![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারকাদের মনোনয়ন ফরম তোলার হিড়িক পড়ে গেছে। তারকাদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ অভিনব নয়া কিছু নয়। আমাদের দেশে এর আগেও এমনকি বাইরের দেশেও তারকারা রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে আসছে অনেক আগে থেকেই। প্রশ্ন হচ্ছে আমাদের দেশে তারকারা রাজনীতিতেও তারকা নাকি শুধুই বিজ্ঞাপন ?
তারকাদের আদর্শিক জনপ্রিয়তার কৌশল হিসেবে বিজ্ঞাপনদাতারা তারকাদের ব্যবহার করে। কারণ এই আদর্শিক জনপ্রিয়তার কারণে ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহ বৃদ্ধি পায়। গত কয়েক বছরের তুলনায় এবারের নির্বাচনে তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই তেমনি এবারের নির্বাচনকে কেন্দ্র করে করেছে অনেকেই দলবদল। বিজ্ঞাপনদাতাদের তারকাদের আদর্শিক জনপ্রিয়তার কৌশল কি রাজনীতিবিদরাই ব্যবহার করছে ?
যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে, তারকাদের তারকা খ্যাতি থেকে রাজনীতি বনে যাওয়ায় তাদের রাজনৈতিক সাফল্য কদাচিৎ বলা চলে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় হয়েও ভালো কোন অবস্থানে আসতে পারেনি এমন তারকাদের তালিকা দিনদিন কেবল দীর্ঘায়িতই হচ্ছে। কদাচিৎ সাফল্য পেয়েও তারা যে রাজিনীতি শক্তি কাজে লাগিয়ে বিশেষ করে সংস্কৃতি এবং ক্রিয়া অঙ্গনে শক্ত এবং সামঞ্জস্য উন্নয়ন করছে তা খোঁজে পাওয়া দুস্কর বললেই চলে।
তারকারা রাজনীতিতেও তারকা না হওয়ার কারণ খুঁজতে গেলে দেখা যাবে, প্রথমটি হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ভাবে তারকাদের তেমন কোন শক্ত অবস্থান দেয় না বরং তারা শুধু তারাকাদের শাখের করাত অর্থাৎ বিজ্ঞাপন হিসেবেই কাজে লাগায়। অপরটি হচ্ছে, রাজনীতিতে জড়িয়ে পড়ায় বিশেষ করে বিনোদন জগতের বেশীর ভাগ তারকা ভুলেই বসেন তাদের আদর্শিক প্রতিষ্ঠিত হওয়ার স্থান কোথায় ছিলো। তাদের অনেকের ভ্রান্ত ধারণা এমন হয় রাজনীতি করলে বুঝি বিনোদন জগতের সব কাজ করা যাবে না পূর্বের মতো। কাজ কমিয়ে দেয়ার কারণে তারা একদিকে যেমন ভক্তদের হারান তেমনি প্রভাব পড়ে রাজনীতিতেও। ভক্তরা ভাবে এসব তারকার দিন বুঝি ফুরিয়ে গেছে। রাজনীতির লোকেরাও তখন সুযোগ নেন। ফলে দেখা যায়, তারকাদের রাজনীতির ভাগ্য মলিন হতে। তারকারা বড়জোর সংসদ সদস্য হওয়া অব্দি যার কারণে শক্ত কোন অবস্থানে গিয়ে পরিবর্তনের সুযোগ সংকুঞ্চিত হয়ে আসে।
এক্ষেত্রে আমাদের দেশের তারকাদের হিসেব-নিকেশে যেমন কিছুটা ভুল সিদ্ধান্ত আছে তেমনি আছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোরও। প্রয়োজন উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
মাকসুদ আলম মিলন বলেছেন: এই হলো অবস্থা তাই ন্যা..!!!
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভারতে সালমান খান, তার পরিবার , সারাজীবন রাজনীতির মিছিলে আগের কাতারে। টালিগঞ্জ এ দেব থেকে শুরু করে আরো অনেকেই আছেন রাজনীতিতে। ক্রিকেট খেলোয়াড় ও ধারাভাষ্যকার সিদ্দু পাজি না কি নাম? সেও কংগ্রেস নেতা।
আরো আছে আমেরিকা যখন নির্বাচন হল তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো।
১)দল গুলোর নেতারা এসব তারকাদের ব্যবহার করে। যাতে এদের অন্ধ ভক্তরা তাদের ভোট দেয়।
২)আবার এই তারকাদের অনেকে রাজনীতিতে প্রবেশ করে ভালো নেতাও হয়। আমার মতে দুইটাই সত্য।
তবে মমতাজ, হিরো আলম টাইপের জোকারেরা কোন দিন ভালো নেতা হবেনা।
যাই হোক তাদের রাজনীতি সম্পর্কে জ্ঞান কম থাকে। তাদের চেহাড়া, ইমেজ তাদের ভোট এনে দেয়
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
মাকসুদ আলম মিলন বলেছেন: এই চেহারা...ইমেজ লইয়া আমরা কই যামু...
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: বিখ্যাত আর্টিস্ট বেন হেইনের কোন আর্ট কি দেখেছেন??
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
মাকসুদ আলম মিলন বলেছেন: যিনি পেন্সিলে বাস্তব চিত্র তুলে ধরে বিখ্যাত হয়েছেন..????
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
আমাদের সিনেমা ফ্রি দিলেও কেহ দেখতে চাহে না; তাই ভাবছি, সিনেমা জগতের কারো মাথায় মগজ টগজ আছে নাকি!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
মাকসুদ আলম মিলন বলেছেন: মগজ টগজ কি রাজনীতিবিদদের আছে নাকি সন্দিহান .সুতরাং মন্তব্যটা সাংঘর্ষিক !!!
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
পবন সরকার বলেছেন: "ফাইট্টা যায়" গানের মমতাজ আর "মারছক্কা" হিরো আলম এর জন্য উপযুক্ত।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
মাকসুদ আলম মিলন বলেছেন: উপযুক্ত তো বটেই...সেই সাথে মারছক্কায় ফাইটা যাওয়ায় রাজনৈতিক প্রচারণা এখন তুঙেগ..।!!!
৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮
সাইন বোর্ড বলেছেন: কে যে কখন কিভাবে কার দ্বারা ব্যবহার হচ্ছে- বোঝা মুশকিল !
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
মাকসুদ আলম মিলন বলেছেন: সব মুশকিল আসান করে আমাদের দেশের রাজনৈতিক বর্গরা!!!
৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের রাজনীতিবিদরা জানে না আসলে এমপি'র কাজ কী। সবাই জনপ্রিয়তাকেই পুঁজি করছে...
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
মাকসুদ আলম মিলন বলেছেন: সেটাই হচ্ছে আমাদের বড় সংশয়..বড় আশঙ্কার দিক এখন....
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
হাবিব বলেছেন: তারকারা রাজনীতিতেও তারকা নাকি শুধুই বিজ্ঞাপন ? দলকানা কেউ তারকা হতে পারে না...... যেকোন দলে নির্বাচন করলেও সৎ পথে থাকলে হতে পারে