নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৭

#কর্পোরেট_ফ্যাক্ট_১৫

বেশ কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টের ডি. জি.এম ম্যাডামের এক বছর সম্পন্ন হয়েছিল আমাদের ফ্যাক্টরিতে। এই এক বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ম্যাডামকে সারপ্রাইজ গিফট দেওয়ার আয়োজন করা হয়। তো সকল সিনিয়ররা উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। সবাইকে ম্যাডামের উদ্দেশ্যে কিছু না কিছু বলতে অনুরোধ করা হোল। যখন আমার পালা এল আমি একটু নার্ভাস হয়ে গেলাম। এর বেশ কয়েকটা কারণ আছে। কাউকে সামনাসামনি প্রশংসা করাতে আমার বেজায় সংকোচ কাজ করে। তারউপর ম্যাডামের সম্পর্কে কিছু বলা খুব কঠিন একটা কাজ। কারণ এত অসাধারণ লিডার আমি আমার ক্যারিয়ার লাইফে পাইনি। আমাদের দেশের মানুষদের পজিশন পেলে সাধারণত একটা আলাদা ওজন চলে আসে। মানে আপনি কারও চালচলন দেখলেই বুঝতে পারবেন এই ব্যাক্তি কোম্পানিতে বিশেষ কেউ। এই ব্যাক্তির কাছে কোন কাজে গেলে বা কোন প্রয়োজনে গেলে দশবার চিন্তা ভাবনা করে যেতে হয়। কিন্তু আমাদের ম্যাডামের এই ব্যাপারটা সম্পূর্ন বিপরীত। ফ্লোরে গিয়ে, লাইনে গিয়ে ইন্সট্রাকশন দিতে দেখেছি ম্যাডামকে। যখন তখন যে কেউ ম্যাডামের দরজায় গিয়েছে কোন প্রকার সংকোচবোধ ছাড়া। আমাদের দেশেরই অনেক সিনিয়র পজিশনের মানুষকে দেখেছি একটা ধারনা পোষণ করে মনের মধ্যে। তাদের ধারনা সাব-অর্ডিনেটদের সাথে একটা দূরত্ব বজায় না রাখলে টিম চালানো যায়না। কিংবা নিজের ওয়েট ধরে না রাখলে মানুষের কাছে দাম পাওয়া যায়না। এর বিপরীত দেখেছি ফিলিপাইনের আমাদের এই ম্যাডামকে। উনাকে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা এমপ্লয়ি অত্যন্ত পছন্দ করে এবং উনি এই এক বছরে বেশ ভাল একটা এচিভমেন্ট নিয়ে এসেছেন আমাদের কোম্পানিতে।



যাইহোক আবার আমাদের সেদিনের প্রোগ্রামে চলে আসি। ম্যাডামকে নিয়ে সবার অভিব্যাক্তি প্রকাশের শেষের দিকে আমি কিছু বলার সুযোগ পেলাম। এতে কিছুটা স্বস্তি পেলাম কারণ সবার সব কিছু প্রায় বলা শেষ। আমি হয়তো অনেক কিছুই বলতে পারতাম কারণ ২-৩ মাসের বেশী সময় আমার সিট ম্যাডামের পাশের সিটেই ছিল। আমার বামপাশে বসেন আমাদের ম্যানেজার স্যার এবং ডানপাশের সিটে বসতেন আমাদের ম্যাডাম। যাইহোক সেদিনের অনুষ্ঠানে আমি শুধু এটুকুই বললাম, "Since I would sit beside the Madam's seat I know very well that, "How madam does her job and what she thinks actually for our betterment." Anyone came for any issue to Madam and she talked with them. She always tries to develop the Company as well as her team member also." আরও কিছু কথা বলেছিলাম আপাতত মনে নেই।

আপনারা বলতে পারেন হয়তো তাদের কালচার আমাদের কালচার থেকে আলাদা। কিংবা এসব অন্য দেশে চলে আমাদের দেশে চলবেনা। তাদেরকে বলতে চাই, ভাল কালচারের সবচেয়ে ভাল গুন কি জানেন? এতে একটা কনফিডেন্স থাকে যে, " এই কালচার সব সময় সব জায়গায় গ্রহণযোগ্য হবে। এবং এটা অপরিবর্তনশীল।" কিন্তু একটা খারাপ প্র্যাকটিসের ক্ষেত্রে মনে রাখবেন আপনার অবস্থানে এটা নিয়ে ভাল আউটপুট হয়তো পাচ্ছেন কিন্তু আখেরে অন্য কোন ভাল কালচারে গেলে নিজেকে খুঁজে পাবেননা।

শেষে বলছি, "নিশ্চয়ই আল্লাহ এমন লোককে পছন্দ করেন না, যে বড় হওয়ার গৌরব করে ও অহংকার করে।" -সুরা আন নিসা: ৩৬

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: ভদ্র আর বিনয়ী মানুষ আজকাল কম দেখা যায়।

২| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: কর্পোরেট দুনিয়া আমার পছন্দ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.