![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#কর্পোরেট_ফ্যাক্ট_১১
মনে করুন আপনি জুনিয়র হিসাবে কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করেছেন। পদ এমটিও বা জুনিয়র এক্সিকিউটিভ যাই হোক না কেন। আপনার প্রথম কাজ কি হবে জানেন? মুখ বুজে আপনার আশেপাশে যা ঘটছে তা দেখা এবং হৃদয়ে গেঁথে রাখার চেষ্টা করা। ফ্লোর লেভেলে কাজের সুযোগ পেলে কয়েকবার আলহামদুলিল্লাহ বলুন নিজে। অনেকে হয়তো এর সাথে দ্বিমত হবেন। কিন্তু বিশ্বাস করেন যারা প্রথম থেকেই এসি রুমে ডেস্ক জবের জন্য হাপিত্যেশ করেন তারা মাত্র দুই বছর পরেই ফ্লোরে কাজ না করতে পারার জন্য আফসোস করবেন। নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করবে।
ফ্লোরে পড়ে থাকেন সেটা ডাইং ফ্লোর বা সুইং ফ্লোর বা ফিনিশং ফ্লোর যাইহোক না কেন? আইইতে জয়েন করেছেন? সিনিয়র শুধু লাইনে দাঁড় করিয়ে রাখে? দাঁড়িয়ে থাকুন বিশ্বাস করুন দাঁড়িয়ে থাকলেই প্রবলেম দেখবেন এবং তারা কীভাবে সল্যুশন করে জানতে পারবেন। টেক্সটাইল গার্মেন্টস সেক্টরটা খুব বেশী আরামের জায়গা না। তবে আপনি রুট লেভেল থেকে কাজ শিখে আসলে বিশেষ করে প্রোডাকশন ফ্লোরে কাজ করার অভিজ্ঞতা থাকলে দেখবেন ভবিষ্যতে সব খুব সহজ। ম্যানেজারিয়াল লেভেলের কাজ কি জানেন? ম্যানেজারিয়াল লেভেলের কাজ হোল ডিসিশন দেওয়া। ম্যানেজার হয়ে আপনি সিটে বসবেন মানে আপনাকে হতে হবে প্রবলেম সলভার এবং ডিসিশন মেকার। আপনি তখনই প্রবলেম সলভ করতে পারবেন এবং সল্যুশন দিতে পারবেন যখন আপনার প্রবলেমের সাথে পূর্ব পরিচিতি থাকবে। আপনি আজীবন এসি রুমে বসে ডাটাবেজ কাজ করে গেলেন আর আশা করছেন ভবিষ্যতে আপনি বলে দিতে পারবেন কিভাবে পাকারিং রোধ করা যায়, কিভাবে রানিং সেড রিমুভ করা যায়, এটা অসম্ভব।
২| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১০
মামুন রেজওয়ান বলেছেন: জাঝাকাল্লাহু খাইরান, আমার কর্পোরেট_ফ্যাক্ট সিরিজের ২৯তম পর্ব লেখা হয়েছে অফিস পলিটিক্স নিয়ে। আপনি চাইলে এই লিংকে গিয়ে পড়ে আসতে পারেন।
অফিস পলিটিক্স / "কর্পোরেট_ফ্যাক্ট_২৯"
৩| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ১০:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শতভাগ সত্য কথা।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৫ রাত ১১:২১
এইচ এন নার্গিস বলেছেন: ভালো বলেছেন অফিস পলিটিক্স সম্বন্ধে কিছু লিখেন ।