নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

গলির পাগল কাইকর! ( ছোট গল্প)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২


বিকেল গড়িয়ে নগরীতে সন্ধ্যা নামে। ভোরের আবছা অন্ধকার গড়িয়ে নেমে আসে আলো। কিন্তু কাইকরের জীবনে নেই সম্প্রতি আলো বা আধার! কিন্তু কেন?

খুব অল্প মাইনের চাকরি করে কাইকর। এক বিষন্ন বাতাসের সন্ধায় মা-বাবাকে হারিয়ে অবলীলায় ঘুরে বেড়ায় এখন পুরোটা শহর। শীত এসে শীত যায় কিন্তু একটিবার খোঁজ নেবার মতো কেউ নেই তার।

কাইকরের মাইনে অল্প তাই তার স্বপ্ন অল্প। এক সন্ধ্যায় ভাড়া মিটাবার সময় দু'টাকার জন্য রিকশাওয়ালার গালে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দেয়। ভাবটা এমন যেন রোজকার রিকশাওয়ালাদের গালে নিয়ম করে চড় বসিয়ে বেড়াই। হাজার তিনেক টাকার বিনিময়ে রাতে মাথা গোঁজার জন্য একটা ছোট্ট রংহীন রুম নিয়ে থাকে। বেতনের অবশিষ্ট যা থাকে তা দিয়ে কোনরকম মোটা চালের ভাতের সঙ্গে কিচমিচু তরকারি দিয়ে মাস পার করে।

মেঘহীন বৃষ্টির মতই তার জীবনে আগমন ঘটে অপ্সরার! দেখতে শেষ বিকেলের শেষ রোদের মতো। কপালে ছোট্ট কালো টিপের সঙ্গে কায়দা করে কুচি দিয়ে শাড়ি পরে। নিয়ম করে রোজকার তারা টিএসসি চত্বরে বসে খুনসুটির প্রেম করে। কখনোসখনো অপ্সরার কপালে উপচে পড়া গুটিকয়েক সোনালি চুলের মাঝবরাবর ঠোঁট চুবিয়ে চুমু খাই। কাছেপিঠের কিছু মানুষ ওদের চুমু খাওয়া দেখে অল্প সময়ের জন্য দাঁড়িয়ে আবার হাটা শুরু করে। দুষ্টুমির ছলে অপ্সরা মুখভার করে বলে, কাইকর সাহেব! আমি যদি তোমাকে রেখে এক জীবনের জন্য চলে যাই তাহলে কি করবে? অপ্সরার মুখে অমন কথা শুনে, সে ভরা মানুষের ভিড়ে চোখের জল ফেলে খুব করে। কাইকরের শিশুসুলভ আচরণ দেখে অপ্সরা লোকলজ্জার ভয় ফেলে তার ঠোঁটে ঠোঁট পুরে দেয় শহরের সমস্ত কিছুকে নিস্তব্ধ করে দিয়ে।

মাস শেষে মাইনে হাতে পাবার পর খুশিমনে শাহবাগের আজিজ মার্কেট থেকে গোটা কয়েক নীল চুড়ি, লাল লিপস্টিক ও গিয়া কালারের একটা শাড়ি কিনে অপ্সরার জন্যে।
ছোট স্বপ্নের ছোট মানুষটা ছোট ছোট কিছুমিছু তার জন্য কিনতে পেরে একপৃথিবী খুশি। ধুলিমাখা শহরের সুরুচিসম্পন্ন বাতাস গিলতে গিলতে সে বড় শহরের ছোট গলির সামনে গিয়ে দাঁড়ায় অপ্সরার জন্য।

অদূরে থেকে আসা অপ্সরার আগমনী গন্ধ পেয়ে কাইকর সবুজ শ্যাওলাযুক্ত দেয়ালের সঙ্গে মিটিমিটি হাসতে হাসতে জড়োসড়ো ভাবে হেলান দিয়ে বসে।
সেদিন খোলা আকাশে বড় সাইজের একখানা সাদা চকচকে চাঁদ ভরা জোৎস্নার যৌবনে ভাসিয়ে দিচ্ছে পুরোশহর। ল্যাম্পোস্টের হলুদ আলো লম্বাটে হয়ে গলির মোড়ের মাঝবরাবর পড়েছে। পাশের পরিত্যক্ত বিল্ডিং থেকে কিছু পাখির দল বেসুরা গলায় গান গাই।

অপ্সরা গলির মোড়ে পা রাখতেই তার মন গহীনের প্রেমের বাতাস উথালপাতাল ভাবে দোলা শুরু করে। খানিকটা সময়ের জন্য যান্ত্রিক নগরী ল্যাম্পপোস্টের আলো অন্ধকারে রূপ নেয়! কিছু মুখোশধারী নরপশুর দল অপ্সরাকে কষে-টষে বেঁধে নিয়ে যায় দূর দেশের দূরে কোথাও!

জান্তব নগরীর জান্তব উল্লাসগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারেনা। কোনো এক শহরীক ঝরে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে থাকে নর্দমার এক কোণে!

তার কিছুদিন পর থেকেই কাইকর শহরের ছোট-ছোট গলির মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে! কিছু সময় হাসে, কিছু সময় কাঁদে আবার কিছু সময় চোখ বুজে থাকে। নগরীর মানুষজন এখন তাকে গলির পাগল কাইকর হিসেবে চেনে।

ময়লা গন্ধযুক্ত ছেঁড়া শার্ট-প্যান্ট ও উস্কোখুস্কো জটলা চুল নিয়ে পড়ে থাকে শহরের অলিতে গলিতে। পেটের দায়ে শহরের বউওয়ালা পুরুষদের চাহিদা মেটানো নাসরিন ভাই ডেকে রাতের খাবার দেই। তা দেখে চোখে জল জমে কাইকরের। ল্যাম্পপোষ্টের আলো ও চাঁদের জোসনা আড়াল করে চোখের জল ফেলে নিরবে।

ভোর সকালের সোনালী রোদ প্রথম এসে পড়ে তার চোখের উপরে। কাইকর তারপরেও চোখ বুজে, পেট বুঝে ঘুমিয়ে থাকে বিচক্ষণ।
এখন আর চোখের কোণে লেপ্টে থাকা জলের দাগ দেখবার কেউ নেই! নেই বাবা-মা ও সেই অপ্সরা।

কাইকর এখনো রোজ স্বপ্ন দেখে, একদিন খুব সকালে অপ্সরা এসে তার জটলা চুলগুলো ছাড়িয়ে দিয়ে নতুন করে নতুন ভাবে জড়িয়ে ধরে বেঁচে রবে আজীবন।

~আব্দুল্লাহ আল মামুন(কাইকর)

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনার লেখা সাবলীল। ভালো লাগছে পড়তে!

আমি খাই, সে খায়, তারা খায়
আমি দেই, সে দেয়, তারা দেয়

ক্রিয়াপদের বানানের বিষয়টা মাথায় রাখতে হবে। শুভকামনা!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০

কাইকর বলেছেন: হুম ভাই সুন্দর বলেছেন। ভালবাসা অবিরাম ভাই।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

আল ইফরান বলেছেন: ভালো লিখেছেন।
কিন্তু সব গল্পের নায়কদের নাম কাইকর আর নায়িকারা অপ্সরাই থেকে যাবে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১

কাইকর বলেছেন: কাইকর চরিত্রটি আমার নিজের তৈরি একমাত্র চরিত্র। এই চরিত্রটাকে আমি অনেক বড় করতে চাই। অনেক বড় স্বপ্ন আমার এই চরিত্রটা কে নিয়ে।ভালবাসা রইলো ভাই।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

মোঃ হোসাইন খাঁন বলেছেন: অসাধারন গল্প ।
হুমম: কাইকরের জীবনটাই ছেরাবেরা, আর কত ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১

কাইকর বলেছেন: জানিনা। চলুক, চলতে থাক।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

তারেক ফাহিম বলেছেন: নাটকের লিংকটা দেনতো।

দেখি কায়কর কেমন অভিনয় করেছে ;)

পড়ে ভালোলাগালো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

কাইকর বলেছেন: ভালবাসা ভাই। নাটকের লিংক আগের পোস্টে দেওয়া আছে।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

মহসিন ৩১ বলেছেন: এধরনের ঘটনা ঘটছে হয়তো ঠিক বর্ণিত যেভাবে সেরকম করেই কারু জীবনে ঘটেছে। যুদ্ধ নয় শান্তি-- এড়িয়ে যাওয়া নয় মুখমুখি। সামাজিক দায়িত্বের ভাবনা মনে মনে পোষা নয় আর--- আসুন সমাজকেই কিভাবে বদলান যায়, এবার সেটাই ভাবি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

কাইকর বলেছেন: বাহ সুন্দর বলেছেন ভাই। ভালবাসা রইলো আপনার প্রতি।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: কামলা কাইকর, পাগল কাইকর।
তা অল্প মায়না পায়- ভালো কথা। তা সে কি কাজ করে?

কাইকরের ভবিষ্যত উজ্জ্বল। বুদ্ধি আছে। পরিশ্রম করার মানসিকতা আছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কাইকর বলেছেন: বহুরূপী কাইকর। ভালবাসা প্রিয় রাজীব ভাই।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

ফেনা বলেছেন: গল্পটা বেশ ভাল হয়ছে।
অনেক ভাল লাগা রেখে গেলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কাইকর বলেছেন: ভালবাসা অবিরাম প্রিয়।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

সনেট কবি বলেছেন: বেশ

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কাইকর বলেছেন: ভালবাসা অবিরাম প্রিয় সনেট কবি

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

আতোয়ার রহমান বাংলা বলেছেন: অনেক ভালো লাগলো আর সেই সাথে চোখে পানি ও চলে এলো
আসুন সমাজকে বদলে দেই আর যাতে কাউকে কাইকর এর মতো পাগল হতে না হয়

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

আখেনাটেন বলেছেন: কাইকরীয় শুভেচ্ছা রইল ভায়া। অপ্সরাকেও এক চিমটি পাঠিয়ে দিও। :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

কাইকর বলেছেন: ভালবাসা অবিরাম প্রিয়।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: দেশে কাইকরের অভাব নেই। সবাইতো আর গলির মোরে স্থান পায় না। কাইকরের মধ্যে যার পরিবার আছে তার স্থান কোন পাগলা গারদে। ভাল লাগল গল্পটা, শুভ কামনা জানাবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

কাইকর বলেছেন: শুভ কামনা ভাই।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

নজসু বলেছেন: মামুন ভাই, কাইকরেরা এমনিভাবে বেঁচে রবে।
নতুন স্বপ্ন, নতুন দিন বারবার আশা জাগাবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

কাইকর বলেছেন: ভালবাসা অবিরাম।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

এ.এস বাশার বলেছেন: গল্প ভালো লেগেছে....
গল্পের নায়ক কাইকর বুঝলাম কিন্তু অপ্সরা? এ কোন অপ্সরা আমার জীবনের অপ্সরাকে কেড়ে নেননি তো আবার! ;) B-) :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

কাইকর বলেছেন: হা হা হা।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

শামচুল হক বলেছেন: সব ঘটনার নায়ক কাইকর। ধন্যবাদ কাইকর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কাইকর বলেছেন: বহুরূপী কাইকর।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

কাদা মাটি জল বলেছেন: "পাশের পরিত্যক্ত বিল্ডিং থেকে কিছু পাখির দল বেসুরা গলায় গান গাই"
হবে
"পাশের পরিত্যক্ত বিল্ডিং থেকে কিছু পাখির দল বেসুরো গলায় গান গায়।"
"অপ্সরার কপালে উপচে পড়া গুটিকয়েক সোনালি চুলের মাঝবরাবর ঠোঁট চুবিয়ে চুমু খাই"
হবে
"অপ্সরার কপালে উপচে পড়া গুটিকয়েক সোনালি চুলের মাঝবরাবর ঠোঁট চুবিয়ে চুমু খায়"।

আরো অসংখ্য বানানে ভুল দেখা যযায়। একটু সতর্ক হোন প্লীজ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

কাইকর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.