নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

রমা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

বিকেলে বাসায় ফিরে দেখি রমা আমার বইপত্র তন্ন তন্ন করে কি যেন খোজঁচ্ছে । আমি বলার আগেই রমা বললোঃ আচ্ছা তোমার কাছে কিছু ইকোনিমিকসের বই ছিল না? দিতে পারবে ? একটু স্টার্ডি করবো ।
আমি হেসে বললামঃ কেন ? ইংরেজি সাহিত্যর দিন কি শেষ হলো?শ্রেক্সপিয়ারের প্রেম কমলো?
রমা কিছুটা উত্তেজিত হয়ে বললোঃ এই মানুষের বাচ্ছা মানুষ ! এক কথা বলো কেন? প্র্রয়োজন আছে আমার , একটি টিউশন পেয়েছি মাসে ষোল হাজার দিবে হপ্তায় দু'দিন দু'ঘন্টা ।
আমিঃ ইকোনমিকস?
রমাঃ হ্যাঁ ।
আমিঃ কোন ক্লাসে?
রমাঃ অনার্সে দ্বিতীয় বর্ষে সিটি কলেজে পড়ছে ।
আমিঃ ছেলে-নাকি মেয়ে?
রমাঃ ছেলে
আমিঃ তাহলে ছেড়ে দাও , তোমার সাথে লাইন মারার জন্য ওমন লোভনীয় প্রস্তাব দিয়েছে ।
রমাঃ না না ও আমার ছাত্রের কাজিন হয় ।
আমিঃ তুমি যাবে না ও টিউশনে ঠিক আছে ।
রমাঃ যদি যাই ?
আমিঃ কেন যাবে, টাকার কি খুব অভাব পড়েছে? যা করছো তাতেই তো হয়ে যাচ্ছে ।
রমাঃ আমি টিউশনটা করবো ।
আমিঃ আমি না করছি এর কোন দাম নেই ?
রমাঃ আমি তোমার মত না ।
আমিঃ আমার মত , কেমন ? কি বুঝাচ্ছো?
রমাঃ এই যে সমস্যা না হওয়ার আগেই ধরে নেই, এটা না ওটা ! এ জন্যই তেমন কিছু হয়না তোমার ।
আমিঃ খুব খোটা দেয়া শিখেছো আজ-কাল ।
রমাঃ যা সত্য তাই বললাম । আজকাল আমার কোন ভালো কিছুই তোমার চোখে সয় না ! আমাকে সাপোর্ট করাই ভুলে গেছ ।
আমিঃ গত সপ্তাহে তুমি ধানমন্ডী পার্কে ঘুরতে গিয়েছিলে কোন সহপার্টির সাথে ।
রমাঃ হ্যাঁ গিয়েছিলাম , আমি তো একা নই আমার সহকর্মীরাও ছিল ।
আমিঃ একজনের সাথে তোমাকে বেশি কথা-বা সময় কাটাতে দেখা গেছে ।
রমাঃ তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো?
আমিঃ ঢাকা শহরটা এত ছোট জায়গা, গোয়েন্দা লাগে না , পাবলিক প্লেসে পরিচিত মানুষের অভাব নেই ।
রমাঃ কেন, সহকর্মীদের মধ্য কি কেউ বিশেষ হতে পারে না , যার সাথে কথা বলা যায় ।
আমিঃ আমি যদি বলি আমার সাথে শেষ কবে ঘরের বাইরে বের হয়েছিলে?
রমাঃ বের হতেই হবে কেন? দেখা তো হচ্ছে, কাছে তো প্রতিরাতেই পাচ্ছো ইচ্ছেমত ,শরীরের প্রয়োজনে ।
আমিঃ মাঝে মাঝে মনে মনে ভাবি, কারো সাথে মিশে যদি আমার চেয়ে বেশি ভালোবেসে ফেল ?
রমাঃ ভালোবাসা আসলে ,ভেসে ফেলবো ।
আমিঃ যদি কোনদিন টের পাই কি করবো জানো?
রমাঃ কি?
আমিঃ তোমার পা ভেঙ্গে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো , তোমাকে কোনদিন শেয়ার হতে দেব না ।
রমা কিছুটা হতভম্ব হয়ে গেল । কিছুক্ষন চুপ করে রইলো , পর রমা বললোঃ মা আজ ফোন দিয়েছিল , তোমার কথা জিজ্ঞাসা করলো, আমার কাজিন তাসমিয়া এইএসসির রেজাল্ট পাবলিশ হলো , ও ৪.৭৮ পেয়েছে । তোমার নাম্বারে নাকি অনেক বার কল করছিল ঢুকছিলো না , বিকেলে তুমি আসার আগে আমি ট্রাই করছিলাম তোমার রবি নাম্বারে ঢুকছিলো না ।
আমিঃ রবি খুব ডিস্ট্রাব দিচ্ছে আজকাল ।
রমাঃ সত্য্‌ই বলেছো, রবি নাম্বার অনেক প্রোবলেম হচ্ছে।
আমিঃ রমা কথা ঘুরিয়ে লাভ নেই , কোনদিন তোমাকে শেয়ার করতে পারবো না বলে দিলাম , যদি কোনদিন টের পাই সেদিন বুঝবে ।
এরপর রমা আমার দিকে কিছুক্ষন নিশ্চুপে তাকিয়ে থেকে উঠে চলে গেল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: রমা রায়?

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

সাজিদ শুভ বলেছেন: ভালোবাসার ভাগ হয়না সত্যিই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.