![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্তিরতা কারোই কাম্য নয়।আমরা যখন বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাকরছি, তখন প্রধান দুই রাজনৈতিক দলের হানাহানি আমাদেরকে আবার পিছনের দিকে নিয়ে যাচ্ছে।এখানে দেশের কোন স্বার্থ নেই।আছে দুই দলের ক্ষমতার লোভ।
আমরা সবাই শহিদ নূর হোসেন এবং ডঃ মিলনের কথা জানি।এরশাদ বিরোধী আন্দোলন বর্তমানের মত এত রক্তক্ষয়ী ছিল না।যেখানে নূর হোসেনের মত একজন সাধারণ মানুষের মৃত্যু এরশাদকে ক্ষমতা ছাড়তে হয়েছে,সেখানে আজ প্রায় দুইশত লোকের মৃত্যুও আমাদের মাঝে কোন ভাবান্তর সৃষ্টি করে না। কিন্তু কেন?এর কারণ দেশের মানুষ এখন খুব ভালোভাবে বুঝতে পারে দুই দলই শুধু তাদের ক্ষমতার জন্যই লড়াই করে। সেখানে সাধারণ মানুষের কোন স্বার্থ নেই।বর্তমান বিরোধী দল বি.এন.পি ক্ষমতা্ গেলেও এই কাজ গুলোই করবে।তাই সাধারণ মানুষ বি.এন.পি'র আন্দোলনে যেমন নিজেদেরকে স্পৃক্ত করছে না,সেরূপ আওয়ামীলীগের নির্বাচন নিয়েও কোন আগ্রহ নেই।তাই আজ এত মানুষের মৃত্যুও সরকাকে দমাতে পারছে না।
©somewhere in net ltd.