নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ডায়েরীতে সাধারনত মানুষ নিজের কথা লিখে থাকে তবে আমি নিজে কিছু নই তাই কিছু মহান চরিত্রের উপস্থিতি থাকবে আমার ধারাবাহিক ক্ষনিকের ডায়েরী নামক লেখাগুলোতে)
।
আমি আব্দুল খালেক নামের একজন মানুষকে চিনি। তিনি অনেকটা একগুয়েঁ টাইপের অর্থাৎ যাদেরকে আমরা ঘাড়ত্যাড়া বলে ডাকি। তো সেদিন হঠাৎ তার সাথে দেখা। সালাম দিয়ে জিজ্ঞাস করলাম কেমন আছে। তিনি সালামের জবাব দিয়ে বললেন আলহামদুলিল্লাহ ভাল আছি। কিন্তু তার চেহারা দেখে বুঝলাম কোন ঝামেলা হয়েছে। তাই চাপ দিয়ে জিজ্ঞাস করলাম কোন সমস্যা হয়েছে নাকি? অনেকক্ষণ কাঁচুমাচু করে উত্তর দিলেন তার চাকরীটা চলে গেছে। কারন কি জিজ্ঞাস করাতে অদ্ভুত এক কারন বললেন। তার ভাষায় তুলে ধরি......
.
আর বইলেন না ভাই সেদিন অফিসে বস ডেকে পাঠালেন তার রুমে। রুমে যাওয়ার পর বললেন...
--তা আব্দুল খালেক সাহেব একই পোস্টে আড় কতদিন থাকবেন। একটু কি নিজের অবস্থানটা উন্নতি করতে চান না?
-- আলহামদুলিল্লাহ স্যার আমি যে অবস্থানে আছি ভালই আছি। তবে বেতনটা বাড়লে একটু ভাল হয়। অবশ্য আল্লাহ চাইলে একটা ব্যবস্থা করে দিবেন।
--শুধু আল্লাহ চাইলে কি হবে?? নিজেকে একটু চেষ্টা করতে হবে না? একটু সিনিয়র অফিসারদের খুশী করতে হবে না?
--কিভাবে স্যার?
--এই ধরেন এখন গয়নার দাম অনেক কমে গেছে । আপনার সিনিয়র অফিসারের বউয়ের জন্য এক সেট গয়না পাঠিয়ে দিলে আপনার সিনিয়র অফিসার খুশী হয়েই তো আপনার প্রমোশনের ব্যবস্থা করে দিতে পারে।
--ও তারমানে ঘুষ?
--আহা! ঘুষ কেন বলছেন? কিছু পেতে হলে তো কিছু দিতে হয় তাই না?
--এই জীবন থাকতে তো আমি ঘুষ দিতে পারব না, ইসলামে ঘুষ হারাম। আমি যোগ্য হলে অবশ্যই আমি উচ্চ পদের অধিকার রাখি।
--এই আপনাদের এক সমস্যা না খেতে পেয়ে মারা যাবেন তবুও ধর্মের কপচানি বন্ধ হবে না। একগুয়েঁ স্বভাব বাদ দিয়ে আমি যা বলছি করেন। এতে আপনারই লাভ।
--ঠিকই বলেছেন স্যার আমি না খেতে পেয়ে মারা যাব কিন্তু ঘুষ দিতে পারব না।
.
এরপরেই আব্দুল খালেকের চাকরীটা চলে যায়। আমি খুব খুশী হলাম এই কথা শুনে। তার চাকরী চলে যাওয়ার কথা শুনে নয় তার ঘুষ দিতে না চাওয়ার মনোভাব দেখে। যদিও এই কারনে আব্দুল খালেকের চাকরীটা চলে গেছে, তাতে কি? তিনি আল্লাহকে বলতে তো পারবেন যে “আল্লাহ অনেক কষ্টের পরেও আমি আপনার হুকুম অমান্য করি নি”।
আমি আব্দুল খালেককে জড়িয়ে ধরে বললাম ভাই চিন্তা করিয়েন না আল্লাহ ব্যবস্থা করবেন আর আমার জন্য দোয়া করেন যাতে আমি আপনার মত ঘাড়ত্যাড়া হতে পারি। এমন ঘাড়ত্যাড়া যে অন্যায়ের সাথে আপোশ করতে জানে না। যে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহর হুকুম মেনে চলে।
.
ক্ষনিকের ডায়েরী
পর্ব -৩
©somewhere in net ltd.