নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

"ম" বর্ণ ও তারা।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৬


'ম'- তে মামুন। ‌‌'ম' তে মাশরাফি, মুশফিক, মোস্তাফিজ, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, মিরাজ, মামুনুল, মাবিয়া, মেসি- আরো কতশত জিনিয়াস যে রয়েছেন তা বলে শেষ করা যাবে না। আপনারা হয় তো কমেন্ট করতে পারবেন ম তে মদনও।


কিন্তু মদন মানে জানেন? মদন মানে প্রেমের দেবতা।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০১

আহমেদ জী এস বলেছেন: কাইকর ,





"ম" তে তো মফিজ ও হবে B:-/ :D :(

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৩

কাইকর বলেছেন: হুম। আবার "মা" হয়। আরেকটু ভেবে দেখেন।

২| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০২

অর্ক বলেছেন: মদন নামের বহু বিখ্যাত ব্যক্তি রয়েছে। ভারতীয় হিন্দুদের একটা প্রচলিত নাম। মদন মোহন (সুরকার), মদনমোহন তর্কালঙ্কার (বাঙালি সাহিত্যিক), মদন লাল (ক্রিকেটার) ইত্যাদি।

এরপর "অ" দিয়েও দেখবেন এরকম কোনও পোস্ট দেয়া যায় কিনা?

অপেক্ষায় থাকলাম।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ম তে- "মা" আর ইসলাম ধর্মের মক্কা-মদিনা ও ইত্যাদি।

৩| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৪

অর্ক বলেছেন: ওহ হো শুভেচ্ছা জানাতে ভুলে গেছি!

পোস্টদাঁতাকে অনেক শুভেচ্ছা জানাই এরকম তথ্যবহুল পোস্টের জন্য।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৬

অর্ক বলেছেন: মজনু’ও হয়।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮

কাইকর বলেছেন: হা হা হা। প্রেমের রাজা

৫| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: জী মদন হিন্দুদের এক দেবতার নাম।
তিনি কাম ও প্রেমের দেবতা। বিশ্বাসী ধার্মিক হিন্দুরা তাঁকে ভক্তি করেন।
মদন শব্দটির আরো একটা ব্যবহার প্রচলিত রয়েছে, কাইকর ভাই হয়তো সেই অর্থেই ইঙ্গিত করেছেন। সেটা কিন্তু ধর্মবিশ্বাসকে আঘাত করার জন্য কেউ বলে না। যদিও তা মদন দেবতার বিশেষণ দ্বারা প্রভাবিত।

কেউ যখন কোন কাজে ব্যর্থ হয় বা হতে থাকে, তখন ওই ...... টুকুই হয়তো তার দ্বারা সম্ভব, এ থেকে তাকে মদন নামেই ভূষিত করা হয়। ধর্মের বিরোদ্ধে উস্কানির জন্য না।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:১১

কাইকর বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

৬| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩০

অর্ক বলেছেন: উহ, আমার প্রিয় বাল্যবন্ধু "মোজাদ্দেদ" কে খুব মনে পড়ছে পোস্টটি পড়ার পর থেকে। কিন্তু দুর্ভাগ্য যে ও বিখ্যাত কেউ নয়, হতে পারেনি। তবে ওর চাচা বিখ্যাত অভিনেতা ডা: এজাজুল ইসলাম, একেবারে নিজের চাচা।

"মাহাথির" মোহাম্মদ (মালয়েশিয়া)। কিছুদিন আগেই মালয়েশিয়ান ভোট ও তাঁকে নিয়ে দারুণ টানাহ্যাঁচড়া চলছিল ব্লগে। এক মদন মালয়েশিয়ান ব্লগই বানিয়ে বসেছিল, "মাহাথির সকালবেলায় লাক্স সাবান দিয়ে গোসল করেছে" মার্কা পোস্ট দিয়ে দিয়ে।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩

কাইকর বলেছেন: হা হা হা। এরকম তো অনেক আছে।বাংলা নাটকে : মোসারফ করিম। বাংলা চলচ্চিত্র: মান্না।
আবার তো ম্যারাডোনা।

৭| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪০

পবন সরকার বলেছেন: গালি হলেও মদনের আভিধানিক অর্থ ভালো। ধন্যবাদ

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪১

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকেও পবন ভাই

৮| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪১

স্রাঞ্জি সে বলেছেন: ম'য়ের জয় হউক।
দুঃখিত প্রথমে।
ম দিয়ে এইও হয় মা*ী....

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪২

কাইকর বলেছেন: হুম। আমিও দুঃখিত। ধন্যবাদ আপনাকে

৯| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নাম বাদে ও



ম তে
মুসলিম, মুমিন, মসজিদ! :)

মন্দির
মিস্টি
মৎস
মন

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৬

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন আরো অনেক কিছু আছে। যেমন: মণ্ডল

১০| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৫০

আবু তালেব শেখ বলেছেন: মদন বলতে আমরা বুঝি ভোলাভালা আবুল টাইপের লোক। এখন যেহেতু জানলাম দেবতা বা কাম দেবতা,, তাহলে এখন মদন বলার আগে একশবার ভাবতে হবে যদি সাম্প্রদায়িক সম্পৃতি খর্ব হয়।।।।।।।।।।

হিন্দু কবি, মহা ব্যাক্তিত্যর নাম আসলো কিন্ত, মা, মক্কা,মদিনা, এটা বলতে আমাদের লজ্জা লাগে। কারন তাতে যদি,,, ,,,,,,,,,,,,,,,,,

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৫২

কাইকর বলেছেন: তাতে যদি কি?????????

১১| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি এটাই শুনতে চেয়েছিলাম..:D


তবে, মন্ডল(ন+ড)

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৩

কাইকর বলেছেন: হুম। আমিও আপনার মন্তব্য পাবার আশায় ছিলাম ল

১২| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২০

আবু তালেব শেখ বলেছেন: তাতে যদির মানে নিজো জ্ঞানে বুঝতে হবে লেখক। যদিও আপনার লেখা কে উদ্দেশ্য করে বলিনি।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৪

কাইকর বলেছেন: সাহস করে বলুন। এভাবে মন্তব্য করার চাইতে না করাটাই ভাল। ভয় পেলে মন্তব্য করবেন না তাতে করে নিজে আরো ছোট মনের মানুষের পরিচয় দেন।

১৩| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভাই,কাইকর, ম এর বিভিন্ন নাম শুনলাম। তবে জীবনে বিশেষ তিনটি ম অন্ধকারে টেনে নিয়ে যায়। মদ, মাংস ?। তিন নম্বরটা সবাট জানে।

শুভ কামনা রইল।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১

কাইকর বলেছেন: হুম সুন্দর বলেছেন প্রিয় ভাই

১৪| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনন, মায়াবী, মনোরম, মুহাব্বত, মিলন আর কত কিছুই ম দিয়ে হয়।

আপনার আসল নাম ও আমার নাম ও ম দিয়েই।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১

কাইকর বলেছেন: হুম ভাইজান। ধন্যবাদ মন্তব্য করার জন্য

১৫| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৪

সিগন্যাস বলেছেন: পোষ্টের চেয়ে কমেন্টগুলি জটিল।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

কাইকর বলেছেন: হুম। আপনিও একটু জটিল করে মন্তব্য করুন।অপেক্ষায়।

১৬| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

সিগন্যাস বলেছেন: আপনার প্রতিউত্তরের গতি দেখে আমি মুগ্ধ।আপনি প্রচুর সময় ব্লগে ঢালেন

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

কাইকর বলেছেন: ফেসবুকে বেশী সময় দেই না আর।এখন ব্লগেই থাকা হয় সময় পেলে। তবে,আপনার জটিল মন্তব্য পেলাম না।

১৭| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৫

আশমএরশাদ বলেছেন: ম তে মুজিব (বঙ্গবন্ধু) । ম তে নাইজেরিয়ার মুসা। :)

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন।এগুলা আমার ভাবনায় ছিল।

১৮| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ম তে মা।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৫

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন রাজীব নুর ভাই।

১৯| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ম তে সব চে‌য়ে সেরাটা হ‌লেন মা।

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:১৩

কাইকর বলেছেন: হুম সাজ্জাদ ভাই।

২০| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০০

নতুন নকিব বলেছেন:



'ম' উপাখ্যান ভাল লাগলো। মন্তব্য প্রতিমন্তব্যগুলো দেখলাম।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:২০

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই

২১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: মামুন!!
ম' তে আমি ও !!! :``>>

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪০

কাইকর বলেছেন: হা হা হা।
ঠিক বলেছেন আপনিও তো একজন গুণী ব্লগার

২২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

অর্থহীন জ্ঞানী বলেছেন: ম তে মুরুব্বী ও হয়,,,,,,

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

কাইকর বলেছেন: কথা সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.