![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসর রাতের গান
তোমার বাসরে হানা দেবো বলে পেতেছি অনেক ফাঁদ
তোমার দুগাল চুমোয় ভরাবো মনে ছিলো তার সাধ
ঠোঁটে ছড়ানো গোলাপের রেণু মৌ মৌ তার ঘ্রাণ
একটি মোহনায় মিলে গেছে দুটি দূর অজানার প্রাণ।
প্রাণের সাথে প্রাণ মিলে যে বেজেছে বাঁশির সুর
মনের কালিমা মুছে গেছে আজ বাধা হলো সব দূর
দূরের অতিথি আরো কাছে আসে বন্ধু তোমার সাথে
দিলের কথক গান গায় আজ হাত রেখে তার হাতে।
তারা ফোটে আজ তোমার খোপায় তারা ফুল মালা গেঁথে
বনের কলিরা ফোটে দেখো আজ তোমার গন্ধ পেতে
বনের পাখিরা কণ্ঠ সাধে না তোমার কণ্ঠ শুনে
সুরে সুরে দেখো প্রেমের মিতালি স্বপ্ন ছন্দ বুনে।
ছন্দ বিনুনি দোল খায় পিঠে টোল খায় চাঁদ গালে
হৃদয়ের কথা নিঃশ্বাসে বাজে হৃদয়ের তালে তালে
সেই তালে দেখো ঝরনাও হল তোমার পায়ের নূপুর
অলস সকালে প্রাণ ফিরে পায় পদ্ম ফোটানো পুকুর।
পুকুরের পানি তোমার ছোঁয়াতে ঢেউ তোলে তালে তালে
দখিনা বাতাসে মেঘ উড়ে যায় আকাশের পালে পালে
হঠাৎ একি পাল খুলে হয় তোমার মাথার উড়–নি
পাপড়িরা মেলে ডানা কেনো আজ; নির্বাক ফুলকুড়–নি।
নিঃশ্বাসে ছোটে ফুলের গন্ধ জান্নাতি হুর সম্মুখে
চোখের পাতায় কথা কয় আজ সুখদ ছড়ানো সুখে
মুখ তুলে চায় নিষ্পাপ হাসি চোখ তুলে চোখে চোখে
এ ভাষার মানে বুঝিনি তো আগে মন কাঁদে শোকে শোকে।
শোকের পানিতে সুখ ভাসে শুধু শীতল পাটিতে নেমে
চাহনির খেলা খেলে যায় শুধু পলকেই থেমে থেমে
দুজনার মন অজানা তিথিতে মিশে যায় মোহনায়
প্রকৃতির রূপে রূপ ঢেলে দেয় নয় শুধু গহনায় ।
কাছের অতিথি আরো কাছে আসে দুজনায় ভালোবেসে
রাত হাসে শুধু পূর্ণিমা রাতে দুজনার কাছে এসে।
স্বপ্ন গেলাসের সুখস্মৃতি
তোমার প্রেমের আঁচল দিয়ে ভরাও তুমি প্রেমের ভরা মাঠ
তোমার মনের মিষ্টি কথায় করো তুমি আমার হৃদয় পাঠ
বাদলা আকাশে ময়ূরের পাখা তোমার খোপাায় গুঁজে
নিঝঝুম রাতে তার ছোঁয়া নেই দুই চোখ বুজে বুঁজে।
রূপালি চাঁদের জোছনার ঢল তোমার দুগালে নামে
কেশর দোলানো দখিনা বাতাস কালো চুলে আজ থামে
জোছনার নদী উথলিয়া ওঠে ভরা নদী ফোঁসে রাতে
হৃদয়ের কথা মাঝিকেই বলে বৈঠার মোলাকাতে
এপােেরর সাথে মিতালি এবার ওপারের স্মৃতিকথা
দুই হৃদয়ের প্রথম পাঠেতে স¤প্রীতি বাড়ে যথা।
মনের গহীনে মন ঢুকে গেলে ণ কাঁপে থিরথির
আতশি মনের পিঠ বেয়ে নামে সুখস্মৃতি তিরতির
স্বপ্নের গেলাস চুমুকে উজাড় তৃপ্তিতে ফেলে শ্বাস
দুটি মন আজ এক হয়ে গেছে শাশ্বত বিশ্বাস।
প্রেমের পথের প্রেমিকবেলা
খোপায় তোমার লুকিয়ে ছিলো নীলাভ ঢেউয়ের রাশি
অধরের মাঝে ফোটালে তুমি লাল গোলাপের চুম
তোমার উদার বুকের মাঝে অবিরাম দেই ঘুম
ডাগর দুখানি চোখের পাতা বলে দেয় ভালোবাসি।
কোন আকাশের তারায় তোমার নাকের ফুলটি দিলে
কোন ভ্রমরের পালকে সাজালে টানাটানা দুই ভুরু
নীলের গালিচা দুই পায়ে দলে পথ চলা হল শুরু
কার বাগানের কাঁচা হলুদে শরীর রাঙায়ে নিলে।
রূপার পানিতে ভিজায়ে আঁচল ঢেউ তুলে ডুব দিলে
উথলিয়া ওঠা ঢেউগুলো বলো কার মনে দেয় দোলা
হলুদ আঁচল বাতাসে দোলায় ভেজা চুল রয় খোলা
সবুজ আঁচলে লাল শাপলা ফিক করে হাসে বিলে।
তোমার পথের চিহ্নে চলেছি আঁধারের পথ কত
বিলের কোমর পানিতে নেমে শাপলা শালুক তুলে
বাড়িয়ে দিয়েছি তোমার প্রতি অচেনা মনের ভুলে
গভীর রজনী কাটিয়ে দিয়েছি জোছনায় অবিরত।
প্রেমের পথের প্রেমিকবেলায় স্মৃতির সাগরে হেঁটে
রাখবে কেমনে ফুলের বাগানে সুরভী খিলান এঁটে
আজকে তোমার নরম দুগাল আমার দুহাতে তুলে
তোমার ডাগর দুচোখ পানে চেয়ে গেছি সব ভুলে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০৭
জানজাবিদ বলেছেন: বাহ! কবি দেখি রোমান্টিক মুডে!!