নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গহীন বন্য উচ্ছ্বাস!!!!!!!!
বন্য????
কিন্তু উচ্ছ্বাস শব্দটার সাথে এই বিপরীত শব্দ
প্রয়োগ কেন নামকরনে?
<
পুনরায় কি মানব সভ্যতা মিশে যাচ্ছে আদিম
প্রবৃত্তিতে????
<
নাকি আদিম প্রবৃত্তি করাল গ্রাসে থাবা বসাচ্ছে
তারুন্যের উচ্ছ্বাসকে???
<
এই থাবা কি নীতি নৈতিকতা বর্জিত থাবা?????
<
নাকি আদিম কামনা বাসনা চরিতার্থ করার থাবা????
<
বন্য থাবা কি মনুষ্যত্বের কোমল রুপকে
আচ্ছন্ন করে ফেলছে????
<
নাকি নীতি নৈতিকতা প্রতিস্থাপিত হচ্ছে বন্যতায়???
<
অনেকগুলো প্রশ্ন অনেকগুলো উত্তর।
উত্তরগুলো হল তারুন্য ধীরে ধীরে বন্যতায়
রুপান্তরিত হচ্ছে। বন্যতা গ্রাস করছে তারুন্যের
পোশাককে, তারুন্যের নৈতিকতাকে, তারুন্যের
মনুষ্যত্বকে, তারুন্যের কোমল রুপকে।
<
বন্য উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে তরুন তরুনীদের
অবাধ অনৈতিক মেলামেশায়। তাদের সংক্ষিপ্ত
পোশাক পরিচ্ছদে। তাদের সংকীর্ণ মন
মানসিকতায়। তাদের সম্পর্কের প্রতি অবহেলায়।
<
উদারতা বিলুপ্ত আজকের তারুন্যের অভিধানে।
উদারতা শব্দটা শুধু বইয়ের তাকে সাজানো ক্ষুদ্র
ক্ষুদ্র চটি বইকে অলংকৃত করে। উদারতা,
কোমলতা, নৈতিকতা, সততা শব্দগুলোর সন্ধি এখন
শুধু বইয়ের পাতার সাথে আর বউয়ের উই
পোকার সাথে।
<
উদাহরন দেখতে চান?
একটা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখুন।
শিক্ষার্থীদের অবাধ মেলামেশা
যেটা অনৈতিক।
যেখানে উদারতা শুধু মেয়েটার প্রতি ছেলেটার
বা ছেলেটার প্রতি মেয়েটার।
কোমলতাও শুধুমাত্র ছেলেটার প্রতি মেয়েটার
বা মেয়েটার প্রতি ছেলেটার।
এই তরুন তরুনীদেরই রিক্সা চালকের সাথে
ব্যবহার একবার লক্ষ্য করে দেখবেন।
কঠোরতার চরমতম উদাহরণ দেখবেন সেখানে।
এই অনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সততা বর্জন
করে কত মিথ্যার আশ্রয়? কত সহস্র মিথ্যার
ফুলঝুরি? একবার তলিয়ে দেখবেন।
<
এর থেকে মুক্তির উপায়??
ভাবছেন পাঠ্য তালিকায় যুক্ত করা নৈতিক শিক্ষা বইটা
পড়লেই আপনি নীতিবান মানুষ হতে পারবেন? বা
নিজের সন্তানকে নীতিবান বানাতে পারবেন?
কখনওই না, সবই বোগাস।
আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে চাইলে
তাকে প্রথমে শিখান ইসলাম ধর্মের উত্তম শিক্ষা।
তার পোশাকে, ব্যবহারে, ফুটিয়ে তুলুন ইসলামি
জীবনাদর্শ। তার পাঠ্য তালিকায় সারা জীবনের
জন্য সর্বপ্রথম বই রাখুন কোরআন মাজীদ।
প্রিয় ব্যক্তিক্তের স্থানে মন থেকে মহানবী
হযরত মুহাম্মদ (Sm)এর নাম লেখা শিখান।
<
সর্বোপরি একমাত্র ধর্মই পারে আপনাকে
উত্তম মানুষে পরিনত করতে। সব সময় মনে
রাখবেন "যে সন্তানের মুল ভিত্তি স্থাপন করা
হয়েছে নোংরামির উপর। তরুন বয়সে সেই
সন্তানের কাছ থেকে সৎ স্বভাবের আলো
কল্পনা করা রীতিমত হাস্যকরই নয় রীতিমত
কাল্পনিক। "
২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
মামুন রেজওয়ান বলেছেন: তবে এই ''হ্যাঁ'' এর মাঝেও কিছু কিছু ''না'' খুঁজে পাওয়া যায়। তখন মনে হয় মনুষ্যত্ব এখনও বেঁচে আছে।
২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
বিজন রয় বলেছেন: ঠিক তাই।
৩| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
সোজোন বাদিয়া বলেছেন:
লিখেছেন: সর্বোপরি একমাত্র ধর্মই পারে আপনাকে উত্তম মানুষে পরিনত করতে। - আপনি নিশ্চয়ই শুধু আপনার ধর্ম সম্পর্কে এই কথা বলছেন। দ্যাখেন প্রত্যেক ধর্মই ওই কথা বলে। আপনারা কি সারা জীবনেও এই ধরনের সংকীর্ণ শিক্ষা থেকে বেরোতে পারবেন না, দেখতে শিখবেন না যে আপনার ধর্মের বাইরেও অনেক ভাল মানুষ আছে? চোখ বুঁজে নয়, চোখ খুলে দেখতে শেখেন।
২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
মামুন রেজওয়ান বলেছেন: ধর্মই আমাকে সংকীর্ণতা থেকে বের হতে শিখিয়েছে। আপনার কাছে যদি সংকীর্ণতা থেকে বের হওয়ার অন্য কোন উপায় থাকে তবে অবশ্যই আপনি স্বাগতম।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ২:০৮
সাগর মাঝি বলেছেন: "আমরা কি দিন দিন বন্য পশুত্বে নিজিকে বিলিয়ে দিচ্ছি????"
খুব দুঃখের সহিত আমাকে "হ্যাঁ" সূচক উত্তর টি দিতে হচ্ছে।
দিন দিন মানুষের স্বভাব যেভাবে পালটাচ্ছে, তাতে হ্যাঁ না বলে পারলাম না।