নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোকে বলে প্রথম প্রেমটা বড্ড কোমল\nএলোমেলোযায়না \nভোলা কোনোদিনও\nসত্যি কি তাই

কবিতা পড়ার প্রহর

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের পাড় ঝুপ করে গেলো ভেঙ্গে

২০ শে জুলাই, ২০২০ রাত ১:১১



বললে তুমি,
আজ থেকে আর, আমার নওকো তুমি
থাকবে না আর আমার বাঁধার কাছে,
খুুঁজে নেবে প্রেম অন্য কোথাও
মুক্ত আকাশে, ভরা নিঃশ্বাসে,
অবাধ স্বাধীনতায়....

হাসলাম আমি,
স্মিত হাস্যে ভরলো আমার মুখ।
নির্বাক আমি রইলাম বসে
খুব স্বাভাবিক, যেন জানা ছিলো
এমনটা হবে, এমনই তো হয়-
হৃদয়ের পাড় ঝুপ করে গেলো ভেঙ্গে
সে শব্দটা শুধু শুনলাম আমি,
জানলোনা কেউ
বুঝলোনা কোনো লোক।

বললাম আমি,
নীরবতা ভেঙ্গে, বিদায় বন্ধু,
হোক তবে তাই হোক।
তুমি চলে গেলে, দূর বহুদূরে-
অদৃশ্য কোনো দৃষ্টির সীমানায়।
অনেক বছর তোমার খবর
আর জানা হয় নাই।

ঠিক যে জানিনি, ঠিক তাও নয়
উড়ো খবরের কানে
জেনে গেছি তুমি খুব ভালো আছো
খুঁজেও পেয়েছো
এই জীবনের মানে।

ভাবলাম আমি,
ভালোই তো হলো,
এমনই তো হওয়া চাই
তুমি যদি থাকো এমনটা ভালো
কোনো সমস্যা নাই।


কিন্তু সেদিন আমার দূয়ারে
হঠাৎ তোমার দেখা
উদভ্রান্ত চাহনী, উস্কোখুস্ক চুল
ব্যথায় কাতর তোমার দু চোখে
লেখা নেই ভালো থাকা
জিগাসা করিনি, তুমিই বললে
তুমি আজ আবার একা!


বুঝলাম আমি
সেই মেয়েটাও ছেড়ে আজ গেছে চলে
যেমনটা তুমি গিয়েছিলে একদিন।
আমার বাঁধনে বাঁধা থাকবেনা বলে।

জানতে ইচ্ছে করে,
তোমারও কি তবে হৃদয়ের পাড়
ভেঙ্গেছিলো ঝুপ করে?
সে শব্দটা শুধু শুনেছিলে একা তুমি?
জেনেছিলো কোনো লোক?
বলেছিলে তুমি স্মিত হাস্যে
হোক তবে তাই হোক?

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ রাত ১:২৬

মুক্তা নীল বলেছেন:
কঠিন ও কঠোর জীবনের কবিতা ।
চলে যাওয়া মানুষগুলো ভুল শুধরে ফিরে এলে তাকে মেনে
নেওয়া যায় ,কিন্তু সে মানুষটি যদি আবার বদলে যায়?

চমৎকার একটি কবিতা পড়লাম , ধন্যবাদ ।

২০ শে জুলাই, ২০২০ রাত ১:৪৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুব হুট করেই লিখলাম। নানা ব্যস্ততায় লেখা হয় না। কিন্তু মনের মাঝে সব সময় ঘুরছে নানান কথা।

২| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখার ফ্যান হয়ে যাচ্ছি, আরও লিখুন

খুব ভালো লাগলো।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপা অন্তর থেকে ভালোবাসা নিন। নেক্সট কবিতা আপনার জন্য রইলো।

৩| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৮

লরুজন বলেছেন: !!!,,, ???,,, হা হা হা হা হা রঙিলা জালের কবিতা !!!,,, ???,,,

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপনার মন্তব্যে আমি মুগ্ধ এবং রঙ্গিলা জালের বুদ্ধিমত্তা দেখেও। বুদ্ধিমান মানুষ আমার বড় পছন্দের। আপনাকে সালাম।

৪| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৩

লরুজন বলেছেন: বুদ্ধিমান!!!,,, ক্লাস ওয়ান থাইক্কাই ক্লাস ওয়ান ছিলাম,,,
আপনে আমারে চিনছেন,,,

ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪০

কবিতা পড়ার প্রহর বলেছেন: সে বেশ বুঝা যাচ্ছে। চোখ কান ও বেশ খোলা আছে। আপনার ফ্যান হয়ে গেলাম ভাই। মাথা খোলতাই মানুষের জিহ্বার দোষ বেশি। সাবধানে থাইকেন।

৫| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৭

লরুজন বলেছেন: আপনার অনেক মেহেরবানী। ভালো থাকবেন।
এক হাজার ধন্যবাদ নিবেন।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫২

কবিতা পড়ার প্রহর বলেছেন: ভালো থাকবো। আপনাকেও ধন্যবাদ। জিহ্বাটারে একটু সামলাইয়েন। আপনার জন্যই বলতেসি।

৬| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা যেমন কাব্যিক হয়েছে, শিরোনামটা মোটেই নয়।
তার চেয়ে বরং "হৃদয়ের পাড় ঝুপ করে গেল ভেঙ্গে" দিলেই বোধকরি ভাল হতো, কারণ ঐ লাইনটাই কবিতার ভরকেন্দ্র। কবিতায় দু দু'বার পাড় ভাঙ্গার শব্দ শোনা গেছে। :(
এটা কেবলই আমার ব্যক্তিগত অভিমত। কবি স্বাধীন, সার্বভৌম। কবির ইচ্ছেই চূড়ান্ত।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: কথা সত্যি। গভীর রাতে কবিতা লেখার পরে শিরোনাম নিয়ে ভাবনায় পড়েছিলাম। তাই বসিয়ে দিলাম একটা লাইন কোনোমতে। খুব হুট করে লেখা। এর আগের দুটো লেখা ড্রাফ্ট পড়ে আছে। হচ্ছে না ঠিক ঠাক।
ধন্যবাদ অসংখ্য। নভোনীলে মন দেবো ভাবছি। আপাতত কবিতা রেস্টে যাক।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেকখানেই এডিট করে দিলাম। শিরোনাম শুদ্ধ।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: আবারও ধন্যবাদ

৭| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৪

খায়রুল আহসান বলেছেন: সম্পাদনার জন্য ধন্যবাদ।
তবে আমার কাছে এখনও মনে হচ্ছে, শিরোনামটা আরেকটু ছোট হলে শ্রুতিমধুর হতো।
প্রশ্নটা তো কবিতায়ই আছে। সেটা শিরোনামে থাকার প্রয়োজন নেই। শিরোনামে 'ঝুপ করে হৃদয়ের পাড় ভাঙা'র আওয়াজ পাওয়া গেলেই সেটা হবে একটা সার্থক শিরোনাম।
"হৃদয়ের পাড় ঝুপ করে গেল ভেঙ্গে" আপনার এ কবিতাটির সর্বশ্রেষ্ঠ পংক্তি। এর গভীরতা অপরিসীম।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১১

কবিতা পড়ার প্রহর বলেছেন: আবারও ধন্যবাদ। এত মন দিয়ে পড়বার জন্য। ঠিক আছে ছোট করে দিচ্ছি।

৮| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৪

পুলক ঢালী বলেছেন: বাহ্ এক সপ্তাহ এক দিনে তিনটা পোষ্ট তারমধ্যে আবার দুটো ড্রাফটে পড়ে আছে তারমানে আপনি বাই বর্ন লেখক/কবি ।
আপনার কবিতাটি পড়লাম জীবনের খন্ডকালীন অংশের সহজ সরল চিত্রায়ন ভাল লাগলো।
নভোনীল নিয়ে আপনি ভাবছেন দেখে ভাল লাগলো আশা করছি আপনার কাছ থেকে দারুন একটি পর্ব উপহার পাবো।
আপনি মনেহয় জাতকবি লিখতে থাকুন।

(আমি কবিতা পড়িনা কারন বুঝিনা, দুর্বোধ্য লাগে, কবি এবং কবিতাকে ভয় পাই :D কারন কবিতার কারনে স্যার কঞ্চি দিয়ে অনেকবার আমার হাতে কঞ্চির ভালবাসার উত্তপ্ত চুম্বন উপহার দিয়েছেন। অনেক আদর সোহাগ করে বেঞ্চের উপর হস্ত দুইকর্ণে স্থাপন করিয়া মহারাজার মত দাড় করাইয়া/করিয়ে রাখতেন। সেই থেকে কবি ও কবিতা দেখলে শত হস্তেন নিরাপদ দুরে থাকাটা বাঞ্ছনীয় বলে মনে হয়। আপনার বাড়ীতে এসে সাহস করে মন্তব্য করেই ফেললাম হা হা হা =p~ =p~ )

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: আমার কবিতা সহজ তাই মন্তব্য করতে পেরেছেন। কবিতার মর্ম না বুঝে কি আমিও স্যারের বাড়ি খাইনি ভেবেছেন? আর ব্যস্ততার কারণে লেখা হয় না। নইলে সারাদিন যদি পেতাম।জীবনের গল্পগুলো লিখে শেষ না করলেও যতটকু পারা যায় লিখে রাখতাম। আমার লেখা মানে তো ডায়েরী। আর কিছুই না।
নভোনীল মাথায় নিয়ে ঘুরছি। একটাবারও বসতে পারিনি আজ।

১০| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে জুলাই, ২০২০ রাত ১০:১৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১১| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: উভয়েরই একবার করে ঝুপ করে হৃদয়ের পাড় ভেঙ্গেছে তাই ভালবাসা এবার পোক্ত হবে আশা করা যায়। হৃদয়ের পাড় ভাঙ্গা সব ক্ষেত্রে খারাপ না মনে হচ্ছে। :)

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:১৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: ভালোবাসা ভাঙ্গে না। হৃদয়টাই ভেঙ্গে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.