নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোকে বলে প্রথম প্রেমটা বড্ড কোমল\nএলোমেলোযায়না \nভোলা কোনোদিনও\nসত্যি কি তাই

কবিতা পড়ার প্রহর

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর › বিস্তারিত পোস্টঃ

পাখি আমার একলা পাখি

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৪

এভাবেই কেটে যাবে আরও একটি শীত ও বসন্ত-
এভাবেই কেটে যাবে আরও কয়েকটি বর্ষা এবং শরৎ।
এভাবেই কেটে যাবে গ্রীস্ম এবং হেমন্ত এবং আরও বহু দিন, মাস ও বছর।

রোজ ভোরে ঘুম ভেঙ্গে উঠে এভাবেই প্রথম মনে পড়ে যাবে একটি প্রিয় নাম,
একটি চিরচেনা প্রিয় মুখ ও একটি আরাধ্য প্রতিশ্রুতি।
কারনে অকারনে এভাবেই বহু বহু দিন মনে পড়ে যাবে শত শত কথকথা,
আনন্দ বেদনা মান অভিমান ও হাসি তামাশায় কাটানো প্রহর।

এভাবেই কাটবে বেলা সারাদিন আলাপনে,
মনে মনে কিংবা সেলফোনে, অথবা মেসেঞ্জারের টুং টাং সূরে
কথা হবে প্রতিদিন গোচরে অগোচরে শ্রবণে এবং অশ্রুত অশ্রবণে।
মন পড়ে রইবে মনে প্রতি ক্ষনে ক্ষনে।
এভাবেই কেটে যাবে বেলা, কালের পর কাল কিংবা আরও কয়েক যুগ।


আর তারপর একদিন হঠাৎ -
এভাবেই কি চলে যেতে হবে চুপচাপ এ পৃথিবী ছেড়ে?
এভাবেই কি সব হবে অবসান?
এভাবেই কি সব হবে নিঃশেষ?
এভাবেই কি কেটে যাবে আরও আরও কয়েক শীত, গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও বসন্ত?
তোমাকে আরও একটিবার না দেখতে পাবার দুঃখ নিয়েই পাখি?

হয়ত আমার যাবার সময়টাতে জানবে না তুমি,
হয়ত তখন ঘুমিয়েই আছো -
দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে হঠাৎ-
আর ঘুম আসলোই না-
ঘড়িতে তখন রাত্রী দুটো বেজে দশ
হয়ত ভাবলে কি করছি আমি এখন?
নিশ্চয় ঘুমিয়ে-

শুধু জানলে না আমার এ ঘুম আর ভাঙ্গবেনা কোনোদিন।
কোনোদিন ডাকবেনা কেউ আর সেই প্রিয় নামে,
তোমাকে লেখা শত শত চিঠি,
কবিতা ও গান, শত শত কথকথা,
রইবে পড়ে নীরবে ও নিভৃতে
তোমার হৃদয়ের দেরাজের কোনে।
তোমাকে আরও একটিবার না দেখতে পাবার দুঃখ নিয়েই
চলে যাবো আমি পাখি....


ঐ দূর আকাশের পথে, না ফেরার দেশে,,,,,,,


উৎসর্গ- মোঃ মাইদুল সরকার এবং সাড়ে চুয়াত্তরভাই যুগলকে...

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: কবিতা পড়ার প্রহর,




অগস্ত্য যাত্রার সুর বেজে উঠলো যেন!!!!!

"এভাবেই চলে যাবে যতো গ্রীষ্ণ-বর্ষা-শীত
গাহিবেনা কেহ আর আমারই লাগি কোনও গীত।
আমি নীড় হারা এক পাখি, হারাইবো সুদূরে
কে রাখিবে আর মনে তাহারে........."

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: সব পাখি নীড়ে ফেরে সব পাখি সুদূরে হারায়
মনে রাখা কি না রাখায় কি বা আসে যায়?
শুধু একা পাখি একাকী গান গায় ..


নিজেই শোনে আর নিজেই গায়...
দূর থেকে কেউ কেউ শোনে আবার তারপরই আবার ভুলে যায়......

পাখি তবুও নিজ মনে গীত গায়

বর্ষা বসন্ত ও শীত যায়, গী্ত গায়, শীত যায় ....

মরুক পাখি.....

২| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চলৎ সবি, সবি চলে যায় যা রয়ে যায় তা শুধুই কিছু স্মৃতি।

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ

কিন্তু তাতে তো কোনো দুঃখ নেই।

দুঃখ শুধু একটাই

আছে এবং রয়ে যাবে।

৩| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

''পাখি আমার একলা পাখি'' এই নামে হুমায়ূন আহমেদের একটা বই আছে।

১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০২

কবিতা পড়ার প্রহর বলেছেন: থ্যাংক ইউ রাজীবভাই।

হ্যাঁ সেটাই মনে পড়েছিলো।

৪| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৪

সৈকতসৈকত বলেছেন: বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে

১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: কার জন্য গাইলা?
নিজের জন্য গাইলে হবে-
বুড়া হইলাম তোর কারণে....

৫| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৭

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।

১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধন্যবাদ সুদীপভাই

৬| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৮

সৈকতসৈকত বলেছেন: আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে । তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম । আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই না [সূরা আল ইমরান : আয়াত ১৮৫]

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ সে কারনে দুঃখ নেই ....

দুঃখ তাকে আরেকটা বার না দেখে পৃথিবী ছেড়ে যাওয়া .......


হ্যাঁ পার্থীব জীবনে সৈকতসৈকত এই নিকটাকে আরেকটা ধোকার বস্তু মনে হচ্ছে। :)

৭| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় কাব্য
ভালো থাকবেন
শুভকামনা

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার কবিতা

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ!

৯| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ২:১৩

একলব্য২১ বলেছেন: মানুষের জীবন এই রকম কেন। এত কষ্ট আর ভাল লাগে না। প্রত্যহ ১০/১২ ঘণ্টা কাজ করতে কোন বাঁধা নেই। কিন্তু মনের কষ্ট আর ভাল লাগে না। এই কষ্ট থেকে কি কোন নিস্তার নেই। কবিতা ভাল হইছে। কিন্তু এই ধরনের লেখাকে লাইক দিতে ইচ্ছা করে না।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫০

কবিতা পড়ার প্রহর বলেছেন: কষ্ট দুঃখ আনন্দ বেদনা ভালোলাগা ভালোবাসা সবই জীবনেরই অংশ।
কোনোটাই কোনোটার জন্য বসে থাকে না।
অল্প বয়সে মনে হয় এসব কারনে মরেই যাবো। বড় হতে হতে সয়ে যায়।
সময় মানুষের সব চেয়ে বড় বন্ধু।

তবে জীবনের প্রাপ্তি আসলে অপ্রাপ্তির চাইতেও অনেক অনেক বেশি তাই জীবন এত সুন্দর!

১০| ১০ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা মাইদুল ভাই আর আমার প্রতি উৎসর্গ করার জন্য অনেক ধন্যবাদ।

যে মর্মস্পর্শী কবিতা লিখেছেন পাখির মন এবার না গলে পারবে না। দুঃখ করবেন না, পাখি নিশ্চয়ই আপনার সাথে দেখা করবে। শুধু সেল ফোন আর মেসেঞ্জার নয়, সশরীরেই পাখি উড়ে এসে আপনাকে দেখে যাবে। আপনি তখন দু নয়ন ভরে তাকে দেখে নিবেন। :)

আপাতত এই গানটা শুনে মনটা ঠাণ্ডা করেন।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা খাঁচার পাখি কেমনে উড়ে ভাইজান???

ভালা বুদ্ধি দিসেন।

মানে ভাবের উদ্রেক ঘটাইছেন।

পাখি কেনো আসে না এই নিয়ে পরের কাব্য রচনা হবে। অনেকটা গাড়ি চলে না টাইপ।

১১| ১০ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগের লিঙ্কটা হয়নি। আবার দিলাম;

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা পাখিটি ছাড়িলো কে?

ছোটবেলায় এই গান আমাকে অনেক হাসাতো।

এখন বুঝলাম কোন দুস্কে গীতিকার এই গান লিখেছিলো।

১২| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৫

শেরজা তপন বলেছেন: আপনার পাখি ও পাখি নিয়ে ব্লগে দুদিন বেশ পোষ্ট আসছে দেখি :)

কবিতায় বরাবরের মত ভাল লাগা

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা আপনিও ট্রাই করেন না একবার প্লিজ!

ব্লগ নাকি চলে না চলে না।

এভাবেও যদি ধাক্কা দিয়ে খানিক চলে তো ক্ষতি কি?

নিউ ওয়ে অব দ্যা রানিং প্রসেস।

প্রথমে পাখি দিয়ে শুরু হোক তারপর ধীরে ধীরে কঠিনে নেওয়া যাবে।

যেমন পাখি থেকে ভ্রমন ব্লগ তারপর আর্টিকেল, তারপর সমাজ রাষ্ট্র দেশ বিদেশ।

সোজা কথা অনেকেই টপিকের অভাবে লিখতে পারেনা ভাবতে পারেে না।

সেই টপিক এনে দেওয়া হাতের মুঠোয়।

ভাবতে বাধ্য করা। হা হা

অবশ্যই আনন্দময় ভাবনা আনন্দময় রচনা।

১৩| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংগত কারণেই লাইক ও প্রিয়তে গেল পোস্ট্।

সাচু ভাই ও আমাকে উৎসর্গের জন্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা।

পাখি না ফিরলে নয়ন ভরা জল
বেদনাই কি প্রেমের শেষ ফল।

+++++++++++++++

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: না শেষ বলে কিছু নেই ......
সব কিছুই অশেষ!!!


আমারে তুমি অশেষ করেছো.....

১৪| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩২

কবিতা পড়ার প্রহর বলেছেন: :)

১৫| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন দারুন আপি
আমিও একটা লিখছি চুয়াত্তর ভাইয়ের টা দেখে।

পোস্ট দেই। হয়তো ভালো হয় না। ডর লাগে পোস্ট দিতে

১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: নো ডর।

অনেক ভালো হয়েছে পাখি কাব্য।

আবার যাচ্ছি!

১৬| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩

এস সুলতানা বলেছেন: চমৎকার কবিতা

১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

Abida-আবিদা বলেছেন: মোহনীয় পাখী বিষয়ক কবিতা, আপু।

১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ আবিদা আপুনি।

তুমিও একটা লেখোনা পাখি কাব্য।

১৮| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫২

মিরোরডডল বলেছেন:




এটাতো চিরন্তন সত্য আপুটা ।
যেতেতো হবেই একদিন ।
কষ্ট যা পাবার সেটাতো পেতেই হবে ।
তাই সে কথা ভেবে এখন আর কষ্ট পেওনা ।
জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক ।

আজতো সকাল হলো
কাল হবে কিনা কেউ জানিনা
আবারও মন্দিরে ঘন্টা শুনে ঘুম ভাঙবে কিনা
কেউ জানিনা


Life is unpredictable.
So, embrace your moment.

০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ ঠিক তাই কিন্তু যারা থেকে যায় তারাই বেদনায় বাঁচে।

১৯| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: "মানুষ পথিক বেশে
ঘুরছে দেশে দেশে
একটু ছায়াতলে থমকে দাঁড়ায়।
স্মৃতিটুকু রেখে শুধু
একদিন তো চলে যায়।"

০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুব সুন্দর এবং অতি সত্য কথন।

২০| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না ।

০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ।
অনেক অজানা নিয়েই একদিন জীবন নিঃশ্বেষ হয়ে যায়।

২১| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: যতদূর জানি,
পাখিরা তাদের সাথিদের ভোলে না।
মানুষেরা ভোলে।
পিঞ্জরের পাখি তার সাথিকে পিঞ্জরে ফেলে
আকাশে ওড়ে না, উড়লেও ফিরে আসে।
মানুষেরা উড়ে, চলে যায় দূরে,
আর ফিরে আসে না।

০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ
উদাস করা হৃদয় হরা না জানি কোন ডাকে
সাগরপারে বনের ধারে কে ভোলালো তাকে!

কোনো অজানা ডাকে কে ভুলায় পাখিকে জানায় হয়না হয়ত কখনও আর.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.