নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

ভন্ড কাইকর। ( ছোট গল্প)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬


এক জীবনে প্রেমের খেলা খোলা আকাশের বোকা বাতাসে মিশিয়ে দিয়েছি তেত্রিশটি। আমার এসব প্রেমলীলা আকাশের বায়ুকে দূষণ করছে। নীল আকাশের ডানা মেলা পাখি গুলো এখন নাক ছিটকায় আর কুহু কুহু গলায় আমাকে বলে, শালা তুই কাইকর।এক জীবনে ভালো হবি কবে!

মাধবীলতা! ওর জীবনটা বুড়িগঙ্গা নদীর ঘোলা পানিতে ভেসে বেড়ানো কচুরিপানার মতো। দেখতে দিব্বি মাধুকরী! নাক না ওঠা ইলিশের প্রথম সন্তানের মত। তাকে দেখলে বুড়ো জেলেগুলো ডুবে মরে, মাঝিগুলো বেঁচেও মরে! ঠোঁটের দেড় ইঞ্চি নিচে ছোট্ট কালো জিরার মত দেখতে একখানা তিল। হয়তো কায়দা করে শাহবাগের কোন দোকান থেকে কিনে জাদুকরী ভাবে লাগিয়েছে।

আমার নাম কাইকর। খোলা আকাশে প্রেম উড়ানো মানব আমি। আমার উড়ানো প্রেমের গন্ধ এখন আকাশে বাতাসে! নগরীর আট-দশটা সহজ সরল আলাভোলা টাইপের দেখতে মানুষ আমি। আমাকে দেখে ভদ্র সমাজের অভদ্র মানুষ ভদ্র হয়ে যায়।

মাধবীলতার সঙ্গে সম্পর্কটা হয় মরুভূমিতে পানি আসার মত! এক লাল-নীল সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদের কার্নিশে বসে মিছেমিছি বিশাল সাইজের সাদা থালার মতো দেখতে চাঁদের সঙ্গে কথা বলছি। কিছুটা ছিটগ্রস্ত মানুষের মত। কিছু প্রেমিক পাখি পাশের বিল্ডিং এর পাশ দিয়ে উড়ে যাবার সময় আমাকে ভদ্র গলায় অভদ্রভাবে বলে যায়, "তোর মত চারাল মানব দেশে একটাও নাই রে শালা। তোর জন্য হালকা প্রেম করেও শান্তি পাচ্ছি না কোথাও! সব জায়গায় গন্ধ। আকাশের শহরটাকে তুই কান্নায় ভাসিয়ে দিচ্ছিস। তুই শালা মরলে চোর হবি।" আমি শুনে ফিক করে দাঁত বের করে হেসে দেই। পাশের বেঞ্চে বসা ছিল সুন্দরী রমণী মাধবীলতা। সমস্ত কিছুকে নিস্তব্ধ করে দিয়ে সে আমাকে পাগল বলে ডাকে মানুষের ভিড়ে। আমি সহজ সরল একটা কষে হাসি দিয়ে তার চোখের দৃষ্টির মাঝ-বরাবর গিয়ে দাঁড়াই।
সে আমাকে বিনয়ী গলায় অনুরোধ করে তার পাশে গিয়ে বসতে। আমি তার মনকে ছিনিয়ে নেবার জন্যে দুটো কোলড্রিংস অর্ডার করি।

দুটো কোল্ড্রিংসের পাশাপাশি দুটো মানব মানবী। দুটো মন, দুটো দেহ ও দুটো ইন্দ্রিয়।শহরের সহজ-সরল হাসিটার প্রেমে খুব সহজেই সবাই আকৃষ্ট হয়। মাধবীলতাও হয়েছে।

প্রথমে কোল্ড্রিংসের মধ্যে বসানো চিকন পাইপে ঠোঁট। পরে হাতে-হাত, চোখে-চোখ ও মনে-মন। কিছু সময়ের জন্য ব্যস্ত নগরীর কোলাহল নিস্তব্ধ। মিহি বাতাসের সঙ্গে নতুন এক প্রেমের গন্ধ। আরো কিছুটা আকাশের বাতাসকে দূষিত করার জন্যে!

শহরে নতুন করে নতুন প্রেমের জন্ম। নতুন ভোরের আশায়। আমার ও মাধবীলতার প্রেমটা কলমি ডগার মত তাড়াহুড়া করে বড় হতে শুরু করে। কিছু মিথ্যে আশায়, কিছু স্বপ্নের আশায়।

মাধবীলতা রোজ বিকেলে আমায় কবিতা আবৃত্তি করে শোনায়। কোকিল কন্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনায়। আমি পাগলের মত তা শুনি। কোন কিছুর অপেক্ষায়!

আমাদের সম্পর্কের একশোতম দিনে মাধবীলতাকে নিয়ে আমার গোপন কুঠুরিতে যায়। যেখানে মাঝেমধ্যে অন্ধকারে দিন নেমে আসে! বিশেষ দিনে বিশেষ কিছু উপহার দেবার জন্যে শাহবাগ থেকে লাল চুড়ি, লাল টিপ ও লাল বেনারসি শাড়ি কিনি তার জন্যে। মাধবীলতা হাসিমুখে তা পড়ে এসে দাঁড়ায় আমার সামনে। তাকে দেখতে শেষ বিকেলের শেষ সময় সূর্যের মতো লাগে।

আমি অমানুষ। আক্ষরিক অর্থেই অমানুষ। হঠাৎ করে মাধবীলতাকে সলিড রডের একখানা হাতুড়ি দিয়ে কপালে পরা লালটিপের মাঝ-বরাবর কষে দুটো বাড়ি দেই। সে অজ্ঞান হয়ে পাকা মেঝেতে দুমড়ে পরে। আমি এক অট্টহাসি দিয়ে ভবলীলা সাঙ্গ করি। শেষ সময়টায় ধারালো ময়লা লোহার কাঁচি দিয়ে তার হাত পায়ের নখ ক্যাচ ক্যাচ করে কেটে ফেলি। কিছু রাতের পাখি দু ফোটা চোখের জল ফেলে মন কষ্টে উড়ে যায় খোলা আকাশে। আমি একটু হাসি....।

মাধবীলতার চোখ দুটো আমার দিকে প্রহসনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আবারো হাসি হো হো করে। এভাবে যে কত প্রেমের ভবলীলা সাঙ্গ করে খোলা আকাশের বাতাসে মিশিয়ে দিয়েছি তার হিসেব কষা কঠিন। আমি কাইকর। এক বহুরূপী অমানুষ।

বোকা শহরের কত রমণী যে, বোকা হাসির লুকানো ফাঁদে পা দেয় তার হিসেব মিলাতেও নগরীর মাঝ বরাবর একখানা বিশাল সাইজের যান্ত্রিক ক্যালকুলেটর বসাতে হবে।

"আলাভোলা সহজ সরল হাসির মাঝে লুকানো থাকে বিশাল সাইজের এক ভন্ড। এই শহরের ভন্ড। "

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: গল্পের থিমটা ভালো ছিল তা অবশ্যই বলব। কিন্তু গল্পের যে নাম তার সাথে লেখায় দেওয়া ব্যাক্তিটির ছবি না দিয়ে অন্য কারোর ছবি দিলেই ভালো হত।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮

কাইকর বলেছেন: কাউকে নিচু করার জন্য ছবিটি পোস্ট করিনি।শুধু হাসির জন্য দিয়েছি

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি অমানুষ। আক্ষরিক অর্থেই অমানুষ।
লেখার সঙ্গে ছবির সর্ম্পক কি বলবেন ?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮

কাইকর বলেছেন: আমি ছবির ভদ্রলোক কে নিয়ে লিখিনি বা তাকে ভন্ড বুঝাইনি। এরকম একটা হাসির ছবি প্রয়োজন ছিল। তাই ছবিটি সামনে পেয়েছি পোস্ট করেছি।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরকম একটা হাসির ছবি প্রয়োজন ছিল।
প্রয়োজনে সঠিক ও সময়োচিত সিদ্ধান্ত নিতে হয় ।
একজন বির্তকিত ব্যক্তির হাসি , বেমানান।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

কাইকর বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রমনীয় হাসি পাঠায়ে দিলাম

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

কাইকর বলেছেন: ভালবাসা অবিরাম

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

চোখেরে কাঁটা বলেছেন: আন্নে ভণ্ড। মাশাআল্লাহ,
জীন্দেগিতে অন্তত একজন সহজ স্বীকারোক্তি দেখলুম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

কাইকর বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা নিবেন।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গল্প ও ছবি দুইটাই আপনার অপরিপক্ক মানসিকতার পরিচায়ক...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

কাইকর বলেছেন: হয়তো ঠিক বলেছেন।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২০

বলেছেন: কাইকর ভাই, ছবির লোকটি উনাকে না দিয়ে অন্য কোন ছবি ব্যবহারের অনুরোধ রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
পোস্ট ভালো।
আমার পোস্টে একবার আসুন প্লিজ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

কাইকর বলেছেন: অবশ্যই

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০০

ভাইয়ু বলেছেন: এসেছিলাম ছবির ব্যক্তিটাকে নিয়ে কিছু বলতে, দেখি তার আগেই অনেকেই প্রতিবাদ করে গেছেন৷
একজন ব্লগার হিসেবে আপনি এখানে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন৷
অাপনার ছবিটি সরিয়ে ফেলা উচিত...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

কাইকর বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২

সনেট কবি বলেছেন: পোষ্টে আরো সাবধানী হওয়া দরকার, কারণ অসাবধান হলে অনেক সময় জেনারেল হতে হয়!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

কাইকর বলেছেন: জেনারেল যদি মডুরা করা উচিৎ ভাবে করবে। তবে, আপনি প্রিয় সনেট ভাই কি এমন খারাপ দেখলেন গল্পে?

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: লেখাতে একজন ধর্ম ব্যবসায়ীর ছবি দিয়েছেন।
গল্প ভালো ছিল। তবে কাইকর লেখার সময় তাড়াহুড়া করবেন না।

ইদানিং ব্লগে খুব কম দেখছি আপনাকে!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

কাইকর বলেছেন: ভাই আমি কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত। মাঝ সময়ে দেশের বাহিরে ছিলাম। আবার দেশের বাহিরে যাবো কাজের জন্য। দুখিঃত প্রিয় ভাই।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

চোখেরে কাঁটা বলেছেন: আপনার ছবি দিন ভাইয়ু। কারণ গল্প ত আপনার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

কাইকর বলেছেন: আমার দাত বের করা এমন ছবি নেই।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

জাদিদ বলেছেন: ভন্ড হিসেবে ঠিক আছে ছবিটি। তবে ছবিটি সরিয়ে নিন কারন বাড়ির সামনে আবর্জনা কারোই ভালো না লাগার কথা।

আপনি সম্প্রতি কোন লেখকের বই পড়েছেন? বা আপনার সর্বশেষ পঠিত বইয়ের নাম কি?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

কাইকর বলেছেন: আমার সর্বশেষ পঠিত বইয়ের নাম সুনীলের সোনালী দুঃখ।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাদা মাটি জল বলেছেন: পারফেক্ট জায়গায় পারফেক্ট একটা রাজাকারের ছবি ব্যবহার করেছেন। এই অমানুষ রাজাকারটার মেশিন বৃত্তান্ত এই পোস্টের মতোই।
ছাগুদের পাছায় আগুন ধরানোর জন্য অভিবাদন। ম্যাৎকারে ভরে যাচ্ছে দেখুন আপনার পোস্ট।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

কাইকর বলেছেন: আমি ছবিটি শুধু হাসির জন্য ব্যবহার করেছি। ছবিটির মানুষটিকে আমাকে ভাবতে পারেন।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

আখেনাটেন বলেছেন: ভণ্ড কাইকর দুর্দান্ত লিখেছে।

*আমার ও মাধবীলতার প্রেমটা কলমি ডগার মত তাড়াহুড়া করে বড় হতে শুরু করে।
*খোলা আকাশে প্রেম উড়ানো মানব আমি।
*নাক না ওঠা ইলিশের প্রথম সন্তানের মত।
---------যা লিখেছ মাইরি কাইকর ভায়া। বিরাট শুভকামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কাইকর বলেছেন: ভালবাসা নিবেন ভাই

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার লেখা ভাল লাগল,

যারা আপনাকে অপরিপক্ব এবং ছবির ব্যাপারে বলছে আমি তাদের ব্লগার ভাবতে পারছি না।ফেসবুকের সংবাদের লিঙ্কে কমেন্ট করা লোক মনে হচ্ছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কাইকর বলেছেন: যে যেমন মনে করে।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: কাইকর আপনার মাঝে একটা চমৎকার প্রতিভা ঘুমাচ্ছে আপনি এখনও তা খুঁজে বের করতে পারেননি , আশাকরি একদিন আমরা আপনার অনেক ভাল
ভাল লেখা পাব যা আমরা একবার পড়ব কিন্তু বার বার মনে করব । গল্প বাস্তব জীবন থেকে তুলে নিন এবং ভাল টুকু , আর শেষাংশে আশার আলো রাখবেন যা মানুষকে ভাল থাকার স্বপ্ন জাগাবে । ভাল থাকুন সব সময় :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

কাইকর বলেছেন: ভালবাসা প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.