নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার কি তবে কোন মূল্য নেই??????

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৫


বৈবাহিক সম্পর্ক ছাড়া বাচ্চা জন্ম নিলে তাকে বাস্টার্ড চাইল্ড কেন বলা হবে?

ভালোবাসার কি তবে কোন মূল্য নাই?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৬

হাঙ্গামা বলেছেন: অবশ্যই আছে। সেই মুল্য দিয়েই তো বাষ্টার্ড চাইল্ড কিনবেন। :-P

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

কাইকর বলেছেন: কেন? তাদের কি অন্যভাবে দেখা যায় না???

২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২

রসায়ন বলেছেন: বৈবাহিক সম্পর্ক ছাড়া বাচ্চা জন্ম নিলেও যদি তার বাপ ওই বাচ্চাকে পোলাপান হিসেবে স্বীকৃতি দেয় তাইলেই তো আর বাস্টার্ড হওন লাগে না।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৪

কাইকর বলেছেন: হুম ঠিক বলেছেন। তারপরেও এই সমাজের অধিকাংশ মানুষ তাদের ওই নামেই ডাকে।

৩| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যা অবৈধ তা অবৈধই। ভালবাসার নাম করে তাকে বৈধ করা যায়না।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

কাইকর বলেছেন: আমার প্রশ্ন :তাহলে কি কোন ভালবাসার দাম নেই বা মূল্য নেই????

৪| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১

কানিজ রিনা বলেছেন: ভালবাসার মুল্য তখনই থাকেনা যখন
পিতা সন্তানকে অশিকার করে।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৪

কাইকর বলেছেন: হুম সেটা ঠিক। তবে, সেই সকল বাচ্চাদের কেন বাস্টার্ড চাইল্ড বলা হবে??

৫| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:০২

কামরুননাহার কলি বলেছেন: এর উত্তর আমার জানা নাই ভাইয়া।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৪

কাইকর বলেছেন: হুম।

৬| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৭

নতুন নকিব বলেছেন:



বৈবাহিক সম্পর্ক ছাড়া যা হয়, তাকে ভালবাসা বলা অন্যায়। তাকে নিছক নোংড়ামো বলা যেতে পারে। নোংড়ামোর জন্য আর কীইবা মূল্য আশা করা যেতে পারে?

ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

কাইকর বলেছেন: আপনি আপনার মত আর আমি আমার মত। আমার জায়গা থেকে বৈবাহিক সম্পর্ক ছাড়া বাচ্চা জন্ম নেওয়াটা কে বাস্টার্ড চাইল্ড হিসেবে আখ্যা দেওয়া ভুল।

৭| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: এটা আবার কি রকম পোষ্ট?

সিরিয়াস হোন।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২২

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

সিগন্যাস বলেছেন: ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বৈবাহিক সম্পর্ক ছাড়াই অনেকে বাচ্চা নেই।তাদের বাস্টার্ড বলা হয়না।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

কাইকর বলেছেন: হুম ঠিক বলেছেন।

৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:১৮

আলআমিন১২৩ বলেছেন: আমি জানিনা এ মন্তব্যটি আমার জন্য মানানসই কিনা?(আমার বয়সের কারনে হেসিটেসন)।

বিয়ে হলেই কি প্রেম হয়? ভালবাসা হলেই কি পরিনতি সেক্সে গড়ায়?

২৫ শে জুন, ২০১৮ রাত ১:৩৮

কাইকর বলেছেন: বুঝলাম না।আমি কি প্রশ্ন করেছি সেটা দেখে মন্তব্য করুন

১০| ২৬ শে জুন, ২০১৮ ভোর ৪:৪২

নিশি মানব বলেছেন: অপশ্যই মুল্য আছে। তবে সেটা বিধিমোতাবেক।

আপনি যদি এমনটা বলেন, তাহলে একজন বখাটেওতো সেটা বলতে পারে।
সে যখন একজন মেয়েকে টিজ করে, তখন তার যুক্তি থাকে ভালবাসা।
বদরুল, কামরুল, হায়দার। একজন এসিড নিক্ষেপকারী, একজন কোপানী, আরেকজন ধর্ষক।
প্রত্যেকেই যুক্তি পেশ করে, এটাই তাদের ভালবাসা। ভালবাসার বহিঃপ্রকাশ।

একজন ফাইভ পড়ুয়া ছেলে যদি বলে, এখন থেকে আমি ডাক্তার। এই বলে সে একটা চেম্বার খুললো। রোগী দেখা শুরু করলো। প্রেসক্রিপশন দিতে লাগলো। সমাজ কি মানবে? কখনোই না। কারন তার ডিগ্রী নাই। যোগ্যতা নাই। এভাবে সে যদি নিজেকে ইন্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বলে দাবী করে, কেউ কখনোই মানবেনা। কারন সে মাত্রই ফাইভ পড়ুয়া। ঐ পর্যায়ে যেতে তাকে আর বহু পথ পাড়ি দিতে হবে।

ট্রেড লাইসেন্স ছাড়া কোন পন্য বিক্রি করতে গেলে সরকার এবং আইন রক্ষক সেটাকে অবৈধ হিসাবে গন্য করবে। বিএসটিআইর সার্টিফিকেট ছাড়া দুনিয়ার যে কোন পন্য অবৈধ। বিএসটিআই কিংবা ড্রাগস লাইসেন্স ছাড়া যে কোন কেমিক্যাল বা ট্রিটমেন্ট আইনত দন্ডনীয় অপরাধ। কেন ভাই?

প্রতিটা জিনিসের একটা যুক্তি আছে। নিয়ম কানুন আছে। চেইন অব কমান্ড আছে। সেটা ভঙ্গ করলেই সমাজ ব্যাবস্হা ভেঙ্গে যায়। পরিবেশ এলোমেলো হয়ে যায়। বিশৃংখলা সৃষ্টি হয়। আপনি যে প্রশ্ন তুলেছেন, সেটা হাজার বছরের প্রশ্ন। কিন্তু ঘুরে ফিরেই ঐ একটা ম্যানেজমেন্টের আন্ডারে চলতেছে সমাজ।

আপনি যেই ধর্মে যাননা কেন, সব ধর্মীয়নুসারীরা এই একটা কথা বলবে। কারন এটাই ধর্মীয় বিধান।
এর বিপরীতে গেলে হয়তো কেউ কিছু বলবেনা। প্রশ্নও তুলবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.