![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#কর্পোরেট_ফ্যাক্ট_১৪
আমাদের ম্যাডাম একদিন মিটিং এ বলেছিলেন, "If you stop making decision then you will die." কথাটার আক্ষরিক অর্থ যখনই আপনি ডিসিশন নেওয়া বন্ধ করে দিবেন তখন আপনি মৃত। অর্থাৎ যখন আপনি আপনার জব সেক্টরে কোন ডিসিশন নিচ্ছেননা তখন লিটারেলি আপনি একটা বোঝায় পরিণত হচ্ছেন। কখন আমরা ডিসিশন নেওয়া বন্ধ করে দেই এই প্রশ্নটা আসতে পারে। একটা উদাহরণ দেওয়া যাক। আপনি একজন সুইং লাইনের আই ই। নতুন একটা লাইন সেটআপ হয়েছে দুইদিন যাবৎ। একটা প্রসেস ওকে হচ্ছেনা এখনও । এর ফলে কিউ.সি পাশও হচ্ছেনা। আপনি সাহস করে একটা পরামর্শ দিলেন যে, প্লেন মেশিনের পরিবর্তে এখানে সিংগেল নিডিলের ফ্ল্যাট লক ব্যবহার করার। এতে করে দেখা গেল অল্টারেশন প্রবলেম আগের চেয়ে বহু গুনে বেড়ে গেছে। আপনার একটা ডিসিশনের কারণে গার্মেন্টসটির কিউসি পাস হতে আরও ডিলে হয়ে গেল। এই মূহুর্তে আপনি কি চিন্তা করবেন?
ভাববেন যে, "ধুর কোয়ালিটি ওকে করাতো আমার কাজ না। এর জন্য টেকনিক্যাল টিম আছে। শুধু শুধু কেন যে আগ বাড়িয়ে বুদ্ধি দিতে গেলাম? নেক্সট টাইম থেকে যার যার কাজ সেই করুক। আমি আর নাই।"
অন্য আরেকজন এই সিচ্যুয়েশনে কিভাবে চিন্তা করতে পারে? অন্য কেউ ভাববে, "এই বুদ্ধিতেতো কাজ হলনা দেখি টেকনিক্যাল টিম কিভাবে সল্যুশন করে। তাহলে আমার জিনিসটা শিখা হবে। " এবং আপনি দেখলেন যে, টেকিনিশিয়ান মেশিন পরিবর্তন না করে মেশিনের টেনশন একটু কমিয়ে দিল।
এই শিখতে চাওয়ার টেনডেন্সির কারনে আপনি একটা প্রবলেমের দুইটা সম্ভাব্য সমাধান শিখতে পারলেন। এবং ডিসিশন নেওয়ার আগ্রহও নষ্ট হলনা।
ম্যানেজারিয়াল পজিশনে বা সিনিয়র পজিশনে মূলত কাজই হল প্রবলেমের সল্যুশন দেওয়া। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে মানুষ । আপনাকে এর সমাধান দিতে হবে। উঁচু চেয়ারে যখনই আপনি বসছেন তখনই আপনার মনে রাখতে হবে সব বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। আপনার কাছে সুইং প্রোডাকশন থেকে লোক আসবে , টেকিনিক্যাল থেকে লোক আসবে এবং যখনই দেখবে আপনার কাছ থেকে সঠিক পরামর্শ পাচ্ছে তখনই আপনি কোম্পানির একটা এসেটে পরিণত হতে পারবেন। আর কোম্পানির এই সম্পদে পরিণত হতে হলে আপনাকে প্রাথমিক অবস্থায় শিখার আগ্রহ থাকতে হবে প্রচুর। ফ্লোরে থাকা অবস্থায় কোন প্রবলেম এরাইজ হলে প্রথমে নিজে একটা সম্ভাব্য সমাধান বের করার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে অন্যরা এটা কীভাবে সমাধান করে সেটা লক্ষ্য রাখতে হবে এবং শিখে ফেলতে হবে।
২| ২২ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: সমস্যার সমাধান যারা দিতে পারেন তারা দক্ষ এবং যোগ্য।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৫
অনুসরণ বলেছেন: While playing with everyone I can feel the excitement of Survival race