![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
আচ্ছা,তুমি কি কখনও
পুরো রাত জেগে তোমার
ভালোবাসার কথা ভেবেছো?
কখনও কি রিক্সায় বসে ভেবেছো,ইস!!
যদি ও থাকতো পাশে।তুমি কি
কখনও তোমার ভালোবাসার হাতে
হাত রেখে অপলোক
চোখে তাকিয়ে ছিলে?
তুমি কি কখনও বৃষ্টিতে
ভিজতে ভিজতে ভেবেছো,ইস!!!
যদি ও থাকতো।
তুমি কি কখনও ওর চোখের
দিকে তাকিয়ে বলেছিলে,ভালোবাসি,
ভালোবাসি,তোমায় অনেক ভালোবাসি।
আচ্ছা,তুমি কি কখনও ওর
পাশে বসে,কাঁধে মাথা রেখে,
হাতে হাত রেখে
আগামির স্বপ্ন বুনেছিলে?
তুমি কি তাকে কখনও দেখেছো--
মেঘের বেলায়,বৃষ্টির ফোঁটায়,কিংবা
রংধনুর সাত রঙ্গে?
তুমি কি কখনও বাতাসের মাঝে
তার সুর শুনতে পাও?
জানি না আমি।পাবে না কেন?
তুমি তো তাকে ভালোবাসো।
তবে আমি পাই,সব দেখি
স্বপ্ন. শুধু স্বপ্ন।
©somewhere in net ltd.