নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

কাচের আয়না!!

২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬


ছবি: আমাদের একটি নাটকের শুটিং এর সময় মোবাইল দিয়ে তুলেছিলাম।

কাচের আয়নাটার মনটা অনেক ভালো। ওর মধ্যে নেই ছোট- বড়,ধনী ও গরিবের বিভেদ। যে যায় ওর সামনে তাকেই ও সাধুবাদ জানায়।

কে বড়,কে ছোট কোন কিছুই দেখে না ও। ও শুধু আপন মনে ভেসে বেড়াই ওর রাজ্যে। ও কারো মাঝে হাসি হয়ে আসে আবার কারো মাঝে দুখজ্বালা সাগরের পানির বন্যা বয়ে নিয়ে আসে। তবে ও স্বার্থপর নয়।
সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয় ও। কাউকে একবারের জন্যও মানা করে না। ও শুধু নিশ্চুপ হয়ে দেখে। ওর মধ্যে নেই হিংসা, নেই অহংকার। পৃথিবীর নিকৃষ্ট বস্তুর যে দাম ওর কাছে, ঠিক একই দাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত বস্তুর(প্রাণী) । ও সবার থেকে আলাদা।

সবার সুখ দুঃখ ভাগ করে নেওয়াই যেন ওর কাজ। কখনও প্রচন্ড হাসি আবার কখনও প্রচন্ড কান্না সবকিছুই ও শয়ে নিতে পারে। ওর কাছে পুরো পৃথিবীটাই এক। যে যেভাবে জ্বলে তাকে ও সেভাবেই জ্বালায়। ও কাউকে কম বা বেশী দেয় না। কারণ - ও স্বাথপর না। যে যেভাবে ওর সামনে হাজির হয়। ঠিক সেভাবেই তাকে সম্মান করে। খুব অদ্ভুত ও।
আরো অনেক কথায় বলা যায় ওকে নিয়ে।
দিনশেষে ও একটি ছোট্ট.....কাচের আয়না।

আমার একটাই প্রশ্ন........
তবে মানুষ কেন নয়?????

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১০

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০১

মোছাব্বিরুল হক বলেছেন:
সত্যিইতো!

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১০

কাইকর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ

৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৯

শাহাদাত নিরব বলেছেন: মানুষের মধ্যে হিংসা টা সবচেয়ে বেশি প্রবন।
ভালো লিখেছেন । +

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়

৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়

৫| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

সিগন্যাস বলেছেন: মনে হচ্ছে কবিতা লিখেছেন।আসলেই।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

কাইকর বলেছেন: কবিতা কিভাবে লেখে জানি না।তবে লেখছি একটা কিছু

৬| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো।

শুভ কামনা রইল।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০০

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭

ভুয়া মফিজ বলেছেন: সুন্দর লেখা, ভিন্নধর্মী।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৮

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

৮| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

কাইকর বলেছেন: কেমন পড়লেন?

৯| ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৫:১৯

অক্পটে বলেছেন: সুন্দর। ভিন্নধর্মী। অটুট সত্য তুলে ধরেছেন। আপনি ভাবালেন, আপনার মতো করে ভাবা হয়নি আগে।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.