নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর অপ্সরা! (ছোটগল্প )

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪


প্রতিটি প্রাণীর মন গহীনে ঈশ্বর লুকিয়ে থাকে। যে মনে ঈশ্বর নেই, সেই মনটা ভাঙ্গা জল ছাড়া নদীর মন। আমার মন নদীতেও জল ছিল, ঈশ্বর ছিল একটা সময়। এখন বুক নদীতে ঈশ্বর নেই, জল নেই আছে শুধু বিষন্ন বাতাসের তোড়জোড়। যেই বাতাসের মনটা খুব ভাল, কিন্তু ভিতরটা কালো। ঈশ্বর ছাড়া, জল ছাড়া আমার বুক নদী এখন ভরা জ্যোৎস্নায় কাঁদে। শুধুই কাঁদে! কিন্তু কেন?

আমার নাম কাইকর। আমার বুক নদীতে যখন জল ছিল, তখন অপ্সরা নামে একটা মাঝি আমার বুক নদীতে নৌকা চালাতো অবিরাম। অপ্সরার নৌকা চালানোর শব্দে আমার বুক গহীনের ঈশ্বর হাসতো খুব করে, খিলখিলে। মেয়েটা দেখতে ভোর আকাশের শেষ জ্যোৎস্নার মত! আমার বুক নদীর প্রেমিক মাছগুলো তাকে দেখতে উপচে পড়তো। অপ্সরা লজ্জায় মুখ লুকাতো কলমি ফুলের ডগার পিছনে। কিছুটা প্রসন্ন মুখ নিয়ে!

শেষ বিকেলের গোধুলি লগনে- মনের কথা, ঈশ্বরের কথা বলে দিলাম এক মনে অপ্সরাকে। সে শুনে কিছুটা ছিটগ্রস্ত পাগলের মত হাসলো। আমার বুক নদীতে তখন প্রেমের ঢেউ ও কিছুটা জলের ঢেউ! কিছুক্ষণ পর ঘোলাটে রাস্তার সবকিছু নিস্তব্ধ করে দিয়ে অপ্সরা আমায় জড়িয়ে ধরে বললো, ভালবাসি তোমাই ভালবাসি। শেষ সন্ধ্যায় নিয়ম করে হাঁটা হেপাটাইটিস রোগের মানুষগুলো আমাদের ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ দেখে আবার হাটা শুরু করে চুপ করে, নিরবে।

অপ্সরার নায়িকা হবার বড্ড শখ । সে শেষ যুগের শাবানা হতে চাই। এক বিকেলে বায়না ধরল- তাকে যে করে হোক অভিনয় করার সুযোগ করে দিতে হবে। আমি খুব কষ্টে একটা প্রডিউসার ম্যানেজ করে তার সাথে পরিচয় করিয়ে দেই। এখন সে শহরের বিরাট বড় নায়িকা। শহরের ছোট ছোট বিলবোর্ডে বড় বড় অক্ষরে তার নাম লেখা।

অপ্সরার এখন ওঠা-বসা শহরের বড়-বড় নামকরা প্রডিসারদের সাথে। যারা রাত-বিরিতে সাদা চকচকে নোট ছিটিয়ে বিরাট বিরাট নায়িকা বানাই। কিন্তু আমি যে, বড় শহরের ছোট্ট মানুষ।

অপ্সরা এখন সম্ভবত প্যারিস থেকে আনা সুগন্ধ গায়ে মেখে বাহিরে বের হয়। মাঝেসাজে চার চাকার কালো ফ্রেমের গাড়ির মধ্যে থেকে আমায় টাটা দিয়ে চলে যায় বিনয়ী ভেবে। হয়তো আমাই এখন কিছুটা চেনে বা না চিনে! কে জানে!

ভোর সকালে মোরগ পাখির কুরুক কুরুক শব্দের সাথে আমার মুঠোফোনে অপ্সরার কল। সে আমায় উচ্চস্বরে মোটা কন্ঠে বলে, আমি যেন ফের তাকে ডিস্টার্ব না করি। তার সামনে গিয়ে কখনো না দাঁড়াই। তার সাথে যে একটা সময় আমার সম্পর্ক ছিল তা যেন কেউ না জানে। যদি ভুলেও কেউ জানে তাহলে, আমাকে শহরের বড় বড় মাস্তান দিয়ে সাইজ করাবে। শুনে আমার বুক নদীর খুব তল গহীনের আড়াই ফোটা পানি চোখের কোণ দিয়ে না বেড়িয়ে মাঝপথ দিয়ে বের হই। তার মতো শহরের বড় নায়িকার দু'টাকার ছেলের সাথে ভালোবাসা তো দূরে থাক বন্ধুত্বের সম্পর্কটা থাকাও নাকি পাপ! হয়তো ঈশ্বর ভালো জানে বা বলতে পারবে।

অপ্সরা আমার বুক নদীর ভরা পানি শুকিয়ে দিয়ে চলে যাবার পর মন গোহিনের ঈশ্বরটাও চলে যায় অজান্তে। খুব দূরে....... .বহুদূরে। যেই মনে ঈশ্বর নেই, সেই মন মন না। ভাঙ্গা মন, ভাঙ্গা মরুভূমি, ভাঙ্গা নদী ও ভাঙ্গা সাগর। এখন আমি ভরা জ্যোৎস্নায় খুব করে কাঁদি, খুব করে..........। যে কাঁন্নার দুঃখগুলো ব্যস্ত নগরীর স্বার্থপর মানুষগুলো বুঝবে না, বুঝবে না, কোনদিন বুঝবে না।

~আব্দুল্লাহ আল মামুন( কাইকর)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

সামিয়া বলেছেন: আহা খুব মন খারাপ করা গল্প, কিন্তু এটাই বাস্তবতা। ভালোবাসা টিকে থাকে অর্থে যশে ক্ষমতায় ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

কাইকর বলেছেন: ভালবাসা নিবেন আপু।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

অভীক অর্ণব বলেছেন: প্রেমিকা মাত্রই স্বার্থপর ।
আপনার গল্প বেশ হয়েছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

কাইকর বলেছেন: ভালবাসা নিবেন প্রিয়।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রতিদিন একই প্রেমিক জুটি ভালোলাগে না। গল্পের নায়ক নায়িকা চেন্জ করো হে...


গল্পের উপমাগুলো ভালো হয়েছেঃ
শহরের ছোট ছোট বিলবোর্ডে বড় বড় অক্ষরে তার নাম লেখা।
আমি যে, বড় শহরের ছোট্ট মানুষ।...



তবে, মোরগ পাখির কুরুক কুরুক শব্দের
ডাকটা বেমানান মনে হচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

কাইকর বলেছেন: ভালবাসা নিবেন মন্ডল ভাই। মোরগ পাখির কুরুক কুরুক শব্দ টা আমার মনে হই ঠিক আছে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: কামলা কাইকর
নিজের নাম নিয়ে এরকম রসিকতা সবাই করতে পারে না।

আপনাকে আগেও বলেছি লেখার সময় তাড়াহুড়া করবেন না। আর লেখা শেষে একবার পড়বেন- তাতে কিছু ভুল শুধরানোর সময় পাবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

কাইকর বলেছেন: রাজীব ভাই আপনি খুব প্রিয় একজন মানুষ। আপনি সবসময় আমাকে ভাল পরামর্শ দেন।ভালবাসা নিবেন প্রিয়।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

নজসু বলেছেন: প্রেমিকা থেকে নায়িকা চাট্টিখানি কথা নয়। ভাব তো হবেই। কোথাকার কোন কাইকর, তাকে আর অতো বড় সেলিব্রেটি মনে রাখে কখন? পৃথিবীতে মানুষ এভাবেই স্বার্থপর হয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

কাইকর বলেছেন: হয়তো।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

অপ্সরা বোধহয় আরও অনেকের নায়িকা। ;)
ওরা কি এমন ই হয়।

ভালোবাসা ব‍্যর্থ হতে পারে না।
লিখেছেন বেশ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

কাইকর বলেছেন: ভালবাসা প্রিয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.