নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

বাবা। (ছোট গল্প)

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৩







সকাল থেকেই কাইকরের মা তাড়াহুড়ো করে সবকিছু করছে। করবেই না বা কেন! আজ কাইকরের বাবার জন্মদিন বলে কথা।ছোঁট বেলা থেকেই কাইকর দেখে আসছে,বাবার জন্মদিনে মা নিজ হাতে সব করেন আর মায়ের জন্মদিনে বাবা নিজ হাতে সব করেন। তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। কাইকর কখনো তাদের ঝগড়া করতে দেখেনি।আজকে ওর বাবার চল্লিশ তম জন্মদিন। এখনো তাদের দুজনকে ইয়াং কাপল বলা চলে।কাইকরকে অনেক ভালোবাসে তারা দুজন। কাইকর সাহেবও তাদের স্বপ্ন পরুণে ব্যস্ত। জন্মদিনের সময় ওদের বাসায় হরেক রকমের আয়োজন হয়।কাছের সব মানুষজন ফুলের তোরা হাতে নিয়ে এসে শুভ কামোনা জানাই। প্রতিবছর এই দিনে ভালোই আনন্দ -আমেজে কাটাই ওরা। কেক কাটে তিনজন মিলেই। ভালোবাসা কি? কাইকরদের পরিবারকে দেখলেই বুঝা যায়।তবে,মজার বেপার হলো,বাবা-মায়ের জন্মদিনে লাভের শিখিটা কাইকরের খাতায় এসেই জমা হয়।ওর জন্য বড় কোন গিফট উপহার হিসেবে থাকে।এক কথায় সুখী একটা পরিবার।

এতক্ষণ যাবত উপরে যা পড়েছেন তা সবই সত্য।শুধু কাইকরের বাবা নেই আজ।দুবছর আগে রোড এক্সিডেন্টে মারা গেছে। এক্সিডেন্টা খুবই জঘন্য ছিল।হাত,পা গুলো ছড়িয়ে ছিটিয়ে ছিলো রাস্তার মধ্যে। তবে সেটা কাইকরকে বাঁচাতে গিয়েই।সেদিন ছিলো কাইকরের মায়ের জন্মদিন। তাই নিজ হাতে বাজার করতে এসেছিলো বাপ-বেটা। তবে সেটা আজ কাল হয়ে ওদের পরিবারকে কুড়ে-কুড়ে খাচ্ছে।
কাইকরের বাবার জন্মদিন আসলেই ওর মা পাগলের মতো আচরণ করে।যে মানুষটার মুখে সবসময় হাসি ফুটে থাকতো। সে আজ নিশ্চুপ হয়ে দিন গুণে কাছের মানুষের কাছে যাওয়ার জন্য।বিধবা নারী জানে কাছের মানুষকে হারানোর ব্যাথা।কাছের মানুষদের কেউ কখনো হারাতে চাইনা।যদি রেখে দেওয়া যেতো তবে হয়ত আজ কেউ আর এই জগৎ ছাড়তে পারতো না। এই পৃথিবীতে যার কেউ নেই, তারও একজন আছে। চোখ ভিজিয়ে তারপরেও বাবার জন্মদিনের কেক কাটে কাইকর। শুধু আগের মতো বাসার মধ্যে সব মানুষের আগমন নেই। নেই সেই কাছের মানুষগুলো। নেই বাবার মুখের অট্রহাসি। কাইকর ওর মাকে নিয়েই "শুভ জন্মদিন" বলে কেকের মধ্যে ধারালো ছুড়ি ঢুকিয়ে নিজের বুকের মধ্যে থাকা পাথরটাকে আরো বেশী শক্ত করে।কেক আছে, সব আছে, শুধু নেই আজ বাবা।এখন আর কেউ এই দিনে কাইকরকে বড় কিছু গিফট করে না। রোজ বিকেলে পুকুরপাড়ে আর গোধূলির রোদ শরীরে মাখতে যাওয়া হয়না।হয়না আর একসাথে বসে খাবার খাওয়া।কেউ আর কাইকরকে আলাদাভাবে মাছের বড় টুকরো টা প্লেটে তুলে দেইনা।

হয়ত কাইকরের মতো কাইকরের বাবা আজ তাদের অনেক অনুভব করছে। হয়ত আজ সে খুব রহস্যময় জায়গাতে বসে জন্মদিনের কথা ভাবছে! যেখানে আরো ভালো আত্মরা শেষ বিকেলে বসে দাবা খেলতে খেলতে ফেলা আসা পৃথিবীর সুখ-দুঃখের গল্প করছে। সেখানে হয়তো খুব জমাট আড্ডার মাঝে কাইকরের বাবা বলে বসবে, "জানি কথাটা লজিক্যাল না,তবে আমার আদুরে সন্তানটা হয়ত আমাকে অনেক অনুভব করছে।যেন ঘনকুয়াশার দেশে এক টুকরো আশীর্বাদের রোদ ভেসে ভেসে উপড়ে আসার মতো।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ম্যান?
সব গল্পের নায়ক কায়কর না ফায়কর??X(

কায়করের রহস্য কি???B:-)

২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৫

কাইকর বলেছেন: ভাই গল্প পড়ে কেমন লাগলো সেটা বললেন না কিন্তু! আচ্ছা এরপর থেকে কাইকর থাকবে না। আপনার নাম থাকবে।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৫

সনেট কবি বলেছেন:





কাইকর
অনাচার দূর করে পুড়ে সব ছাঁইকর।
এখনো আকাশ ঘোলা, মেঘে মেঘে কাটে বেলা, কেরে করে অবহেলা, আগাছা গজাতে দেয় সমাজের গায়
হায়
সমাজটা নষ্ট করে কেরে দিতে চায়?
ঢাল তেল জ্বাল আগুন
পুড়ে পুড়ে ছাঁইকর যত আছে খল, কেড়ে নাও ওদের যা আছে সম্বল।
অবশেষে দেখা চাই
এ দেশের ঘরে ঘরে কার কার বিবেক ও আক্কেল নাই।
ঘুরা চাকা
তেড়ে মেরে সোজা কর যত আছে আঁকা বাঁকা।
ক্ষুরে দিয়ে শান
ক্লিন করে ফেল সব সমাজের অপমান!

২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৭

কাইকর বলেছেন: আহা.....মন ভড়ে গেল। প্রেমে তো পড়েছি অনেক আগেই। এখন কিসে পড়বো ভাবতেছি সনেট কবি।

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৫

আবু রায়হান ইফাত বলেছেন: ভালো থাকুক ওপাড়ে চলে যাওয়া সব বাবারা।

বানানগুলো একটু দেখে নিয়েন

তাড়া < তারা
পরুণে < পূর্ণে/ পূরণে
বাস্ত < ব্যস্ত
তোরা < তোড়া
কামোনা < কামনা
বেপার < ব্যাপার
উপড়ে < উপরে
মানুষ্টার < মানুষটার
গোনে < গুণে
নাড়ী < নারী
শরীল < শরীর

২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৮

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে। মোবাইল দিয়ে টাইপ করি তাই এই সমস্যা সবসময় হয়।

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১২

মিজানুল আজম বলেছেন: আবু রায়হান ইফাত ভাইকে ধন্যবাদ বানানগুলো ঠিক করে দেয়ার জন্য!! লিখাটা পড়তে গিয়ে বানানগুলো মাথা খারাপ করে দিচ্ছিলো!! কাইকর ভাই দয়া করে বানানের প্রতি যত্নশীল হোন !!

২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৪

কাইকর বলেছেন: ভাইজান এখন থেকে ঠিক থাকবে।তবে,গল্পটা কেমন হয়েছে বললেন না কিন্তু!

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: এটা যেন স্রেফ গল্পই হয়।
বাস্তব এরকম যেন না হয়।

লেখার পর পোষ্ট করার আগে একবার চোখ বুলিয়ে নিবেন। তাহলে ভুল গুলো সংশোধন করা সহজ হয়।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বানান ভুল আমি ধরি না।
তবে গল্পে কায়কর নামটা বেশী হয়ে গিয়েছে!
মাঝেমাঝে সর্বনাম বসাতে হবে,

@"তবে সেটা কাইকরকে(তাকে) বাঁচাতে গিয়েই।সেদিন ছিলো কাইকরের(তার) মায়ের জন্মদিন!
......

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৬

কাইকর বলেছেন: আচ্ছা ভাইজান।

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪০

রসায়ন বলেছেন: বাংলাদেশ এর মতো সড়ক দুর্ঘটনা প্রবণ দেশের পরিস্থিতির সাথে খুবই মিল আছে আপনার গল্পটার।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫০

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫০

পবন সরকার বলেছেন: গল্প মন্দ নয়, তবে বানানের দিকে একটু খেয়াল রেখো।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫১

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ঠিক আছে ভাই।ধন্যবাদ আপনাকে

৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫৭

স্ব বর্ন বলেছেন: গল্প সুন্দর তারিফ করার মত।বানানের দিকে খেয়াল দিবেন প্লিজ।

২৫ শে মে, ২০১৮ রাত ১:১৫

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে ……
তবে গল্পের দোষ ত্রুটির কথা মন্তব্যে সবাই জানিয়ে দিয়েছে

২৫ শে মে, ২০১৮ রাত ১:১৬

কাইকর বলেছেন: হুম ভাই।

১১| ২৫ শে মে, ২০১৮ সকাল ৮:১২

আবু তালেব শেখ বলেছেন: আপনি বয়স অনুপাতে ভালো লেখক। তবে আপনি দুদিনেই কিভাবে সেইফ হলেন? যেখানে জনপ্রিয় ব্লগারদেরও ৩/৬মাস পর্যবেক্ষনে থাকতে হয়। খুবই রহস্যজনক কাইকর সাহেব।

ধারনা করছি কাভা ভাই আপনার পরিচিত অথবা আত্মীয়? নাহলে এরকম সহজে প্রথম পাতায় আসা অসম্ভব

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

কাইকর বলেছেন: হা হা হা।কাবা ভাই কে? আপনার কথা কিছু বুঝলাম না।

১২| ২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৪০

আবু তালেব শেখ বলেছেন: মনে কষ্ট নিয়েন না লেখক,কৌতুহল বঃশত প্রশ্ন করলাম। কাল্পনিক ভালবাসা,,, মাননীয় মডারেটর।
সংক্ষেপে কাভা।

দুই দিনে নিরাপদ ব্লগার হওয়ার রহস্য কিন্তু অধরায় থেকে যাচ্ছে।

২৫ শে মে, ২০১৮ সকাল ১১:১৬

কাইকর বলেছেন: হয়তো বা।

১৩| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:২২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৯

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১০

আসিফ ইকবাল তােরক বলেছেন: দুঃখের গল্প। চরিত্রের নাম গুলো পরিবর্তন করা অতীব জরুরী। নাহলে নামের কারনে লেখা একঘেয়েমী চলে আসবে।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬

কাইকর বলেছেন: আচ্ছা নাম বদলে দিবো।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: সড়ক দুর্ঘটনা সুখের সংসারে আচমকা দুঃখের অমানিশা ডেকে আনে।
সনেট কবির অসনেট কবিতাটা ভাল লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

কাইকর বলেছেন: ভালবাসা প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.