![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিসরণ বলি কিংবা প্রতিস্থাপন
প্রথমে প্রতিধ্বনি পরাপর প্রতিচ্ছবিতে আগমন।
ইচ্ছাকৃত বলি কিংবা অনিচ্ছাকৃত
বিচ্ছুরিত বাক্য অক্ষরবৃত্ত ।
নিষেধাজ্ঞা আরোপ করি নাইবা করি,
সভা সমাবেশ ডেকে মুক্তির দাবিতে হও উত্তোলন,
আইন ভেঙে অহরহ,
নিয়ম করে অনিয়ম।
যথাইচ্ছা তথারূপে করিয়ে আত্নহনন ।
বিরক্তি বলি কিংবা স্বাচ্ছন্দে
আত্নকথা মাড়িয়ে অবাধ্য ছেদন।
আবশ্যক বলি কিংবা অনাবশ্যক
ছিনিয়ে নিয়ে ভাবনা করিয়ে ভাবুক!
নিষেধাজ্ঞা না মেনে,
আলোচনায় আলোচিত হয়ে,
যথাইচ্ছা তথারূপে করিয়ে আত্নহনন ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮
মাকসুদ আলম মিলন বলেছেন:
৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪
কাজী মেহেদী হাসান। বলেছেন: সভা সমাবেশ ডেকে মুক্তির দাবিতে হও উত্তোলন-- এটা তো ঠিকমতো বাক্যই হয়নি। হয় 'উত্তাল' হবে নয়তো 'হোক উত্তরণ'
৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭
মাকসুদ আলম মিলন বলেছেন: ভাই দেখছি বাক্য গবেষক।।।ভাই কি লেখার ভাবার্থ বুঝতে পেরেছেন.?????
৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮
মাকসুদ আলম মিলন বলেছেন:
৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৬
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯
মাকসুদ আলম মিলন বলেছেন: পুলকিত হইলাম
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪১
কাজী মেহেদী হাসান। বলেছেন: ভুল বলেছি না সত্য। সেটা না বলে লেখার অর্থ? যদি বাক্যই লিখতে না পারেন, সেই লেখার অর্থ থাকে?
৮| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০
মাকসুদ আলম মিলন বলেছেন: যদি ভাবার্থই না বুঝেন তাহলে তো খটকা লাগবেই.. .মাথার উপ্রে দিয়ে যাওয়াটাই স্বাভাবিক নয়কি।আর হ্যা.. কবিতা লেখার একটা নিজস্ব জায়গা থাকে আর বাক্য গঠনে তারতম্য থাকে.. উদ্ভট প্রকৃতির কিছু থাকতে হয়। না বুঝলে বলেন বুঝিয়ে বলি বাক্যের ভাবার্থটা...
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১
আফজাল বাঙ্গাল বলেছেন: অসাধারণ “কহণ”।