নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

বিভা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

"জলপাই রঙের প্রেম"

দুপুরের পর লেকে বেড়াতে গেছিলাম অনেকদিন পর । স্মৃর্তি -বিস্মৃতির অনেকটা স্থান এই লেক , লেকের জল । স্থির হয়ে তাকিয়ে রইলেম জলের দিকে । হঠাৎ পিছন থেকে কেউ কাদেঁ হাত রাখলো, এমনতো প্রায়ই হয় তাই আর পিছন ফিরে তাকালাম না ।

পিছন থেকেই প্রশ্ন " ভালো আছো ভালবাসা?" আজকাল তো প্রায়ই দেখতে পাই এদিক-ওদিক প্রায়ই হাটাঁহাটি করো , মনে কি শান্তি নেই? লেকের জলে তাকিয়ে কি নির্জনতা খুজচ্ছো ? চলে এলাম যে তুমি ভালো থাকবে বলে ! তাহলে কি অন্যকোথাও তোমার ভুল হচ্ছে? চলতে চলতে কি এতই ক্লান্ত তুমি? ঠিকমত তো রাস্তায় হাটঁতেও পারো না দেখি বার বার অন্যদের পায়ে তোমার পাঁ লেগে যায়, আজকাল কি নিজেই রান্না করে খাচ্ছ? শার্টে তোমার ময়লা জমেছে, অনেক দিন পর পর ধুও বুঝি?

আমি শুধু বললাম:- ভালো আছি আর বেচেঁ থাকার জন্য passion আর Desire খুচ্ছি ।

বিভা: পেলে কিছু?
আমি:খুজতে ছিলাম ।
বিভা: ও ;
আমি: তুমি এখানে যে, একাই ?
বিভা: তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে এসে আমি অনেকের সাথে ঘুড়ে বেড়াই ?
আমি: না , আমি তা বলিনি ।
বিভা: যাইহোক আইসক্রিম খাবে চল?
আমি: না, শীতকাল তো !
বিভা: শীত তুমি ভয়পাও !?
আমি: ওটা তেমন আর খাই না ।
বিভা: কয়েক বছরে তুমি অনেক বদলে গেছ ।
আমি: তুমি বদলাওনি ?
বিভা: জানিনা,অন্যরা বলতে পারবে ।
আমি: মাঝখানে তোমাকে অনেক খুজেছিলাম পাইনি ।
বিভা: হাহাহাহ! প্রয়োজন হয়েছিল তাহলে আমার ?
আমি:হয়েছিল ।
বিভা: এখন নেই?
আমি: সময়ের সাথে হারিয়ে গেছে ।
বিভা: ও ।
আমি: শিশুটি কেমন আছে ? ওর বয়স জানি কত হলো?
বিভা: বাহ! বয়সও ভুলে গেলে ?
আমি: ওকে কি স্কুলে দিয়েছো?
বিভা: না, সামনের বছর দিব ।
আমি: বাংলা মিডিয়ামে দিও না ।
বিভা: বাংলা সাহিত্য প্রেমির মুখে এ কথা ?
আমি: হুম,বললাম । ওকে অনেকদিন দেখিনা -দেখাবে একদিন ?
বিভা: না ।
আমি: কেন? আমি ওর কেউ না?
বিভা: কেউ কি?
আমি: আমি মানুষতো ।
বিভা: যাও ,ওর বিয়েতে তোমাকে দাওয়াত করবো ।
আমি: তখন যে বৃদ্ধ হয়ে যাব বা মারাও তো যেতে পারি ।
বিভা:মারা যাবে না ।
আমি: কেন?
বিভা: খারাপ মানুষরা বেশিদিন বেচেঁ থাকে ।

বিভার কথাটা শুনে কিছুক্ষন অফমুডে ছিলাম পর বললাম: পর বিয়ে করোনি যে?
বিভা: প্রয়োজন হয়নি, হলেই করবো ।
আমি:ও ।
বিভা: আমাকে এখন অনেকেই বিয়ে করতে চায় ।
আমি:তাহলে করো না কেন?
বিভা: এরমধ্য তোমার কাছের বন্ধুরাও আছে ।
আমি -চুপ মেরে রইলাম ।
বিভা: আমি যাই এখন, তুমি প্রাণভরে জল দেখ ।
আমি: আরেকটু বসো না প্লিজ ! কতদিন পর ।
বিভা: না , আমার কাজ আছে আমি যাই ।
আমি: একদিন নেবে তোমাদের বাসায় বেড়াতে?
বিভা কিছুক্ষন ভেবে বললো: না ।
আমি ওর দিকে চেয়ে রইলাম । বিভা আমার চোখ থেকে ওর চোখ সড়িয়ে নিয়ে প্রস্থান করলো , ও হেটেঁ চলে গেল আমি পিছন থেকে ওর চলে যাওয়া দেখলাম শুধু ! হৃদয় বার বার বলছিল দৌড়ে গিয়ে ওকে জরিয়ে ধরে বলি আমাকে তোমার সাথে নিতেই হবে কিন্তু আজকের বিভা গতদিনের বিভা একনয় ও কোনদিন ওর কথা থেকে সরবে না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার লেখা পড়তে ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.