নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জমি জমা সংক্রান্ত বিড়ম্বনা - আর না আর না ।

সার্ভেয়ার/আমিন সাব

সরকারী সনদ প্রাপ্ত সার্ভেয়ার/আমিন।

সার্ভেয়ার/আমিন সাব › বিস্তারিত পোস্টঃ

মুসলমানরা সন্ত্রাসী করলে জঙ্গিবাদ আর অনান্য ধর্মাবলম্বীরা সন্ত্রাসী করলে অপরাধ, কিন্তু কেন এই শব্দের পার্থক্য ????

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৩:১২

জার্মানির এক টিভি লাইভশোতে একজন জার্মান মুসলিম স্কলারকে
যখন উপস্থাপক প্রশ্ন করেছিলেন, মুসলমানরা কেন সন্ত্রাস করে?
তখন তিনি উক্ত প্রশ্নের জবাব এভাবে উল্টো প্রশ্নের মাধ্যমে দিয়েছিলেন:-

১. যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল?

২. যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল?

৩.যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন
অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?

৪.যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল?

৫.যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর
আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড- ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছিল,
যারা এদেরকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল?

৬. যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল।
যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে
নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম?

সাম্প্রতিক সময়ে ঘটে যাওযা ঘটনাকে আমরা কি বলতে পারি-----এই যে অগনিত রোহিঙ্গা মুসলিমদের আগুনে পুড়িয়ে, পানিতে চুবিয়ে, চাকু মেরে হত্যা করা হয়েছে এটাকে কি আমরা জঙ্গিবাদ বলতে পারি না, নাকি মুসলিম ছাড়া জঙ্গিবাদ শব্দটা ব্যবহার করা যাবে না ?


উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলিমরা কখনো জড়িত ছিলনা। . আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা সঠিকভাবে করতে হবে। যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় অপরাধ। আর যখন কোন মুসলিম একই খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় ইসলামীয় জঙ্গিবাদ!

তাহলে কি আমরা ধরে নিব অপরাধের সমার্থক শব্দ জঙ্গিবাদ।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫১

রাতুলবিডি৫ বলেছেন: ভাই বিষয়টা আপনাকে বুঝতে হবে । পৃথিবীতে ন্যায় অন্যায় এর বিষয়টা আপেক্ষিক । পুলিশ গুলি করলে কেউ সেটাকে খারাপ বলে না , ডাকাত যখন গুলি করে তখন -ই সেটা খারাপ । যেটা আইন মেনে করা হয় সেটা নিয়ে কেউ আপততি করে না, বা করলেও সে আপত্তি টিকে না । আইন কি জিনিস ? আইন হচ্ছে সেটাই যা শাসক বা শাসণ কর্তা প্রণয়ণ করেণ । রুশ পতনের পর বিশ্বের শাসক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমেরিকা । কিন্তু মুসলমানরা সংখ্যাগড়িষ্ঠ গড় হিসেবে আমেরিকা বিরোধী । তাই তাদের কাজগুলো শাসক বিরোধী । এজন্য তাদের কাজগুলো আইন বিরোধী - সন্ত্রাষী হিসেবেই বিশ্ব ব্যাপী পরিচিত।

১৬ ই জুন, ২০১৫ সকাল ৯:৫৫

সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি ঠিকই বলছেন, আপনাকে ধন্যবাদ।

২| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৫

রাতুলবিডি৫ বলেছেন: আলেকজেন্ডার কিন্তু সন্ত্রাষী না গ্রেট ।আবার হিটলার কিন্তু ভিলেন । জয়ী হয়ে হিটলারও গ্রেট হিসেবে ইতিহাসে স্হান করে নিতেন । একই ভাবে ক্ষুদিরামও এক সময় সন্ত্রাষী-ই ছিল । ভারতীয় জাতিয়তাবাদীরা শাষক -শ্রেণীতে পরিণত হওয়ার পরই ক্ষুদিরাম 'হিরো ' হতে পেরেছেন !

১৬ ই জুন, ২০১৫ সকাল ৯:৫৮

সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: আসলে শাসকগোষ্টি যেটা করে সেটা আইন, আর অন্যে করলে ঐটাই সন্ত্রাস।

৩| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:

মুসলমানদের মাঝে পড়ালেখা না জানা, আপনার মতো বেকুব বেশী; সেটাই সমস্যা।

১৬ ই জুন, ২০১৫ সকাল ৯:৪৯

সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: হুমমমমমমমম........ বুঝবার পারতাছি আপনি মহাশিক্ষিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.