নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

"আমার প্রথম সন্তান " ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯


২০১৯ এর বইমেলায় "বাবুই প্রকাশনী" থেকে নতুন, অপ্রকাশিত বেশ কিছু লেখা নিয়ে প্রথম গল্পগ্রন্থ বের হচ্ছে।
বইয়ের নাম নিচের তিনটি অপশন থেকে পছন্দ করে বলেন বা তার বাহিরেও বলতে পাড়েন।
১ - " আমি সে ও মাধবীলতা "?
২- " কাইকর "?
৩ - " আমার মাধবীলতা "?

বইটা খুব যত্ন নিয়ে শেষ করবো। মায়ের মতো ভালো যেকোন কিছুকে যত্ন নিয়ে গড়বার বিধান আছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

মৌরি হক দোলা বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল :)

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

কাইকর বলেছেন: নাম কোনটি দেওয়া যায়???

২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা রইল। আমার প্রথম পছন্দ 'কাইকর' আর দ্বিতীয় পছন্দ 'আমি সে ও মাধবীলতা'। আপনি প্রমিসিং রাইটার। ৩ নাম্বার নামটা খুবই কাঁচা হবে আপনার জন্য।

কিছু মনে করবেন না। আপনাকে একটা পরামর্শ দিতে চাই। অনেক জায়গাতেই আপনাকে অনেকে বলেছেন কিন্তু কোনো পরিবর্তন লক্ষ করি নি বলেই আমি কথাটা বলছি। ব্লগিং কিংবা অন্য যে-কোনো পাড়ায়ই বিনয় জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আরো বেশি করে আয়ত্তে আনার চেষ্টা করুন আর তা ধরে রাখুন। এ গুণটা আপনার কমেন্ট ও তার রিপ্লাই থেকেই পরিস্ফুট হবে।

অনেক অনেক শুভকামনা থাকলো।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন। ভালবাসা নিবেন।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: নাম প্রথমটাই ঠিক আছে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি।

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১০

লাবণ্য ২ বলেছেন: শুভকামনা রইলো!

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয়। নাম বলে সাহায্য করলে খুশি হতাম।

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

মাহের ইসলাম বলেছেন: শুভ কামনা রইল।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

কাইকর বলেছেন: ভালবাসা ভাই। নামটা বললে খুশি হতাম।

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন র'লো!
এই তিনটে অপশনের বাইরে গিয়ে কোন কিছু বলা সম্ভব হচ্ছেনা, কারণ গল্পগুলো কী নিয়ে লেখা তা জানা নেই। আপনার দেয়া তিনটে অপশনের মধ্যে প্রথমটাই মনে হয় ভাল হবে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় বড় ভাই। ভালবাসা রইলো।

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথম টাই ভা‌লো হ‌বে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

কাইকর বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

৮| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: প্রথমটাই ভাল হবে মনে হচ্ছে

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় ইমন ভাই। ভালবাসা নিবেন।

৯| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কোন কথা হবেনা !!
১ - " আমি সে ও মাধবীলতা "?

তবে ঘুরিয়ে বলতে পারেন
]sb]আমি মাধবীলতা ও সে

শুভকামনা রইলো মাধবীলতার জন্য,
নিপাত যাক সে !

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।

১০| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৭

টুনটুনি০৪ বলেছেন: প্রথম নামটা ঠিক আছে। আপনার বইয়ের অপেক্ষায় থাকলাম।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

কাইকর বলেছেন: প্রথম নামটি সিলেক্ট করা হয়েছে

১১| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১১

মিখু হোসাইন তিতু বলেছেন: ১ নম্বর টাই শ্রেয়,,,,

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২

কাইকর বলেছেন: হুম। ধন্যবাদ মন্তব্য জানানোর জন্য।

১২| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন: jকাইকর মানে কি✌✌✌✌?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২

কাইকর বলেছেন: জানি না। এটা আমার গল্পের চরিত্রের নাম।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: আপনার দেয়া নামগুলো পছন্দ হয়নি৷
আর গল্প না পড়ে নাম দেয়ার উপায়ও নেই।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

কাইকর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

পেটুকরাজা বলেছেন: * কাইকর এর চটি সমগ্র *=

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

কাইকর বলেছেন: বাহ.....ধন্যবাদ

১৫| ২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৩

সোহানী বলেছেন: অনেক শুভকামনা।

"আমি সে ও মাধবীলতা" নামটা বেশী পছন্দ হয়েছে। তবে বইয়ের নাম নি:সন্দেহে গল্পের ভিতরের অংশের সাথে মিল হওয়াই উচিত, তাই নয় কি............

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৫

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন সোহানী আপু।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: অটোগ্রাফ সহ বইটি সংগ্রহ করার ইচ্ছা আছে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

কাইকর বলেছেন: ভালবাসা রইলো ভাই।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ নং টা সুন্দর।

মাধবীলতার জন্যে , তুমি এক ফুল মাধবীলতা, অতপর ঃ মাধবীলতা ও রাখতে পারেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

কাইকর বলেছেন: বাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.