![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম যদি শুধু বিশ্বাস হত, তবে আমি নাস্তিক হতাম।
দুজনের মাঝখানের অদৃশ্য দেয়ালটা ভেঙ্গে দেয়া হয়েছে।
*
এখন ছেলেটা চাইলে মেয়েটার কোমড় জড়িয়ে ধরে ঘুমোতে পারে। মেয়েটা চাইলে ছেলেটার লোমশ বুকে মাথা রেখে নিশ্চিন্তে কাঁদতে পারে। দুজনে একই কাপ থেকে কফি খেতে পারে। একই আইসক্রিম ভাগাভাগি করতে পারে। শক্ত করে দু হাত ধরে দুনিয়ার সব কথা বলে ফেলতে পারে।
*
ঘণ্টাখানেক আগেও এগুলো করার কথা তারা চিন্তা করতে পারত না। কিন্তু এখন তারা পারে।
কারণ, একটু আগে দুজনই কবুল বলেছে।
০২ রা মে, ২০১৬ দুপুর ২:২৫
মামুন আমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:০৯
রিপি বলেছেন:
আলহামদুলিল্লাহ।
ভালো লাগলো।
০৮ ই মে, ২০১৬ রাত ১১:১২
মামুন আমিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৩| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৩৮
মার্কোপলো বলেছেন:
কয়েক মাস পরপর দেয়াল ভাংলে শহরও থাকবে না।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৫
মুসাফির নামা বলেছেন: ভালই বলছেন।