![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
জনপ্রিয় একজন লেখক তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন মা ইলিশ খাওয়া নিয়ে। তিনি গোপাল ভাঁয়ের সিদ্ধ ডিম নিয়ে কৌতুকটা বলেছেন। বলেছেন বাচুর বেঁধে রেখে তাহলে আমরা দুধ খাই কেন? মুরগির ডিম খাই কেন?
ওনার এইটা জানা আছে নিশ্চই গর্ভবতী গাভী যদি মানুষ খেতে থাকে তাহলে পরে গাভী-গরু কিছুই তো আর পাওয়া যাবে না।
ডিম পাড়ছে এই অবস্থায় কোনো গিরস্থ বা দোকানি মুরগি খায় না আমি অনেকবার দেখেছি। ডিম পাড়া শেষ হলেই কেবল সেগুলো খায় কিংবা আগে। একবার চিন্তা করুন আমরা যদি ডিম পাড়ার আগে বা ডিম পাড়ার সময়ে সকল মুরগি খেয়ে ফেলি তাহলে মোরগের আকাল পড়বে!
ওনি সিদ্ধ ডিম থেকে বাচ্ছা হয়না তা দিয়ে হয়ত বুঝাতে চেয়েছেন যে - যে সকল মা মাছ ধরা পড়েছে তা থেকে তো আর বাচ্ছা আসবে না,তাহলে এখন নিরুৎসাহিত করলে কি হবে!
কোরবানে যখন ভারত গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিল ঠিক ওনারাই বলেছেন এবার হয়ত গরু পেতে আমাদের কষ্ট হবে কিন্তু আমদানি বন্ধ থাকলে আমাদের কৃষকরা গরু পালনে উৎসাহ পাবে, এটি বিশাল একটা আয়ের ক্ষেএ হবে। সেভাবেই বলতে চাই আজ জাটকা বা মা ইলিশ কিনা বন্ধ করলে হয়ত আপনার এবার ইলিশ খাওয়া হবে না, কিন্তু জাটকা ও মা মাছ নিধনে জেলে নিরুৎসাহিত হবে যা পরের বছর ভালো ইলিশ পেতে সহায়তা করবে।
এই লেখা কাউকে ছোট করার জন্য নয়। শুধু মাএ কারো কারো স্ব- বিরোধী মতামত গুলোকে একটু ভেবে দেখতে বলার জন্য।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: ডিম খাওয়া মন্দ নয়।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
চিত্রনাট্য বলেছেন: লেখক কি আনিসুল হক ছিলেন ? আপনার যুক্তি পঁচা , বাই দ্যা ওয়ে পঁচা র মধ্যে কি চন্দ্রবিন্দু আছে ?
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: নববর্ষে পান্তা ইলিশঃ বাঙ্গালীর আত্মঘাতি সংস্কৃতি
৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
মাঈনুদ্দিন বলেছেন: আসলে মোবাইল থেকে এডিট অপশন পাই নি, তাই অনেক ভুল আছে ঠিক করতে পারছি না। বাই দ্যা ওয়ে- আমার লেখা এমনিতেই পচা!!!
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: একদম ঠিক কথা উপযুক্ত যুক্তি দিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।।।