

সেই হৃদয়ের আরশিতে আজ
অন্য কারো অস্পষ্ট ছায়া
স্পষ্ট হচ্ছে,
সুস্পষ্ট হচ্ছে
কষ্ট হচ্ছে?


যাচ্ছি আমি মুছেই এবার
হৃদয় থেকে-
তোমার হৃদয় প্রান্ত থেকে।

সেই বেদনা খুড়ছে আমায়
ঝরছি আমি ঝরো ঝরো
আমি ঝরছি আমি ঝরছি
কষ্ট পাচ্ছি-
আমি কাঁদছি-
শ্রাবন মেঘে গুমরে মরে
কোন বেদনা?
নাম না জানা?


Picture

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ ব্লগে সুস্বাগতম । হ্যাপি ব্লগিং ।

১২ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধন্যবাদ সেলিমভাই।

২| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম।

সুন্দর কাব্য দিয়ে শুরু হলো পথচলা।

১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধন্যবাদ মাইদুলভাই।

৩| ১৪ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: কষ্টের কবিতা, কষ্টটা একটু বেশীই মনে হচ্ছে। তবে নিকটা খুব সুন্দর।
কবিতায় ভাল লাগা + +।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: কবিতার জন্যই এই নিক। তাই কবিতার মত সুন্দর। ধন্যবাদ।

৪| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতার জন্যই এই নিক। তাই কবিতার মত সুন্দর - আশাকরি, আপনার এই নিক থেকে ব্লগের কবিতাপ্রেমীগণ অনেক সুন্দর সুন্দর কবিতা পাবেন, কবিতার মত মন্তব্যও পাবেন।

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ আমিও এমনটাই আশা করছি।
অনেক ধন্যবাদ খায়রুল ভাই।

৫| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

ভুয়া মফিজ বলেছেন: বিশাল কবিতা। আপনার পারফরমেন্স দেখি সেই লেভেলের! B-)

আপনার সাজেশান মতো চোখ বুজেই পড়ে ফেললাম, সেজন্যই কিছুই বুঝলাম না। তবে, ব্লগার মা.হাসান একজন অতি বিখ্যাত কবিতা প্রেমিক মানুষ। উনি নিজে আসলে এ'ব্যাপারে আপনাকে ভালোভাবে বোঝাতে পারবেন।

আপাততঃ উনার অপেক্ষায় থাকি!

কবিরা চাইলে যে কোনও লেখাই লিখতে পারে। তাই আমার গদ্য লেখার অনুরোধ এখনও বহাল রইলো। :)

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪০

কবিতা পড়ার প্রহর বলেছেন: এটা একখানা বিরহ বিধুর, হিংসুটে মতন, ধরবিও না ছাড়বিওনা টাইপ মনের মানুষের কবিতা।

যার প্রাক্তনের সাথে অন্য বালিকার সখ্যতা দেখে তার দুঃখ উথলায় উঠেছে। আপনি যখন বলতেছেন তখন এই পদ্যের আলোকে একখানা গদ্য লেখার চেষ্টা করা যায়।

৬| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ভুয়া মফিজ বলেছেন: এটা একখানা বিরহ বিধুর, হিংসুটে মতন, ধরবিও না ছাড়বিওনা টাইপ মনের মানুষের কবিতা। সেই জন্যই বুঝি নাই। কঠিন ব্যাপার!!! :P

ওকে, এই পদ্যের আলোকে আপনার গদ্য পড়ার অপেক্ষায় রইলাম। অল দ্য বেস্ট! :)

১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০০

কবিতা পড়ার প্রহর বলেছেন: প্রেমিক হবার পরেও, প্রেমিকার জন্য কবিতা লেখার পরেও বুঝলেন না?

৭| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৫

ইসিয়াক বলেছেন: আপনি খুব সুন্দর করে লেখেন তো। খুব ভালো লাগলো।
সামুতে আপনার পদচারণা দীর্ঘ হোক।
হ্যাপি ব্লগিং ।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩০

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার কবিতার সাথে মিলে গেছে।

৮| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুনসসসসসসসসসসসসসসসসসসসসসসসস ++++++++++++্

১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: এত বড় দারুন কমেন্টে তো চমকায় গেলাম।

৯| ২০ শে জুলাই, ২০২০ রাত ১:১৮

মুক্তা নীল বলেছেন:
সেদিন রাতে ভীষণ অবাক হয়েছিলাম আমার পোস্টে ভুলবশত আপনার এই কবিতা দেখে । তখন আমি আমার পোস্টের মন্তব্য করা বাদ দিয়ে আপনার কবিতাটা দুইবার পরলাম । আপনি হয়তো এখানে নতুন কিন্তু আপনার লেখার হাত দেখেই বুঝা যাচ্ছে
পাক্কা লেখক/ লেখিকা । এত চমৎকার লেখা কি কমেন্ট করি, থাক বরঞ্চ আপনাদের জন্য কামনা করি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু'জনে কিছুক্ষণ বসি পাশাপাশি .....

২০ শে জুলাই, ২০২০ রাত ১:৪৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: কবিতাটা আমি একবার দিতে চেয়েছিলাম আপনাকে। কিন্তু ভুল করে দুইবার এসে গেলো। তাই খারাপ লাগছিলো। ভেবেছিলাম বিরক্ত হবেন। ধন্যবাদ আপনাকে। আমার লেখা ভুল করে নয় ইচ্ছে করেই দুইবার পড়েছেন। আসলে সেদিন মন খুব খারাপ থেকেই এই কবিতার জন্ম হয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.