নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারও মৃত্যুর খবর শুনলে কি আপনার
মন কেঁদে উঠে?কোন অসুস্থ পঙু
মানুষকে দেখলে কি আপনার মনে
বেদনার সুর বেঁজে ওঠে?কোন পথশিশুকে দেখলে কি,তার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছা করে?? আমি জানি বেশীরভাগের ক্ষেত্রেই উত্তর হবে
না। আর উত্তর যদি না হয় তবে
আপনার ভিতরে মানবতার অভাব। আর মুল্যবোধ??
একটা ছোট্ট উদাহরন দেই:-
চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি।
এক পেপার বিক্রেতা,বয়স মোটামুটি
১০-১২ হবে। একবার আমার সামনে
এসে বলল ভাইজান একটা পেপার
নিবেন,মাত্র ৫ টাকা? ফেসবুকের
বদৌলতে পত্রিকা পড়ার সময় ও
সুযোগ কোনটিই হয় না। ছেলেটা
আবার আসল এবং দেখলাম কিছুক্ষন পর পর আমার কাছেই আসছে। মোট
কথা আমাকে পত্রিকা কিনিয়ে ছাড়বে।
শেষে বিরক্ত হয়ে বললাম
-এই নে পাঁচ টাকা, এখন ভাগ এখান
থেকে।
-এই নেন পত্রিকা।
-পত্রিকা লাগবে না।
-উহু,আমিতো এমনিতে টাকা নিব না।
আমিতো ভিক্ষা করি না।
এই কথা শুনে আমি বাকরুদ্ধ। এটাই
মুল্যবোধ,দায়িত্বের মুল্যবোধ।
মুল্যবোধের উদাহরন আমাদের
আশেপাশেই ছড়ানো আছে।এক আট- দশ বছরের শিশুর কাছ থেকে যদি আপনি কিছু কিনে, এক টাকা ফেরত পান আর সেটা তাকে দিয়ে দিতে চান। এই এক টাকা দান নিতেও সে সংকোচ বোধ করবে।
আর এই ধরনের মুল্যবোধ কারও
ভিতরে দেখলে এমনিতেই তার দিকে
মানবিকতার হাত বাড়িয়ে দিতে ইচ্ছা
করে।
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৯
মামুন রেজওয়ান বলেছেন: ভিক্ষা দিয়ে উৎসাহিত করার মানসিকতা আমার ছিল না, থাকলে প্রথমবার যখন পত্রিকা নিয়ে আমার কাছে এসেছিল তখনই পাঁচ টাকা দিয়ে বিদায় করতে পারতাম। পত্রিকা ক্রয়ের ব্যাপারে আমার এলার্জি আছে তাই বারবার ছেলেটা আসায় বিরক্ত হয়ে টাকা দিয়ে বিদায় করতে চেয়েছিলাম। ছেলেটা ইচ্ছা করলে টাকাটা নিয়ে চলে যেতে পারত, ,কিন্তু সে যায় নি। এই লেখায় ছেলেটার এই দায়িত্ববোধ দেখানোটাই আমার উদ্দেশ্য ছিল।
২| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৭
রক্তিম দিগন্ত বলেছেন:
মূল্যবোধ, মানবতা, মানসিকতা - তিনটার মাঝে পার্থক্য কিন্তু খুব বেশি না। অল্পই। যে কোন একটাকে ঠিক করলে তিনটাই ঠিক হওয়ার পথে চলে আসে। এখন কথা হল - কোনটা আগে ঠিক করবেন? অবশ্যই মানসিকতা।
ঐ ছেলেটার মানসিকতায় মানুষের থেকে বিনামূল্য কিছু নেওয়ার প্রবণতা নেই। তাই তার মূল্যবোধ তাকে নাড়া দেয় কিছু করে উপার্জন করতে। আর মানবতা হল ঐ ছেলের বিক্রিত দ্রব্য আপনার কোন প্রয়োজনে আসবে না জেনেও নিজের টাকা দিয়ে সেটা কেনা।
তিনটা একসাথেই সবসময়।
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৩
মামুন রেজওয়ান বলেছেন: আপনি আমার পয়েন্ট ধরতে পেরেছেন। আমি ঠিক এই জিনিসটাই তুলে ধরতে চেয়েছি ছেলেটির মাধ্যমে । যে সুযোগ থাকা স্বত্তেও টাকাটা নিয়ে যেতে পারত কিন্তু সেটা না করে তার উন্নত মানসিকতা এবং উন্নত মুল্যবোধের পরিচয় দিয়েছে।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২২
অঞ্জন ঝনঝন বলেছেন: এটাইতো স্বাভাবিক। যে কাজ করে খেতে চাচ্ছে আপনি তাকে ভিক্ষা নিতে উৎসাহিত করতে চাইবেন কেন?