নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন যেন হাত আর কাজ করে না কি প্যাডে। মনযোগ, মস্তিষ্কের স্থবিরতা সবই অস্থিতিশীল হয়ে যাচ্ছে। এই সাজানো গোছানো দেহ, মোহে আবৃত মস্তিষ্ক সব অসীম শুন্যতার দারপ্রান্তে। মস্তিষ্ককে বারবার অবচেতন মন প্রশ্ন করছে "তুমিতো ব্যাকটেরিয়ার খাদ্যই হবে কিসের এত মোহ?? পারবে কি খুদ্র খুদ্র অনুজীব থেকে তোমার এই সুসজ্জিত দেহকে বাঁচাতে?
.
মস্তিষ্ক রঙিন চশমায় বেঁধে রেখেছে বিবেককে। হিপনোটিজমের মাধ্যমে সাড়ে তিন হাত মাটির চিন্তাকে দুর করে দিয়েছে। ভুলিয়ে দিয়েছে বাড়ির পাশের যে ছোট্ট খালি সাড়ে তিন হাত ফাঁকা জায়গা আছে ওটাই চুড়ান্ত গন্তব্য। যেখানে নিজের নি:শেষ হওয়ার চিন্তা কালো পর্দায় ঢাকা সেখানে মানবিকতার চিন্তা কিঞ্চিৎকর।
.
প্যাড সত্যিই বড় বেইমানি করছে। মৃত্যু! বিবেক! মানবিকতা! সব তালগোল পাকিয়ে ফেলছে কি প্যাডের উপর ছুটে বেড়ানো আমার এই হাত। হাতও প্রাণপন চেষ্টা করছে এই শব্দগুলো থেকে দুরে থাকতে। হাততো নিজেকে অবিনশ্বর বলে দাবি করার জন্য এক পায়ে খাড়া। তানাহলে কিসের জোরে সে পশুর মত অন্য একটা বৃদ্ধ শরীরের উপর চড়াও হতে পারে??
.
সবই দুইদিনের মোহ কিংবা একটু বেশী কিংবা তারচেয়েও অনেকাংশেই কম। সেদিনতো এল বলে পাঞ্জেরী। যেদিন মাটি কুঁড়ে কুঁড়ে খাবে সুন্দর এই চোখ দু'টো যে চোখে শুধু নগ্ন, লোলুপ
দৃষ্টিই ছিল। নখগুলো তার কাঠিন্য হারাবে যেটা শুধুমাত্র মানুষের অন্তরে তীক্ষ্ণ আঁচড় বসাত। পা পঁচে গলে হারাবে তার দাঁড়ানোর ক্ষমতা যেগুলো শুধু দাম্ভিকতার সাথে হাঁটাই ব্যবহৃত হত।
.
হাঁড়ের মজ্জায় মজ্জায় আজ ঢুকে গেছে মোহের ছায়া। বিবেক চলে গেছে পশুত্ত্বের নিম্নপর্যায়ে। আর মানবিকতা?? সেটা তো পশু হয়ে ওঠার আগেই জলাঞ্জলি দেওয়া হয়ে গেছে।
এখন কুকুর আর মানুষের মধ্যে তুলনা করে দেখলে কুকুরকেই বেশী কুকুরিক মনে হয়। ভাগ্যিস কুকুরের মানবিক হওয়ার সুযোগ নেয়। নচেৎ কুকুরও লজ্জায় মনুষ্য মানবতা দেখে মুখ লুকাত।
.
যতদিন সাড়ে তিন হাতের ভীতি মস্তিষ্কে না ঢুকবে ততদিন পশুত্ত্বের রক্ত লেগে থাকবে মনুষ্য নামক জীবের থাবায়। এক একটা থাবা মনে করিয়ে দিবে এক একটা মনুষ্যরুপী পশুর আচরন। যেই মনুষ্য থাবা দেখে প্রকৃত পশু গুলোও নিজের থাবার দিকে তাকাতে লজ্জিত বোধ করবে। তারা আপসোস করবে মানুষ হলেতো অন্তত নিজের জাত ভাইয়ের রক্ত ঝড়ানো যেত।
.
অনেক কথা মস্তিষ্ক থেকে নি:সৃত হল। কথাগুলোর তাৎপর্য কি সকলের মস্তিষ্ক পুরোপুরিভাবে অনুধাবন করতে সক্ষম হবে? নাকি সেই হিপনোটিজমের মত দুনিয়ার রঙিন মোহে আবার আবৃত করে ফেলবে। যখনই মস্তিষ্ক বুঝবে তাকে নি:শেষ হয়ে যেতে হবে তখনই তার মানবিকতার, বিবেকের গর্ব করার মত চরম উন্নতি সাধিত হবে।
©somewhere in net ltd.